ETV Bharat / state

Misuse of DJ Boxes : পুলিশে ভরসা নেই, ডিজের তাণ্ডব থেকে বাঁচতে সোজা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিজ্ঞান সমিতি - BBJS Purulia Committee sends letter to Mamata Banerjee

বহুদিন ধরেই পুরুলিয়া শহরে ডিজে বক্সের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে (Dj Box) । ডিজে বক্সের এই যথেচ্ছ ব্যবহার রুখতে এবছরেই স্থানীয় পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা । এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন তাঁরা (BBJS Purulia Committee sends letter to Mamata Banerjee) ৷

Use of DJ Boxes in Purulia
ডিজের তাণ্ডব থেকে বাঁচতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিজ্ঞান সমিতি
author img

By

Published : May 4, 2022, 10:37 AM IST

পুরুলিয়া, 4 মে : ডিজে বক্সের তাণ্ডব থেকে বাঁচতে সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি ৷ স্থানীয় পুলিশ-প্রশাসনের উপর ভরসা হারিয়ে পুরুলিয়া জেলা কমিটির তরফ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে (BBJS Purulia Committee sends letter to Mamata Banerjee) ৷

পুরুলিয়া জেলায় ডিজে বক্সের তাণ্ডব নতুন কিছু নয় । বহুদিন ধরেই শব্দ দানবের উৎপাত চলে এলাকায় । বিয়ের মরশুম চলায় সেই উৎপাত আরও খানিক বেড়েছে ৷ ডিজে বক্সের এই যথেচ্ছ ব্যবহার রুখতে একাধিকবার একাধিক সংগঠন জেলা পুলিশের দ্বারস্থ হয়েছে । বিজ্ঞান মঞ্চের সদস্যদের এই বিষয়টি খতিয়ে দেখার বিষয়ে আশ্বস্ত করেছিলেন খোদ পুঞ্চা থানার ওসি'ও । সরস্বতী পুজোর সময় বোরাকচা গ্রামে অভিযান চালিয়ে একটি ডিজে বক্স বোঝাই গাড়ি-সহ গাড়ির খালাসি ও গাড়ির চালককে গ্রেফতারও করেছিল পুলিশ ।

যদিও সংগঠনগুলি জানাচ্ছে, তাদের অভিযোগে কাজ হয়নি । ফলে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন তাঁরা ৷ জেলা জুড়ে সাউন্ড সিস্টেমের তাণ্ডবে রাশ টানার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে ওই চিঠি লিখেছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা সম্পাদক মধুসূদন মাহাতো । সংস্থার প্যাডে ওই চিঠি লিখেছেন তিনি ৷

আরও পড়ুন : ডিজে বক্স-সহ পুরুলিয়ায় গ্রেফতার 2

এদিন তিনি বলেন, "আমরা প্রত্যেকেই জানি, ডিজের প্রবল তাণ্ডবের ফলে বয়স্ক, অসুস্থ ও শিশুদের কী অসুবিধা হয় । জেলা পুলিশকে বহুবার জানিয়েও কোনও কাজ হয়নি । বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীকে বিষয়টা জানালাম । এতে যদি অন্তত এর একটা সুরাহা হয় ।"

পুরুলিয়া, 4 মে : ডিজে বক্সের তাণ্ডব থেকে বাঁচতে সোজা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি ৷ স্থানীয় পুলিশ-প্রশাসনের উপর ভরসা হারিয়ে পুরুলিয়া জেলা কমিটির তরফ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে (BBJS Purulia Committee sends letter to Mamata Banerjee) ৷

পুরুলিয়া জেলায় ডিজে বক্সের তাণ্ডব নতুন কিছু নয় । বহুদিন ধরেই শব্দ দানবের উৎপাত চলে এলাকায় । বিয়ের মরশুম চলায় সেই উৎপাত আরও খানিক বেড়েছে ৷ ডিজে বক্সের এই যথেচ্ছ ব্যবহার রুখতে একাধিকবার একাধিক সংগঠন জেলা পুলিশের দ্বারস্থ হয়েছে । বিজ্ঞান মঞ্চের সদস্যদের এই বিষয়টি খতিয়ে দেখার বিষয়ে আশ্বস্ত করেছিলেন খোদ পুঞ্চা থানার ওসি'ও । সরস্বতী পুজোর সময় বোরাকচা গ্রামে অভিযান চালিয়ে একটি ডিজে বক্স বোঝাই গাড়ি-সহ গাড়ির খালাসি ও গাড়ির চালককে গ্রেফতারও করেছিল পুলিশ ।

যদিও সংগঠনগুলি জানাচ্ছে, তাদের অভিযোগে কাজ হয়নি । ফলে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন তাঁরা ৷ জেলা জুড়ে সাউন্ড সিস্টেমের তাণ্ডবে রাশ টানার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে ওই চিঠি লিখেছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা সম্পাদক মধুসূদন মাহাতো । সংস্থার প্যাডে ওই চিঠি লিখেছেন তিনি ৷

আরও পড়ুন : ডিজে বক্স-সহ পুরুলিয়ায় গ্রেফতার 2

এদিন তিনি বলেন, "আমরা প্রত্যেকেই জানি, ডিজের প্রবল তাণ্ডবের ফলে বয়স্ক, অসুস্থ ও শিশুদের কী অসুবিধা হয় । জেলা পুলিশকে বহুবার জানিয়েও কোনও কাজ হয়নি । বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীকে বিষয়টা জানালাম । এতে যদি অন্তত এর একটা সুরাহা হয় ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.