ETV Bharat / state

দলীয় কর্মীদের খুন ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে পুরুলিয়ায় থানা ঘেরাও BJP-র - BJP-র থানা ঘেরাও কর্মসূচি

পুরুলিয়া মফস্বল থানা, সদর থানা সহ জেলার কয়েকটি থানা ঘেরাও করেন BJP নেতা-কর্মীরা । পাশাপাশি, থানায় স্মারকলিপিও দেওয়া হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন BJP জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী , জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা সহ অন্যরা ।

Purulia
পুরুলিয়ায় থানা ঘেরাও কর্মসূচি BJP-র
author img

By

Published : Nov 2, 2020, 1:48 PM IST

পুরুলিয়া, 2 নভেম্বর : রাজ্যজুড়ে চলছে BJP-র থানা ঘেরাও কর্মসূচি । রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, BJP কর্মীদের খুন এবং তদন্তের ক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন জায়গায় থানা ঘেরাও করছেন BJP নেতা-কর্মীরা। বাদ যায়নি পুরুলিয়াও । আজ পুরুলিয়াতেও থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয় ।

পুরুলিয়া মফস্বল থানা, সদর থানা সহ জেলার কয়েকটি থানা ঘেরাও করেন BJP নেতা-কর্মীরা । পাশাপাশি, থানায় স্মারকলিপিও দেওয়া হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন BJP জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী , জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা সহ অন্যরা ।

পুরুলিয়ায় থানা ঘেরাও কর্মসূচি BJP-র

এই বিষয়ে জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা বলেন, "রাজ্যে আইনশৃঙ্খলা শূন্য । রাজ্যে সন্ত্রাস দিন দিন বেড়ে চলেছে । আইনশৃঙ্খলার অবনতি ঘটছে । এই অবনতির প্রতিবাদে আমরা রাজ্যজুড়ে প্রত্যেকটি থানায় বিক্ষোভ দেখাচ্ছি ও স্মারকলিপি জমা দিচ্ছি । এই কর্মসূচির পরিপ্রক্ষিতেই আমরা আজ মফস্বল থানায় এসেছি । বিক্ষোভ দেখিয়েছি । স্মারকলিপি জমা দিয়েছি । "

পুরুলিয়া, 2 নভেম্বর : রাজ্যজুড়ে চলছে BJP-র থানা ঘেরাও কর্মসূচি । রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, BJP কর্মীদের খুন এবং তদন্তের ক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন জায়গায় থানা ঘেরাও করছেন BJP নেতা-কর্মীরা। বাদ যায়নি পুরুলিয়াও । আজ পুরুলিয়াতেও থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয় ।

পুরুলিয়া মফস্বল থানা, সদর থানা সহ জেলার কয়েকটি থানা ঘেরাও করেন BJP নেতা-কর্মীরা । পাশাপাশি, থানায় স্মারকলিপিও দেওয়া হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন BJP জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী , জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা সহ অন্যরা ।

পুরুলিয়ায় থানা ঘেরাও কর্মসূচি BJP-র

এই বিষয়ে জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা বলেন, "রাজ্যে আইনশৃঙ্খলা শূন্য । রাজ্যে সন্ত্রাস দিন দিন বেড়ে চলেছে । আইনশৃঙ্খলার অবনতি ঘটছে । এই অবনতির প্রতিবাদে আমরা রাজ্যজুড়ে প্রত্যেকটি থানায় বিক্ষোভ দেখাচ্ছি ও স্মারকলিপি জমা দিচ্ছি । এই কর্মসূচির পরিপ্রক্ষিতেই আমরা আজ মফস্বল থানায় এসেছি । বিক্ষোভ দেখিয়েছি । স্মারকলিপি জমা দিয়েছি । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.