ETV Bharat / state

Firing in Purulia : বাঘমুণ্ডিতে কৃষককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, হাসপাতালে ভর্তি আহত কৃষক - Firing in Purulia

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে এক কৃষকের উপর গুলি চালানোর অভিযোগ (Miscreants Allegedly Attempted Murder of A Farmer) ৷ আজ সকালে বাজারে সবজি বিক্রি করতে যাওয়ার সময় তাঁর উপরে হামলা হয় বলে পুলিশ সূত্রে খবর (Allegations of Firing on A Farmer in Purulia) ৷ জখম অবস্থায় ওই কৃষককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Miscreants Allegedly Attempted Murder of A Farmer in Purulia
Miscreants Allegedly Attempted Murder of A Farmer in Purulia
author img

By

Published : Mar 12, 2022, 11:16 AM IST

পুরুলিয়া, 12 মার্চ : সাত সকালে বাজারে সবজি নিয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ হলেন এক কৃষক (Allegations of Firing on A Farmer in Purulia) ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার রাধুর বাঁধ এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, তুন্তুরী থেকে সুইসা যাচ্ছিলেন ওই কৃষক ৷ তখনই এই ঘটনাটি ঘটে ৷ আহত কৃষক কৃষ্ণচন্দ্র কুমারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ সুইসা ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

পুলিশ সূত্রে খবর, আজ সকালে সেরেংডি অঞ্চলের রথটার গ্রামের বাসিন্দা পেশায় কৃষক কৃষ্ণচন্দ্র কুমার (57), তাঁর চাষের সবজি বিক্রি করতে সুইসা নেতাজি সুভাষ মার্কেটে যাচ্ছিলেন । অভিযোগ, মাঝ রাস্তায় তুন্তুরী গ্রাম থেকে কিছুটা দূরে রাধুর বাঁধ এলাকায় হঠাৎ কেউ বা কারা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । আঁততায়ীর চালানো গুলি লাগে কৃষ্ণচন্দ্র কুমারের ঘাড়ের বাঁ দিকে ৷ খবর পেয়ে সুইসা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায় ৷ আহত কৃষ্ণচন্দ্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন : Family Clash In Howrah: পারিবারিক অশান্তির জেরে খুনের চেষ্টা, শিরদাঁড়ায় আটকে রয়েছে গুলি

পুলিশ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বা দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে (Miscreants Allegedly Attempted Murder of A Farmer) ৷ ওই এলাকায় পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ সকালের সময় হওয়ায় খুব একটা লোকজন সেখানে ছিল না ৷ ফলে স্থানীয়রা সন্দেহভাজন কাউকে সেখানে দেখেছে কিনা, জানার চেষ্টা করছে পুলিশ ৷ সেই সঙ্গে আহত কৃষ্ণচন্দ্র কুমারের কারও সঙ্গে শত্রুতা ছিল কিনা, তাও জানার চেষ্টা করছে পুলিশ ৷ তার জন্য আহত কৃষকে জিজ্ঞাসা করা হবে বলে পুলিশ সূত্রে খবর ৷

পুরুলিয়া, 12 মার্চ : সাত সকালে বাজারে সবজি নিয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ হলেন এক কৃষক (Allegations of Firing on A Farmer in Purulia) ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার রাধুর বাঁধ এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, তুন্তুরী থেকে সুইসা যাচ্ছিলেন ওই কৃষক ৷ তখনই এই ঘটনাটি ঘটে ৷ আহত কৃষক কৃষ্ণচন্দ্র কুমারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ সুইসা ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

পুলিশ সূত্রে খবর, আজ সকালে সেরেংডি অঞ্চলের রথটার গ্রামের বাসিন্দা পেশায় কৃষক কৃষ্ণচন্দ্র কুমার (57), তাঁর চাষের সবজি বিক্রি করতে সুইসা নেতাজি সুভাষ মার্কেটে যাচ্ছিলেন । অভিযোগ, মাঝ রাস্তায় তুন্তুরী গ্রাম থেকে কিছুটা দূরে রাধুর বাঁধ এলাকায় হঠাৎ কেউ বা কারা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । আঁততায়ীর চালানো গুলি লাগে কৃষ্ণচন্দ্র কুমারের ঘাড়ের বাঁ দিকে ৷ খবর পেয়ে সুইসা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায় ৷ আহত কৃষ্ণচন্দ্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন : Family Clash In Howrah: পারিবারিক অশান্তির জেরে খুনের চেষ্টা, শিরদাঁড়ায় আটকে রয়েছে গুলি

পুলিশ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বা দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে (Miscreants Allegedly Attempted Murder of A Farmer) ৷ ওই এলাকায় পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ সকালের সময় হওয়ায় খুব একটা লোকজন সেখানে ছিল না ৷ ফলে স্থানীয়রা সন্দেহভাজন কাউকে সেখানে দেখেছে কিনা, জানার চেষ্টা করছে পুলিশ ৷ সেই সঙ্গে আহত কৃষ্ণচন্দ্র কুমারের কারও সঙ্গে শত্রুতা ছিল কিনা, তাও জানার চেষ্টা করছে পুলিশ ৷ তার জন্য আহত কৃষকে জিজ্ঞাসা করা হবে বলে পুলিশ সূত্রে খবর ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.