মানবাজার (পুরুলিয়া), 7 সেপ্টেম্বর : পুকুর থেকে উদ্ধার হল নিখোঁজ তৃণমূল কর্মীর মৃতদেহ ৷ পুরুলিয়ার মানবাজার থানার গোপালনগরের মানগোবিন্দপুর এলাকার ঘটনা ৷ মৃতের নাম দ্বিজপদ মাহান্তি (65) ৷ গতকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি ৷
এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন দ্বিজপদবাবু ৷ গতকাল সকালে পুকুরে স্নান করতে যান তিনি ৷ এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ গতকাল সন্ধেয় মানবাজার থানায় নিখোঁজ ডায়েরি করা হয় ৷
আজ সকালে এলাকার কয়েকজন পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন ৷ দ্বিজপদবাবুর ছেলে রামরতন মাহান্তি বলেন, "আজ সকালে খবর পাই গ্রামের অদূরে একটি পুকুরের মধ্যে একজনের দেহ ভাসছে ৷ পুকরে কাছে যেতেই দেখি ওটা বাবার মৃতদেহ ৷ বাবার চোখে-মুখে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে ৷ কোনও রাজনৈতিক ঝামেলার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে ৷"
খবর পেয়ে ঘটনাস্থানে যায় মানবাজার থানার পুলিশ ৷ তারা ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