ETV Bharat / state

নরখাদক ও সাম্প্রদায়িক অসুরগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে : অভিষেক - loksabha

"মোদির শাসনকালেই নীরব মোদি, ললিত মোদি, বিজয় মালিয়া দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে । সবাই বুঝতে পেরে গেছে ব্যাটা চৌকিদারই চোর ।" নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করে বললেন অভিষেক ব্যানার্জি ।

অভিষেক ব্যানার্জি
author img

By

Published : May 6, 2019, 5:49 AM IST

Updated : May 6, 2019, 6:30 AM IST

পুরুলিয়া, 6 মে : "ঘাটাল লোকসভা কেন্দ্রে BJP প্রার্থী ভারতী ঘোষ উত্তরপ্রদেশ থেকে হাজার ছেলে নিয়ে এসে বাঙালির ঘরে ঘরে ঢুকিয়ে বাংলার মানুষকে কুকুর, বিড়ালের মতো টেনে হিঁচড়ে মারবেন বলে হুমকি দিয়েছেন । এই ধরনের মন্তব্য যে রাজনৈতিক দলের নেতারা করে থাকেন, যারা বাংলার মানুষকে কুকুর, বিড়াল মনে করেন তাঁদের যোগ্য জবাব দেওয়া উচিত নয় কি ?" দলীয় প্রার্থীর সমর্থনে পুরুলিয়ার বাঘমুণ্ডির কুশলডি গ্রামের বুরু ক্রিকেট ময়দানের জনসভায় এসে ভারতী ঘোষকে আক্রামণ শানালেন অভিষেক।

নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, "নিজেকে চৌকিদার বলে দাবি করছেন মোদি । আর তাঁর শাসনকালেই নীরব মোদি, ললিত মোদি, বিজয় মালিয়া দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন । সবাই বুঝতে পেরে গেছে ব্যাটা চৌকিদারই চোর ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আগামী 8 তারিখ পুরুলিয়ায় তৃণমূল নেত্রীর জনসভা রয়েছে । সে প্রসঙ্গে অভিষেক বলেন, "ওইদিন জেলায় তিনটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী । দম থাকলে একদিনে এক জেলায় তিনটি জনসভা করে দেখাক মোদি । আগামী 6 দিন আমি নিজে এবং মুখ্যমন্ত্রী বাঁকুড়া-পুরুলিয়ায় থাকব । এই নরখাদক ও সাম্প্রদায়িক অসুরগুলোকে ঝেঁটিয়ে যতদিন না বিদায় করা হচ্ছে, ততদিন আমরা চুপ থাকব না ।"

গতকালের জনসভায় অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি শান্তিরাম মাহাত, পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী মৃগাঙ্ক মাহাত, শান্তনু সেনসহ অন্যান্য জেলা নেতৃত্ব ।

পুরুলিয়া, 6 মে : "ঘাটাল লোকসভা কেন্দ্রে BJP প্রার্থী ভারতী ঘোষ উত্তরপ্রদেশ থেকে হাজার ছেলে নিয়ে এসে বাঙালির ঘরে ঘরে ঢুকিয়ে বাংলার মানুষকে কুকুর, বিড়ালের মতো টেনে হিঁচড়ে মারবেন বলে হুমকি দিয়েছেন । এই ধরনের মন্তব্য যে রাজনৈতিক দলের নেতারা করে থাকেন, যারা বাংলার মানুষকে কুকুর, বিড়াল মনে করেন তাঁদের যোগ্য জবাব দেওয়া উচিত নয় কি ?" দলীয় প্রার্থীর সমর্থনে পুরুলিয়ার বাঘমুণ্ডির কুশলডি গ্রামের বুরু ক্রিকেট ময়দানের জনসভায় এসে ভারতী ঘোষকে আক্রামণ শানালেন অভিষেক।

নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, "নিজেকে চৌকিদার বলে দাবি করছেন মোদি । আর তাঁর শাসনকালেই নীরব মোদি, ললিত মোদি, বিজয় মালিয়া দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন । সবাই বুঝতে পেরে গেছে ব্যাটা চৌকিদারই চোর ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আগামী 8 তারিখ পুরুলিয়ায় তৃণমূল নেত্রীর জনসভা রয়েছে । সে প্রসঙ্গে অভিষেক বলেন, "ওইদিন জেলায় তিনটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী । দম থাকলে একদিনে এক জেলায় তিনটি জনসভা করে দেখাক মোদি । আগামী 6 দিন আমি নিজে এবং মুখ্যমন্ত্রী বাঁকুড়া-পুরুলিয়ায় থাকব । এই নরখাদক ও সাম্প্রদায়িক অসুরগুলোকে ঝেঁটিয়ে যতদিন না বিদায় করা হচ্ছে, ততদিন আমরা চুপ থাকব না ।"

