ETV Bharat / state

পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত বাইক আরোহী - পুরুলিয়ায় পথ দুর্ঘটনা

লরির ধাক্কায় মৃত এক বাইক আরোহী । পুরুলিয়া-রাঁচি জাতীয় সড়কের বেলকুড়ি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছে । বাইকে ধাক্কা মেরে লরি নিয়ে পালিয়ে যায় চালক । পুলিশ ঘাতক গাড়ির খোঁজ করছে ।

road accident in purulia
পুরুলিয়ায় পথ দুর্ঘটনা
author img

By

Published : Jun 9, 2020, 7:29 PM IST

পুরুলিয়া, 9 জুন : লরির ধাক্কায় মৃত এক বাইক আরোহী l আজ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-রাঁচি জাতীয় সড়কের বেলকুড়ি গ্রামের অদূরে l জানা গিয়েছে, মৃত যুবকের নাম ঝন্টু মাহাত (23) l বাড়ি পুরুলিয়া জেলার জয়পুর থানার গুঁজা গ্রামে l ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে পুলিশ l

জানা গিয়েছে, পুরুলিয়া থেকে রাঁচির দিকে যাওয়ার পথে বেলকুড়ি গ্রামের অদূরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মোটরসাইকেলটিকে l ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার l ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় l এরপরই ঘটনাস্থানে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায় l

দেহটি আজই ময়নাতদন্ত হবে হাসপাতালে l ঘাতক গাড়িটির খোঁজ পাওয়া যায়নি l পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে l স্থানীয় মানুষের দাবি, পুরুলিয়া-রাঁচি জাতীয় সড়কে রাস্তার কাজ চলায় বিপজ্জনক অবস্থায় রয়েছে রাস্তাটি l ফলে মাঝেমধ্যেই ওই রাস্তায় ছোটবড় দুর্ঘটনা ঘটছে l

পুরুলিয়া, 9 জুন : লরির ধাক্কায় মৃত এক বাইক আরোহী l আজ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-রাঁচি জাতীয় সড়কের বেলকুড়ি গ্রামের অদূরে l জানা গিয়েছে, মৃত যুবকের নাম ঝন্টু মাহাত (23) l বাড়ি পুরুলিয়া জেলার জয়পুর থানার গুঁজা গ্রামে l ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে পুলিশ l

জানা গিয়েছে, পুরুলিয়া থেকে রাঁচির দিকে যাওয়ার পথে বেলকুড়ি গ্রামের অদূরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মোটরসাইকেলটিকে l ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার l ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় l এরপরই ঘটনাস্থানে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায় l

দেহটি আজই ময়নাতদন্ত হবে হাসপাতালে l ঘাতক গাড়িটির খোঁজ পাওয়া যায়নি l পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে l স্থানীয় মানুষের দাবি, পুরুলিয়া-রাঁচি জাতীয় সড়কে রাস্তার কাজ চলায় বিপজ্জনক অবস্থায় রয়েছে রাস্তাটি l ফলে মাঝেমধ্যেই ওই রাস্তায় ছোটবড় দুর্ঘটনা ঘটছে l

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.