ETV Bharat / state

BDO Action Against Teacher: টি শার্ট-হাওয়াই চটি পরে বৈঠকে, পার্শ্ব শিক্ষককে বের করে দিলেন বিডিও ! - Purulia News

টি-শার্ট ও হাওয়াই চটি পরে প্রশাসনিক বৈঠকে যাওয়ায় পুরুলিয়ার (Purulia News) এক পার্শ্ব শিক্ষককে বিডিও (BDO Action Against Teacher) বেরিয়ে যেতে বলেন বলে অভিযোগ উঠেছে (BDO throws Teacher out)৷ এ বিষয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন ওই পার্শ্ব শিক্ষক ৷

aBaghmundi
টি শার্ট-হাওয়াই চটি পরে বৈঠকে, পার্শ্ব শিক্ষককে বের করে দিলেন বিডিও !
author img

By

Published : Nov 10, 2022, 8:08 PM IST

পুরুলিয়া, 10 নভেম্বর: পরনে টি-শার্ট ও ট্র্যাক-প্যান্ট ৷ পায়ে হাওয়াই চটি ৷ এই পরেই প্রশাসনিক একটি বৈঠকে হাজির হয়েছিলেন এক পার্শ্ব শিক্ষক ৷ তাঁর ওই বেশভূষা দেখে তাঁকে বিডিও বের করে দিয়েছেন বলে অভিযোগ (BDO throws Teacher out)৷ গোটা ঘটনা জেলাশাসকে জানিয়ে অভিযোগ দায়ের করেছেন ওই পার্শ্ব শিক্ষক (BDO Action Against Teacher)৷ পুরুলিয়ার ঘটনা (Purulia News)৷

পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি ব্লকের রাজেশ বন্দ্যোপাধ্যায় প্রতাপপুর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক ৷ তিনি আজ বলেন, "গত 7 তারিখ বুথ স্তরের অফিসারদের একটি ট্রেনিং থাকায় আমি ব্লকে গিয়েছিলাম ৷ আমার পরনে ছিল একটি টি-শার্ট, ট্র্যাকশুট প্যান্ট ও হাওয়াই চটি । বিএলও-দের প্রদেয় কিট যাতে উন্নত মানের দেওয়া হয়, সেই বিষয়ে আমি বিডিও-র দৃষ্টি আকর্ষণ করায় তিনি আমার পোশাক নিয়ে আমাকে কথা শোনান । বলেন, আমি যাতে ভালো কলার দেওয়া জামা ও ভালো পোশাক পরে এরপর থেকে আসি । আমি যেহেতু 9,226 টাকা মাইনে পাই, তাই ভালো পোশাকের ব্যয় বহন করা আমার পক্ষে সম্ভব নয় ৷ আমি বিডিও সাহেবকে সেটা জানালে তিনি আমাকে মিটিং ছেড়ে বেরিয়ে যেতে বলেন ৷"

আরও পড়ুন: স্কুলে শৌচালয়ের প্রাচীর ভেঙে ছাত্র মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র মোথাবাড়ি

এই বিষয়ে পুরুলিয়া জেলার জেলাশাসকের দফতরে একটি লিখিত অভিযোগ করেছেন রাজেশ । একইসঙ্গে, মেইল করে অভিযোগ জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন ও জাতীয় নির্বাচন কমিশনের কাছেও । অন্যদিকে, এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ওই ব্লকের বিডিও দেবরাজ ঘোষ বলেন, "এই বিষয়ে কোনও অভিযোগ হয়ে থাকলে আমি তার উত্তর জেলাশাসককেই জানাব । তবে আমি কারওকে বেরিয়ে যেতে বলিনি ৷ তিনি স্বেচ্ছায় বেরিয়ে গিয়েছেন ।"

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়া জেলার জেলাশাসক রজত নন্দা বলেন, "বিষয়টি আমি দেখছি না, এটি অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) কে দেখতে বলা হয়েছে ।"

পুরুলিয়া, 10 নভেম্বর: পরনে টি-শার্ট ও ট্র্যাক-প্যান্ট ৷ পায়ে হাওয়াই চটি ৷ এই পরেই প্রশাসনিক একটি বৈঠকে হাজির হয়েছিলেন এক পার্শ্ব শিক্ষক ৷ তাঁর ওই বেশভূষা দেখে তাঁকে বিডিও বের করে দিয়েছেন বলে অভিযোগ (BDO throws Teacher out)৷ গোটা ঘটনা জেলাশাসকে জানিয়ে অভিযোগ দায়ের করেছেন ওই পার্শ্ব শিক্ষক (BDO Action Against Teacher)৷ পুরুলিয়ার ঘটনা (Purulia News)৷

পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি ব্লকের রাজেশ বন্দ্যোপাধ্যায় প্রতাপপুর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক ৷ তিনি আজ বলেন, "গত 7 তারিখ বুথ স্তরের অফিসারদের একটি ট্রেনিং থাকায় আমি ব্লকে গিয়েছিলাম ৷ আমার পরনে ছিল একটি টি-শার্ট, ট্র্যাকশুট প্যান্ট ও হাওয়াই চটি । বিএলও-দের প্রদেয় কিট যাতে উন্নত মানের দেওয়া হয়, সেই বিষয়ে আমি বিডিও-র দৃষ্টি আকর্ষণ করায় তিনি আমার পোশাক নিয়ে আমাকে কথা শোনান । বলেন, আমি যাতে ভালো কলার দেওয়া জামা ও ভালো পোশাক পরে এরপর থেকে আসি । আমি যেহেতু 9,226 টাকা মাইনে পাই, তাই ভালো পোশাকের ব্যয় বহন করা আমার পক্ষে সম্ভব নয় ৷ আমি বিডিও সাহেবকে সেটা জানালে তিনি আমাকে মিটিং ছেড়ে বেরিয়ে যেতে বলেন ৷"

আরও পড়ুন: স্কুলে শৌচালয়ের প্রাচীর ভেঙে ছাত্র মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র মোথাবাড়ি

এই বিষয়ে পুরুলিয়া জেলার জেলাশাসকের দফতরে একটি লিখিত অভিযোগ করেছেন রাজেশ । একইসঙ্গে, মেইল করে অভিযোগ জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন ও জাতীয় নির্বাচন কমিশনের কাছেও । অন্যদিকে, এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ওই ব্লকের বিডিও দেবরাজ ঘোষ বলেন, "এই বিষয়ে কোনও অভিযোগ হয়ে থাকলে আমি তার উত্তর জেলাশাসককেই জানাব । তবে আমি কারওকে বেরিয়ে যেতে বলিনি ৷ তিনি স্বেচ্ছায় বেরিয়ে গিয়েছেন ।"

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়া জেলার জেলাশাসক রজত নন্দা বলেন, "বিষয়টি আমি দেখছি না, এটি অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) কে দেখতে বলা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.