গতকালের জনসভায় অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি শান্তিরাম মাহাত, পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী মৃগাঙ্ক মাহাত, শান্তনু সেনসহ অন্যান্য জেলা নেতৃত্ব ।

Intro:পুরুলিয়া : গতকাল ঘাটাল লোকসভা কেন্দ্রের ভারতী ঘোষের মন্তব্যকে ইস্যু করে লোকসভা নির্বাচনের আগে শেষ রবিবাসরীয় দলীয় প্রচারে পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভার কুশলডি গ্রামের বুরু ক্রিকেট ময়দানে জনসভায় এসে মঞ্চ কাঁপালেন অভিষেক ব্যানার্জী l এদিন প্রায় 35 মিনিটের বক্তব্যে আগাগোড়া নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে একের পর তোপ দাগেন তিনি lBody:পুরুলিয়া কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে তৃণমূলের আয়োজিত এই জনসভায় বক্তব্যের শুরুতে অভিষেক ব্যানার্জী ভারতী ঘোষের মন্তব্যের বিরুদ্ধে বলেন, "গতকাল ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ উত্তরপ্রদেশ থেকে এক হাজার ছেলে নিয়ে এসে বাঙালির ঘরে ঘরে ঢুকিয়ে দিয়ে বাংলার মানুষকে কুকুর-বিড়ালের মতো টেনে হিচড়ে মারবে বলে হুমকি দিয়েছেন l এই ধরণের মন্তব্য যে রাজনৈতিক দলের নেতারা করে থাকে এবং যারা বাংলার মানুষকে কুকুর-বিড়াল মনে করে তাদের যোগ্য জবাব দেওয়া উচিত কি না --প্রশ্ন তুলেছেন তিনি l" সেই সঙ্গে অভিষেক নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করে বলেন, "নিজেকে চৌকিদার বলে দাবি করেছন মোদী l আর তাঁর শাসনকালেই নীরভ মোদী, ললিত মোদী, বিজয় মালিয়া দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে l সবাই বুঝতে পেরে গেছে "ব্যাটা চৌকিদারই চোর" l আর যে ধর্মকে ব্যবহার করে ভোট প্রচার করে বেড়াচ্ছেন নরেন্দ্র মোদী সেই মোদীর বিরুদ্ধেই বারানসিতে প্রার্থী দিচ্ছে সাধুরা l নিজে রাম নামের বাহক হলে কি হবে, নিজেদের লোকেরাই আর তাকে বিশ্বাস করতে পারছে না l"
Conclusion:এদিন মোদীর সঙ্গে মমতার তুলনা করে তিনি বলেন, "ফনী আসার কথা শুনেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সারাদিন খড়গপুরে মানুষের পাশে কাটালেন l আর অন্যদিকে নরেন্দ্র মোদী দিল্লিতে বসে ঠান্ডা ঘরে বসে ঘুম দিলেন l" এছাড়াও আগামী 8 তারিখ হতে চলা মুখ্যমন্ত্রীর জনসভা প্রসঙ্গে তিনি বলেন "ঐদিন জেলায় তিনটি জনসভা করবে মুখ্যমন্ত্রী l দম থাকলে একদিনে এক জেলায় তিনটি জনসভা করে দেখাক মোদী l আগামী 6 দিন আমি নিজে এবং মুখ্যমন্ত্রী বাঁকুড়া-পুরুলিয়ায় থাকবো l এই নরখাদক ও সাম্প্রদায়িক অসুরগুলোকে ঝেটিয়ে যতদিন না বিদায় আমরা চুপ থাকবো না বলে জানিয়ে দেন তিনি l" এদিনের জনসভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো, পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী মৃগাঙ্ক মাহাতো, ডাঃ শান্তনু সেন সহ অন্যান্য জেলা নেতৃত্ব l
Last Updated : May 6, 2019, 6:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.