ETV Bharat / state

বনাঞ্চল ধ্বংসের প্রতিবাদে আন্দোলনে কুড়মি সম্প্রদায়ের একাংশ

author img

By

Published : May 11, 2020, 1:50 PM IST

পুরুলিয়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে আন্দোলন । এর পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ড ও অসমেও গতকাল থেকে এই আন্দোলন শুরু করেছে কুড়মিদের একাংশ ।

ছবি
ছবি

পুরুলিয়া, 11 মে : অবৈধভাবে বনাঞ্চল ধ্বংসের অভিযোগ উঠল বন দপ্তরের বিরুদ্ধে । যার প্রতিবাদে গতকাল পুরুলিয়ায় আন্দোলনে নামল আদিবাসী কুড়মি সমাজের একাংশ । আন্দোলনের নাম রাখা হয়েছে "জঙ্গল জিআউয়া হামদুমি ।" পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে কুড়মি সমাজের জনপ্রতিনিধিরা সামাজিক দূরত্ব বজায় রেখে পোস্টার নিয়ে আন্দোলনে সামিল হন । প্রসঙ্গত, শুধু এ রাজ্যে নয়, ওড়িশা, ঝাড়খণ্ড ও অসমেও গতকাল থেকে এই আন্দোলন শুরু করেছে কুড়মিরা । চলবে 17 মে পর্যন্ত ।

তাঁদের অভিযোগ, লকডাউন চলাকালীন পুরুলিয়ার কোটশিলা থানার মামুডি, সুপুরডি, গোবিন্দপুর এলাকায় প্রায় 30 হেক্টর জমিজুড়ে থাকা শাল গাছ রাতের অন্ধকারে কেটে সাফ করে দিয়েছে বন দপ্তরের কর্মীরা । যেখানে চারিদিকে গাছ লাগানোর পরামর্শ দিচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার । সবুজায়ন রক্ষায় নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ । সচেতনতার প্রচার চালানো হচ্ছে সর্বত্র । সেখানে খোদ প্রশাসনিক আধিকারিকরাই এমন কাজ করছে । লকডাউনে মানুষ গৃহবন্দী, সেই সুযোগকে কাজে লাগিয়ে জঙ্গল সাফ করে দেওয়ার অভিযোগ তুললেন তাঁরা । এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল থেকে আন্দোলন শুরু হয়েছে । কুড়মি সম্প্রদায়ের মানুষজন রাজ্যের পাশাপাশি আন্দোলন করছে ওড়িশা, ঝাড়খণ্ড ও অসমেও ।

এবিষয়ে কুড়মি সমাজের নেতা অজিতপ্রসাদ মাহাত বলেন, "রাতের অন্ধকারে পুরুলিয়ার বনাঞ্চলে অবৈধভাবে গাছ কেটে প্রকৃতিকে ধ্বংস করে চলেছে বন দপ্তরের আধিকারিকরা । শুধু তাই নয়, অন্যত্র গাছ পাচার করে নিজেদের পকেটও ভরাচ্ছেন তাঁরা । এরই প্রতিবাদে অভিযুক্ত বন কর্মীদের শাস্তির দাবিতে এবং বনাঞ্চল রক্ষার দাবিতে সামাজিক দূরত্ব বজায় রেখে আন্দোলন শুরু হয়েছে পুরুলিয়া-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় । এছাড়াও আরও তিন রাজ্যে বনাঞ্চল রক্ষায় এই আন্দোলন শুরু হয়েছে ।" এরপরও যদি বিষয়টিতে নজর না দেয় রাজ্য ও কেন্দ্রীয় সরকার তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।

পুরুলিয়া, 11 মে : অবৈধভাবে বনাঞ্চল ধ্বংসের অভিযোগ উঠল বন দপ্তরের বিরুদ্ধে । যার প্রতিবাদে গতকাল পুরুলিয়ায় আন্দোলনে নামল আদিবাসী কুড়মি সমাজের একাংশ । আন্দোলনের নাম রাখা হয়েছে "জঙ্গল জিআউয়া হামদুমি ।" পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে কুড়মি সমাজের জনপ্রতিনিধিরা সামাজিক দূরত্ব বজায় রেখে পোস্টার নিয়ে আন্দোলনে সামিল হন । প্রসঙ্গত, শুধু এ রাজ্যে নয়, ওড়িশা, ঝাড়খণ্ড ও অসমেও গতকাল থেকে এই আন্দোলন শুরু করেছে কুড়মিরা । চলবে 17 মে পর্যন্ত ।

তাঁদের অভিযোগ, লকডাউন চলাকালীন পুরুলিয়ার কোটশিলা থানার মামুডি, সুপুরডি, গোবিন্দপুর এলাকায় প্রায় 30 হেক্টর জমিজুড়ে থাকা শাল গাছ রাতের অন্ধকারে কেটে সাফ করে দিয়েছে বন দপ্তরের কর্মীরা । যেখানে চারিদিকে গাছ লাগানোর পরামর্শ দিচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার । সবুজায়ন রক্ষায় নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ । সচেতনতার প্রচার চালানো হচ্ছে সর্বত্র । সেখানে খোদ প্রশাসনিক আধিকারিকরাই এমন কাজ করছে । লকডাউনে মানুষ গৃহবন্দী, সেই সুযোগকে কাজে লাগিয়ে জঙ্গল সাফ করে দেওয়ার অভিযোগ তুললেন তাঁরা । এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল থেকে আন্দোলন শুরু হয়েছে । কুড়মি সম্প্রদায়ের মানুষজন রাজ্যের পাশাপাশি আন্দোলন করছে ওড়িশা, ঝাড়খণ্ড ও অসমেও ।

এবিষয়ে কুড়মি সমাজের নেতা অজিতপ্রসাদ মাহাত বলেন, "রাতের অন্ধকারে পুরুলিয়ার বনাঞ্চলে অবৈধভাবে গাছ কেটে প্রকৃতিকে ধ্বংস করে চলেছে বন দপ্তরের আধিকারিকরা । শুধু তাই নয়, অন্যত্র গাছ পাচার করে নিজেদের পকেটও ভরাচ্ছেন তাঁরা । এরই প্রতিবাদে অভিযুক্ত বন কর্মীদের শাস্তির দাবিতে এবং বনাঞ্চল রক্ষার দাবিতে সামাজিক দূরত্ব বজায় রেখে আন্দোলন শুরু হয়েছে পুরুলিয়া-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় । এছাড়াও আরও তিন রাজ্যে বনাঞ্চল রক্ষায় এই আন্দোলন শুরু হয়েছে ।" এরপরও যদি বিষয়টিতে নজর না দেয় রাজ্য ও কেন্দ্রীয় সরকার তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.