ETV Bharat / state

Jhalda Municipality Case: ফের ঝালদা পৌরসভা সংক্রান্ত মামলা হাইকোর্টে

বিচারপতি (justice) অমৃতা সিনহার বেঞ্চ নিয়ম মেনে ঝালদা পৌরসভায় আস্থা ভোট হবে 21 নভেম্বর বলে নির্দেশ দিয়েছিলেন ৷ এরপর ফের একবার ঝালদা পৌরসভা (Jhalda Municipality) সংক্রান্ত মামলা হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ মামলা করার আবেদন করেন আইনজীবী (Lawyer) কৌস্তভ বাগচী ৷

HC
HC
author img

By

Published : Nov 15, 2022, 10:06 PM IST

কলকাতা 15 নভেম্বর: ফের ঝালদা পৌরসভা সংক্রান্ত মামলা হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। কাউন্সিলরকে পাঠানো এসডিও-র চিঠিকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের করার আবেদন । এই আবেদন করেন আইনজীবী কৌস্তভ বাগচী । মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা ।

ঝালদা পৌরসভার (Jhalda Municipality) 3 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়ের পদ খারিজের আবেদন জানিয়ে এসডিও-কে চিঠি দেয় চেয়ারম্যান । পরবর্তীকালে এসডিও চিঠি মারফত জবাব তলব করে শীলার কাছে । কাউন্সিলরকে পাঠানো এসডিও-র চিঠিকে চ্যালেঞ্জ করেই মামলা দায়েরের আবেদন করা হয় । আগামিকাল শুনানির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: 21 নভেম্বরই ঝালদা পৌরসভায় আস্থাভোট, নির্দেশ

এর আগে 7 নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ নিয়ম মেনে ঝালদা পৌরসভায় আস্থা ভোট হবে 21 নভেম্বর বলে নির্দেশ দেন । শাসক দলের মামলার পরিপ্রেক্ষিতে তিন বিরোধী কাউন্সিলরের 4 নভেম্বরের আস্থা ভোট সংক্রান্ত জারি করা নোটিশ খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা । কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ঝালদা পৌরসভার ভাইস-চেয়ারম্যান সুদীপ কর্মকার । তারপর থেকেই ঝালদা পৌরসভায় অস্থিরতার সৃষ্টি হয়েছে ।

কলকাতা 15 নভেম্বর: ফের ঝালদা পৌরসভা সংক্রান্ত মামলা হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। কাউন্সিলরকে পাঠানো এসডিও-র চিঠিকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের করার আবেদন । এই আবেদন করেন আইনজীবী কৌস্তভ বাগচী । মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা ।

ঝালদা পৌরসভার (Jhalda Municipality) 3 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়ের পদ খারিজের আবেদন জানিয়ে এসডিও-কে চিঠি দেয় চেয়ারম্যান । পরবর্তীকালে এসডিও চিঠি মারফত জবাব তলব করে শীলার কাছে । কাউন্সিলরকে পাঠানো এসডিও-র চিঠিকে চ্যালেঞ্জ করেই মামলা দায়েরের আবেদন করা হয় । আগামিকাল শুনানির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: 21 নভেম্বরই ঝালদা পৌরসভায় আস্থাভোট, নির্দেশ

এর আগে 7 নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ নিয়ম মেনে ঝালদা পৌরসভায় আস্থা ভোট হবে 21 নভেম্বর বলে নির্দেশ দেন । শাসক দলের মামলার পরিপ্রেক্ষিতে তিন বিরোধী কাউন্সিলরের 4 নভেম্বরের আস্থা ভোট সংক্রান্ত জারি করা নোটিশ খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা । কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ঝালদা পৌরসভার ভাইস-চেয়ারম্যান সুদীপ কর্মকার । তারপর থেকেই ঝালদা পৌরসভায় অস্থিরতার সৃষ্টি হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.