ETV Bharat / state

Purulia Municipality : দুয়ারে প্রশাসক কর্মসূচিতে অভিযোগের পাহাড় পুরুলিয়ার পৌর এলাকায় - পুরুলিয়া পৌরসভার খবর

সামনে পৌর নির্বাচন ৷ তার আগে দুয়ারে দুয়ারে গিয়ে অভিযোগ শুনছেন পুরুলিয়ার পৌর প্রশাসক (Purulia Municipality) ৷

Purulia Municipality
দুয়ারে প্রশাসক কর্মসূচিতে অভিযোগের পাহাড় পুরুলিয়ার পৌর এলাকায়
author img

By

Published : Dec 30, 2021, 9:54 PM IST

পুরুলিয়া, 30 ডিসেম্বর : শিয়রে পৌরসভার নির্বাচন । তবে ইদানিংকালে পুরুলিয়া পৌরসভার কয়েকটি ইস্যু উঠে আসছে তার মধ্যে একটি হল পুরুলিয়া পৌরসভার ভুয়ো কর্মীর হদিশ (Purulia Municipality) । আর তারপর ফের দুয়ারে পৌর প্রশাসক কর্মসূচিতে পুরুলিয়া পৌরসভার একটি নগ্ন দিক সামনে এল ।


বিগত কয়েকদিন ধরেই পুরুলিয়ার পৌর প্রশাসক নবেন্দু মাহালি নিজে উদ্যোগী হয়ে পুর এলাকার মানুষের বিভিন্ন দাবি দাওয়া ও অভিযোগ শুনতে এবং তা খতিয়ে দেখতে দুয়ারে দুয়ারে যাচ্ছেন । কর্মসূচিটির নাম দিয়েছেন দুয়ারে পৌর প্রশাসক । তা করতে গিয়ে পুরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে পুর প্রশাসককে শুনতে হচ্ছে যে এলাকায় কোনও কাজই ঠিক মত হয়নি ৷ এমনকি পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে রয়েছে আবর্জনা ৷ অথচ পৌরসভায় 1600 অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন ৷

আরও পড়ুন : Night Shelter for Homeless : আশ্রয়হীনদের ঠাঁই দিতে উদ্যোগী পুরুলিয়া পৌরসভা

যাদের মাইনের জন্য 67 লাখ টাকা ব্যয় হয় ৷ যদিও স্থায়ীভাবে না হলেও এদের মাইনে দিতে পুরসভা হিমশিম খাচ্ছে বলে স্বীকার করেছেন খোদ পৌর প্রশাসক ।
আজ এই কর্মসূচিতে পুরুলিয়া শহরের ডিগুডিপাড়া এলাকায় গিয়ে পুর প্রশাসক নবেন্দু মাহালি মানুষের অভিযোগ শোনেন । 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা উনার কাছে অভিযোগ করেন যে, ওই এলাকায় নিকাশি ব্যবস্থার কাজ হয়নি ৷ সাফাই হয়নি ৷ এমনকি আবাস যোজনাতেও যাদের বাড়ি পাওয়া উচিত তারা বাড়ি পায়নি অথচ যাদের বাড়ির দরকার নেই তারা পেয়েছেন ।

দুয়ারে প্রশাসক কর্মসূচিতে অভিযোগের পাহাড় পুরুলিয়ার পৌর এলাকায়


এ বিষয়ে জানতে চাইলে পুর প্রশাসক নবেন্দু বাবু বলেন, ওখানকার মানুষের কিছু অভিযোগ আছে ৷ আমি নিজেই উদ্যোগী হয়ে তাদের অভিযোগ শুনতে গিয়েছিলাম ৷ তবে সাফাই ও আবাস যোজনার অভিযোগ সত্যি হলেও ভোটে এর কোনও প্রভাব পড়বে না । কারণ হিসাবে তিনি জানান, নিজে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা শুনতে ও দূর করতে উদ্যোগী হয়েছেন, তাই পুরুলিয়া পুরসভায় তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে ৷

আরও পড়ুন : Tourists get attacked : চাঁদা নিয়ে বচসা, পুরুলিয়ায় আক্রান্ত পর্যটক

পুরুলিয়া, 30 ডিসেম্বর : শিয়রে পৌরসভার নির্বাচন । তবে ইদানিংকালে পুরুলিয়া পৌরসভার কয়েকটি ইস্যু উঠে আসছে তার মধ্যে একটি হল পুরুলিয়া পৌরসভার ভুয়ো কর্মীর হদিশ (Purulia Municipality) । আর তারপর ফের দুয়ারে পৌর প্রশাসক কর্মসূচিতে পুরুলিয়া পৌরসভার একটি নগ্ন দিক সামনে এল ।


বিগত কয়েকদিন ধরেই পুরুলিয়ার পৌর প্রশাসক নবেন্দু মাহালি নিজে উদ্যোগী হয়ে পুর এলাকার মানুষের বিভিন্ন দাবি দাওয়া ও অভিযোগ শুনতে এবং তা খতিয়ে দেখতে দুয়ারে দুয়ারে যাচ্ছেন । কর্মসূচিটির নাম দিয়েছেন দুয়ারে পৌর প্রশাসক । তা করতে গিয়ে পুরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে পুর প্রশাসককে শুনতে হচ্ছে যে এলাকায় কোনও কাজই ঠিক মত হয়নি ৷ এমনকি পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে রয়েছে আবর্জনা ৷ অথচ পৌরসভায় 1600 অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন ৷

আরও পড়ুন : Night Shelter for Homeless : আশ্রয়হীনদের ঠাঁই দিতে উদ্যোগী পুরুলিয়া পৌরসভা

যাদের মাইনের জন্য 67 লাখ টাকা ব্যয় হয় ৷ যদিও স্থায়ীভাবে না হলেও এদের মাইনে দিতে পুরসভা হিমশিম খাচ্ছে বলে স্বীকার করেছেন খোদ পৌর প্রশাসক ।
আজ এই কর্মসূচিতে পুরুলিয়া শহরের ডিগুডিপাড়া এলাকায় গিয়ে পুর প্রশাসক নবেন্দু মাহালি মানুষের অভিযোগ শোনেন । 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা উনার কাছে অভিযোগ করেন যে, ওই এলাকায় নিকাশি ব্যবস্থার কাজ হয়নি ৷ সাফাই হয়নি ৷ এমনকি আবাস যোজনাতেও যাদের বাড়ি পাওয়া উচিত তারা বাড়ি পায়নি অথচ যাদের বাড়ির দরকার নেই তারা পেয়েছেন ।

দুয়ারে প্রশাসক কর্মসূচিতে অভিযোগের পাহাড় পুরুলিয়ার পৌর এলাকায়


এ বিষয়ে জানতে চাইলে পুর প্রশাসক নবেন্দু বাবু বলেন, ওখানকার মানুষের কিছু অভিযোগ আছে ৷ আমি নিজেই উদ্যোগী হয়ে তাদের অভিযোগ শুনতে গিয়েছিলাম ৷ তবে সাফাই ও আবাস যোজনার অভিযোগ সত্যি হলেও ভোটে এর কোনও প্রভাব পড়বে না । কারণ হিসাবে তিনি জানান, নিজে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা শুনতে ও দূর করতে উদ্যোগী হয়েছেন, তাই পুরুলিয়া পুরসভায় তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে ৷

আরও পড়ুন : Tourists get attacked : চাঁদা নিয়ে বচসা, পুরুলিয়ায় আক্রান্ত পর্যটক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.