ETV Bharat / state

পুরুলিয়ায় পুকুর থেকে উদ্ধার নিখোঁজ তৃণমূল কর্মীর মৃতদেহ - Purulia

গতকাল থেকে নিখোঁজ ছিলেন পুরুলিয়ার মানগোবিন্দপুরের এক তৃণমূল কর্মী ৷ আজ তাঁর মৃতদেহ উদ্ধার হয় ৷

পুকুরের মধ্যে নিখোঁজ তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
author img

By

Published : Sep 7, 2019, 5:10 PM IST

Updated : Sep 7, 2019, 5:55 PM IST


মানবাজার (পুরুলিয়া), 7 সেপ্টেম্বর : পুকুর থেকে উদ্ধার হল নিখোঁজ তৃণমূল কর্মীর মৃতদেহ ৷ পুরুলিয়ার মানবাজার থানার গোপালনগরের মানগোবিন্দপুর এলাকার ঘটনা ৷ মৃতের নাম দ্বিজপদ মাহান্তি (65) ৷ গতকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি ৷

এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন দ্বিজপদবাবু ৷ গতকাল সকালে পুকুরে স্নান করতে যান তিনি ৷ এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ গতকাল সন্ধেয় মানবাজার থানায় নিখোঁজ ডায়েরি করা হয় ৷

ভিডিয়োয় শুনুুুন রামরতন মাহান্তির বক্তব্য

আজ সকালে এলাকার কয়েকজন পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন ৷ দ্বিজপদবাবুর ছেলে রামরতন মাহান্তি বলেন, "আজ সকালে খবর পাই গ্রামের অদূরে একটি পুকুরের মধ্যে একজনের দেহ ভাসছে ৷ পুকরে কাছে যেতেই দেখি ওটা বাবার মৃতদেহ ৷ বাবার চোখে-মুখে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে ৷ কোনও রাজনৈতিক ঝামেলার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে ৷"

খবর পেয়ে ঘটনাস্থানে যায় মানবাজার থানার পুলিশ ৷ তারা ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷


মানবাজার (পুরুলিয়া), 7 সেপ্টেম্বর : পুকুর থেকে উদ্ধার হল নিখোঁজ তৃণমূল কর্মীর মৃতদেহ ৷ পুরুলিয়ার মানবাজার থানার গোপালনগরের মানগোবিন্দপুর এলাকার ঘটনা ৷ মৃতের নাম দ্বিজপদ মাহান্তি (65) ৷ গতকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি ৷

এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন দ্বিজপদবাবু ৷ গতকাল সকালে পুকুরে স্নান করতে যান তিনি ৷ এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ গতকাল সন্ধেয় মানবাজার থানায় নিখোঁজ ডায়েরি করা হয় ৷

ভিডিয়োয় শুনুুুন রামরতন মাহান্তির বক্তব্য

আজ সকালে এলাকার কয়েকজন পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন ৷ দ্বিজপদবাবুর ছেলে রামরতন মাহান্তি বলেন, "আজ সকালে খবর পাই গ্রামের অদূরে একটি পুকুরের মধ্যে একজনের দেহ ভাসছে ৷ পুকরে কাছে যেতেই দেখি ওটা বাবার মৃতদেহ ৷ বাবার চোখে-মুখে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে ৷ কোনও রাজনৈতিক ঝামেলার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে ৷"

খবর পেয়ে ঘটনাস্থানে যায় মানবাজার থানার পুলিশ ৷ তারা ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷

Intro:পুরুলিয়া : গতকাল সকাল থেকে নিখোঁজ থাকা তৃণমূলের এক সক্রিয় কর্মীর পুকুরের মধ্যে ভাসমান ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় l শনিবার ঘটনাটি ঘটে মানবাজার থানার গোপালনগর অঞ্চলের মানগোবিন্দপুর এলাকায় l মৃত ওই ব্যক্তির নাম দ্বিজপদ মাহান্তি (65) lBody:দ্বিজপদর ছেলে রামরতন মাহান্তি জানান, "গতকাল সকাল পুকুরে চান করতে যান বাবা l তারপর আর তার কোন খোঁজ পাওয়া যায়নি l গতকাল সন্ধ্যায় স্থানীয় মানবাজার থানায় বিষয়টি জানানো হয় l আর আজ সকালে গ্রামবাসীদের কাছে খবর পাই গ্রামের অদূরে একটি পুকুরের মধ্যে বাবার দেহ ভাসছে l খবর দেওয়া হয় পুলিশে l ঘটনার খবর পেয়েই মানবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় l মৃতদেহের চোখে মুখে ক্ষতচিহ্ন রয়েছেl কোনো রাজনৈতিক ঝামেলার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে l" Conclusion:তবে পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি l তবে কি কারণে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ l
Last Updated : Sep 7, 2019, 5:55 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.