ETV Bharat / state

Purulia Beat Office Reopen: 13 বছর পর মাও আতঙ্ক কাটিয়ে খুলল খামার বিট অফিস - Forest Department

13 বছর আগে মাওবাদীদের আতঙ্কে (Maoist Issue) বন্ধ হয়ে গিয়েছিল পুরুলিয়ার খামার বিট অফিস ৷ আজ ফের সেই বিট অফিস খুলে গেল (After 13 Years Khamar Forest Beat Office Reopen) ৷ বিট অফিসার-সহ 8 জন বনকর্মীকে সেখানে মোতায়েন করা হয়েছে ৷

After 13 Years Khamar Forest Beat Office Reopen  ETV BHARAT
খামার বিট অফিসের উদ্বোধনে হাজির পুরুলিয়ার সাউথ-ওয়েস্ট সার্কেলের মুখ্য বনপাল মানসরঞ্জন ভট্ট
author img

By

Published : Dec 21, 2022, 8:43 PM IST

Updated : Dec 22, 2022, 12:21 PM IST

পুরুলিয়া, 21 ডিসেম্বর: 13 বছর পর খুলল মাওবাদী আতঙ্কে (Maoist Issue) বন্ধ হয়ে যাওয়া বন দফতরের বিট অফিস (After 13 Years Khamar Forest Beat Office Reopen) ৷ আজ পুরুলিয়া জেলার ঝালদা বনাঞ্চলের খামার গ্রামের বিট অফিস ফের খোলা হয়েছে ৷ সেই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাউথ-ওয়েস্ট সার্কেলের মুখ্য বনপাল মানসরঞ্জন ভট্ট, ডিএফও পুরুলিয়া দেবাশিস শর্মা-সহ অন্যান্যরা ৷ এই বিট অফিস চালু হওয়ায় এবার পুরুলিয়ার জঙ্গল রক্ষা এবং সেখানকার বন্যপ্রাণীদের রক্ষার কাজ আরও ভালোভাবে করা যাবে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা ৷

এ নিয়ে সাউথ-ওয়েস্ট সার্কেলের মুখ্য বনপাল মানসরঞ্জন ভট্ট বলেন, ‘‘2009 সাল থেকে বন্ধ থাকার পর পুনরায় এই অফিস চালু করতে পেরে আমরা খুশি ৷ জঙ্গলে অপরাধ ঠেকাতে সাধারণ মানুষের সঙ্গে সামঞ্জস্য রেখে বন দফতরের কাজ করতে আরও সুবিধা হবে ৷’’ ডিএফও পুরুলিয়া দেবাশিস শর্মা বলেন, ‘একজন বিট অফিসার এবং 2 জন সহকারী অফিসার-সহ মোট 8 জন কর্মী নিয়োগ করা হয়েছে ঝালদা বনাঞ্চলের খামার বিট অফিস অফিসে ৷ এদের নিয়েই আপাতত কাজ শুরু করা হচ্ছে ৷ এর ফলে জঙ্গলে বন্যপ্রাণীর কারণে কোনও সমস্যা হলে সাধারণ মানুষকে আর দূরে গিয়ে অভিযোগ জানাতে হবে না ৷ এখানে অভিযোগ জানালে, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে ৷ পাশাপাশি, জঙ্গলে নজরদারিতেও আরও সুবিধে হবে ৷’’

আরও পড়ুন: মাওবাদী আতঙ্কে বন্ধ পুরুলিয়া বন দফতরের অফিস, আজ থেকে ফের কাজ শুরু

প্রসঙ্গত, একটা সময় অযোধ্যা পাহাড় ও সংলগ্ন এলাকা মাওবাদীদের মুক্তাঞ্চল ছিল ৷ 2010 সালে এই ঝালদা এলাকাতেই সাতজন ফব কর্মীকে খুন করেছিল মাওবাদীরা ৷ পালা বদলের পর এখন ছবিটা অনেকটাই বদলে গিয়েছে ৷ সেই অর্থে আর পুরুলিয়া জেলায় মাওবাদী আতঙ্ক নেই ৷ ফল স্বরূপ কিছুদিন আগেই বলরামপুর এলাকায় বন্ধ থাকা একটি বিট অফিস পুনরায় চালু করে বন দফতর ৷ এবার ঝালদাতে খামার বিট অফিস চালু করা হয়েছে ৷ খামার গ্রামের বাসিন্দা বিকাশ চন্দ্র লায়েক জানান, তিনি কোনওদিন ভাবেননি আবারও এই বিট অফিস চালু হবে ৷

