পুরুলিয়া, 20 মার্চ : সংযুক্ত মোর্চা রাজ্যে ক্ষমতায় এলে পরিবার পিছু 5 হাজার 700 টাকা করে মাসিক আর্থিক প্যাকেজের প্রতিশ্রুতি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । সেক্ষেত্রে 20 শতাংশ গরিব মানুষকে তাঁরা এই পরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ৷ আজ পুরুলিয়া বিধানসভার কংগ্রেস প্রার্থী পার্থপ্রতীম বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভা করেন তিনি । এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন নেপাল মাহাত, ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী বার্না গুপ্তা ।
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অধীর চৌধুরী বলেন, "এখন জনপ্রতিনিধিরা হল আলু আর পটলের মতো । পয়সা দাও আর কিনে নাও । নীল চোর যারা ছিল তারা এখন গেরুয়া চোর হতে যাচ্ছে । এই মুহূর্তে বিজেপি আর তৃণমূল একই পয়সার দুটি পিঠ মাত্র ।" এছাড়াও তিনি বলেন, "এই নির্বাচনে তিনটি শক্তি অংশগ্রহণ করেছে । একটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি ৷ একটা স্বৈরতান্ত্রিক শক্তি তৃণমূল আর একটা মানুষের পাশে থেকে মানুষের সেবা করার শক্তি সংযুক্ত মোর্চা ।"
গতবারও কংগ্রেস এই আসনটি জিতেছিল । এদিন আগাগোড়াই অধীর ছিলেন আক্রমণাত্মক । তাঁর অভিযোগ, পুরুলিয়াকে পশ্চাৎপদ করে রাখার কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের । গোটা দেশের উন্নয়নে কংগ্রেসের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে অধীর বলেন, এ রাজ্যের মতো এই জেলাতেও কোনও উন্নয়ন করেনি তৃণমূল ৷ সব লুঠ করেছেন তৃণমূলের নেতা কর্মীরা । তৃণমূল নেতারা এখন নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত । উদ্দেশ্য, নিজেদের আখের গোছানো ।
আরও পড়ুন, প্রত্যেক পরিবারকে ন্যূনতম আয়ের প্রতিশ্রুতি মমতার
সেইসঙ্গে সংযুক্ত মোর্চার সরকার গঠন হলে সমাজের 20 শতাংশ গরিব মানুষকে পরিবার পিছু মাসিক 5 হাজার 700 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷ এদিকে, কয়েকদিন আগে ইস্তাহারে প্রত্যেক পরিবারকে ন্যূনতম আয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাধারণ সম্প্রদায়ের (জেনারেল কাস্ট) প্রত্য়েকটি পরিবারকে বছরে 6 হাজার টাকা এবং অন্যান্য সম্প্রদায়ের (তপশিলি জাতি ও উপজাতি-সহ পিছিয়ে পড়া সমস্ত সম্প্রদায়) প্রত্য়েকটি পরিবারকে বছরে 12 হাজার টাকা দেওয়া হবে জানিয়েছিলেন তিনি ৷