ETV Bharat / state

Headmaster Constructed School অবসরের আগে স্কুলে নতুন ভবন নির্মাণ করে দিলেন প্রধান শিক্ষক - Before Retirement the Headmaster Constructed School Building in Purulia

উপার্জনের টাকায় বিদ্যালয়ের জন্য "টুসু ভবন" নির্মাণ পুরুলিয়ার প্রধান শিক্ষকের ৷ এমনই ভিন্ন ছবি ধরা পড়ল পুরুলিয়ার বরাবাজার এলাকায় (Before Retirement the Headmaster Constructed School Building)।

Headmaster Constructed School
অবসরের আগে স্কুলে ভবন নির্মাণ করে দিলেন প্রধান শিক্ষক
author img

By

Published : Aug 15, 2022, 12:54 PM IST

পুরুলিয়া, 15 অগস্ট: শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির কারণে যখন শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন উঠছে তখন যেন ভিন্ন ছবি ধরা পড়ল পুরুলিয়ার বরাবাজার এলাকায় (Before Retirement the Headmaster Constructed School Building) । বরাবাজার 2 নম্বর চক্রের বদলডি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফটিক চন্দ্র মাহাত 5 লক্ষ টাকা ব্যয় করে বিদ্যালয়ের জন্য একটি ভবন নির্মাণ করে দিলেন । তিনি বিদ্যালয় থেকে অবসর নিয়েছেন গত বছর জুলাই মাসে । কিন্তু ভবন নির্মাণের কাজ সমাপ্ত না হওয়ায় চলতি মাসের 8 তারিখ তাঁর হাত দিয়েই উদ্বোধন হয় ভবনটির ।

এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমি একটি 1600 স্কোয়ার ফুটের শেড নির্মাণ করেছি ৷ বিদ্যালয় ভালোবেসে সেটিকে ভবনের মর্যাদা দিয়েছে । আর পুরুলিয়ার ঐতিহ্যের কথা মাথায় রেখেই এই ঘরটির নাম দেওয়া হয়েছে 'টুসু' ।" এই নির্মাণে তাঁর প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে বলেও জানান তিনি । পুরুলিয়ার মান বাজার ব্লক এলাকার জনড়া গ্রামের বাসিন্দা ফটিকবাবু খুশি বাচ্চাদের জন্য এইটুকু করতে পেরে ।

আরও পড়ুন: স্বাধীনতার প্রাক্কালে দেশ বদলের অঙ্গীকার, 1000 পরিবারের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংস্থা

বর্তমানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক করুণাময় পাত্র বলেন, "বর্তমানে শিক্ষকতার মান বা পেশা সম্পর্কে জনমানসে একটা নেতিবাচক প্রভাব পড়েছে । ফটিকবাবুর এই কাজ দেখে মানুষের ধারণার কিছুটা হলেও বদল ঘটবে বলেই আমার মনে হয় ।"

2003 সালে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন ফটিক চন্দ্র মাহাত । তার আগে তিনি চিপিদা জুনিয়র হাইস্কুলে সহ শিক্ষক ছিলেন ।

পুরুলিয়া, 15 অগস্ট: শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির কারণে যখন শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন উঠছে তখন যেন ভিন্ন ছবি ধরা পড়ল পুরুলিয়ার বরাবাজার এলাকায় (Before Retirement the Headmaster Constructed School Building) । বরাবাজার 2 নম্বর চক্রের বদলডি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফটিক চন্দ্র মাহাত 5 লক্ষ টাকা ব্যয় করে বিদ্যালয়ের জন্য একটি ভবন নির্মাণ করে দিলেন । তিনি বিদ্যালয় থেকে অবসর নিয়েছেন গত বছর জুলাই মাসে । কিন্তু ভবন নির্মাণের কাজ সমাপ্ত না হওয়ায় চলতি মাসের 8 তারিখ তাঁর হাত দিয়েই উদ্বোধন হয় ভবনটির ।

এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমি একটি 1600 স্কোয়ার ফুটের শেড নির্মাণ করেছি ৷ বিদ্যালয় ভালোবেসে সেটিকে ভবনের মর্যাদা দিয়েছে । আর পুরুলিয়ার ঐতিহ্যের কথা মাথায় রেখেই এই ঘরটির নাম দেওয়া হয়েছে 'টুসু' ।" এই নির্মাণে তাঁর প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে বলেও জানান তিনি । পুরুলিয়ার মান বাজার ব্লক এলাকার জনড়া গ্রামের বাসিন্দা ফটিকবাবু খুশি বাচ্চাদের জন্য এইটুকু করতে পেরে ।

আরও পড়ুন: স্বাধীনতার প্রাক্কালে দেশ বদলের অঙ্গীকার, 1000 পরিবারের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংস্থা

বর্তমানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক করুণাময় পাত্র বলেন, "বর্তমানে শিক্ষকতার মান বা পেশা সম্পর্কে জনমানসে একটা নেতিবাচক প্রভাব পড়েছে । ফটিকবাবুর এই কাজ দেখে মানুষের ধারণার কিছুটা হলেও বদল ঘটবে বলেই আমার মনে হয় ।"

2003 সালে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন ফটিক চন্দ্র মাহাত । তার আগে তিনি চিপিদা জুনিয়র হাইস্কুলে সহ শিক্ষক ছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.