পুরুলিয়া, 21 ডিসেম্বর: 13 বছর পর খুলল মাওবাদী আতঙ্কে (Maoist Issue) বন্ধ হয়ে যাওয়া বন দফতরের বিট অফিস (After 13 Years Khamar Forest Beat Office Reopen) ৷ আজ পুরুলিয়া জেলার ঝালদা বনাঞ্চলের খামার গ্রামের বিট অফিস ফের খোলা হয়েছে ৷ সেই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাউথ-ওয়েস্ট সার্কেলের মুখ্য বনপাল মানসরঞ্জন ভট্ট, ডিএফও পুরুলিয়া দেবাশিস শর্মা-সহ অন্যান্যরা ৷ এই বিট অফিস চালু হওয়ায় এবার পুরুলিয়ার জঙ্গল রক্ষা এবং সেখানকার বন্যপ্রাণীদের রক্ষার কাজ আরও ভালোভাবে করা যাবে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা ৷

এ নিয়ে সাউথ-ওয়েস্ট সার্কেলের মুখ্য বনপাল মানসরঞ্জন ভট্ট বলেন, ‘‘2009 সাল থেকে বন্ধ থাকার পর পুনরায় এই অফিস চালু করতে পেরে আমরা খুশি ৷ জঙ্গলে অপরাধ ঠেকাতে সাধারণ মানুষের সঙ্গে সামঞ্জস্য রেখে বন দফতরের কাজ করতে আরও সুবিধা হবে ৷’’ ডিএফও পুরুলিয়া দেবাশিস শর্মা বলেন, ‘একজন বিট অফিসার এবং 2 জন সহকারী অফিসার-সহ মোট 8 জন কর্মী নিয়োগ করা হয়েছে ঝালদা বনাঞ্চলের খামার বিট অফিস অফিসে ৷ এদের নিয়েই আপাতত কাজ শুরু করা হচ্ছে ৷ এর ফলে জঙ্গলে বন্যপ্রাণীর কারণে কোনও সমস্যা হলে সাধারণ মানুষকে আর দূরে গিয়ে অভিযোগ জানাতে হবে না ৷ এখানে অভিযোগ জানালে, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে ৷ পাশাপাশি, জঙ্গলে নজরদারিতেও আরও সুবিধে হবে ৷’’

আরও পড়ুন: মাওবাদী আতঙ্কে বন্ধ পুরুলিয়া বন দফতরের অফিস, আজ থেকে ফের কাজ শুরু

প্রসঙ্গত, একটা সময় অযোধ্যা পাহাড় ও সংলগ্ন এলাকা মাওবাদীদের মুক্তাঞ্চল ছিল ৷ 2010 সালে এই ঝালদা এলাকাতেই সাতজন ফব কর্মীকে খুন করেছিল মাওবাদীরা ৷ পালা বদলের পর এখন ছবিটা অনেকটাই বদলে গিয়েছে ৷ সেই অর্থে আর পুরুলিয়া জেলায় মাওবাদী আতঙ্ক নেই ৷ ফল স্বরূপ কিছুদিন আগেই বলরামপুর এলাকায় বন্ধ থাকা একটি বিট অফিস পুনরায় চালু করে বন দফতর ৷ এবার ঝালদাতে খামার বিট অফিস চালু করা হয়েছে ৷ খামার গ্রামের বাসিন্দা বিকাশ চন্দ্র লায়েক জানান, তিনি কোনওদিন ভাবেননি আবারও এই বিট অফিস চালু হবে ৷

Last Updated : Dec 22, 2022, 12:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.