ETV Bharat / state

School at Community Hall: 6 পড়ুয়া ও 2 জন শিক্ষক নিয়ে কমিউনিটি হলের বারান্দায় চলছে স্কুল - a school is running on Community Hall balcony

ক্লাসরুম ছাড়াই চলছে স্কুল ৷ ভাবছেন তো কীভাবে ? কমিউনিটি হলের বারান্দায় মাত্র 6 জন পড়ুয়া নিয়ে 2 শিক্ষক-শিক্ষিকা এভাবেই বছরের পর বছর ধরে সমস্যার মধ্যে ক্লাস নিয়ে আসছেন (A School is Running on Community Hall Balcony)৷

ETV Bharat
কমিউনিটি হলে চলছে ক্লাস
author img

By

Published : Mar 15, 2023, 10:56 PM IST

পুরুলিয়া, 15 মার্চ: ক্লাস চলছে রুম ছাড়াই । তাও আবার এসআই অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে ৷ এমনই ঘটনা পুরুলিয়ার ঝালদা 3 নম্বর চক্রের স্টেশনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে (Purulia News)। এখানে 6 জন পড়ুয়া নিয়ে স্কুলের ক্লাস চলে একটি কমিউনিটি হলের বারান্দায় (Purulia School Problem)। যেখানে অবাধ যাতায়াত ছেলে থেকে বুড়ো সকলের ।

আশ্চর্যের বিষয় যে বারান্দায় স্কুলের পঠনপাঠন ওইভাবে চলছে তার সামনেই ঝালদা 3 ও 1 নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস । স্টেশনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে পড়ুয়ার সংখ্যা 6 ও শিক্ষক-শিক্ষিকার সংখ্যা 2 । এত কম ছাত্র-ছাত্রী নিয়ে এই অবস্থায় স্কুল চলছে কেন ? জিজ্ঞাসা করা হলে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামলেন্দু ভট্টাচার্য বলেন, "আমি যখন 2014 সালে এই স্কুলে যোগদান করি তখন এটি একটি ক্লাবে চলত ৷ তারপর ক্লাব ঘর ভেঙে দেওয়ায় এখন বারান্দায় চলছে । আর যেহেতু বিদ্যালয়ের নিজস্ব কোনও ভবন নেই তাই হয়ত অভিভাবকরা এখানে ছেলেমেয়েদের ভর্তি করতে চান না ।"

এইভাবে পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে কতটা অসুবিধার সম্মুখীন হতে হয় ? প্রশ্নের উত্তরে ওই শিক্ষক জানান, প্রচণ্ড অসুবিধা হয় ৷ এই হলটির একটিই গেট তাই এটি বন্ধ করা যায় না ৷ আর এখানে স্থানীয়রা অহরহ যাতায়াত করেন ৷ যার ফলে পাঠদানে খুব অসুবিধা হয় । কিন্তু বিদ্যালয় পরিদর্শককে মৌখিকভাবে সমস্যার কথা জানিয়েও কোনও সমাধান হয়নি ।"

মিড-ডে মিল বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন রাঁধুনি ৷ তারপর পড়ুয়ারা সেটি নিয়ে বাড়ি চলে যায় । এইভাবেও যে স্কুল চলতে পারে সেটি স্বচক্ষে না দেখলে বিশ্বাস হবে না । ছাত্র শিক্ষক অনুপাতের সব হিসেব গোলমাল হয়ে যাবে এখানে এলে । এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ঝালদা 3 নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সিদ্ধার্থ মাহাতো বলেন, "বিদ্যালয়টি প্রথম থেকেই ওইভাবে চলছে নিজস্ব ভবন না থাকার জন্য ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু তাতেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি ।"

আরও পড়ুন : বিদ্যালয় ভাঙা, তাই হরি মন্দিরে চলছে স্কুল

পুরুলিয়া, 15 মার্চ: ক্লাস চলছে রুম ছাড়াই । তাও আবার এসআই অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে ৷ এমনই ঘটনা পুরুলিয়ার ঝালদা 3 নম্বর চক্রের স্টেশনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে (Purulia News)। এখানে 6 জন পড়ুয়া নিয়ে স্কুলের ক্লাস চলে একটি কমিউনিটি হলের বারান্দায় (Purulia School Problem)। যেখানে অবাধ যাতায়াত ছেলে থেকে বুড়ো সকলের ।

আশ্চর্যের বিষয় যে বারান্দায় স্কুলের পঠনপাঠন ওইভাবে চলছে তার সামনেই ঝালদা 3 ও 1 নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস । স্টেশনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে পড়ুয়ার সংখ্যা 6 ও শিক্ষক-শিক্ষিকার সংখ্যা 2 । এত কম ছাত্র-ছাত্রী নিয়ে এই অবস্থায় স্কুল চলছে কেন ? জিজ্ঞাসা করা হলে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামলেন্দু ভট্টাচার্য বলেন, "আমি যখন 2014 সালে এই স্কুলে যোগদান করি তখন এটি একটি ক্লাবে চলত ৷ তারপর ক্লাব ঘর ভেঙে দেওয়ায় এখন বারান্দায় চলছে । আর যেহেতু বিদ্যালয়ের নিজস্ব কোনও ভবন নেই তাই হয়ত অভিভাবকরা এখানে ছেলেমেয়েদের ভর্তি করতে চান না ।"

এইভাবে পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে কতটা অসুবিধার সম্মুখীন হতে হয় ? প্রশ্নের উত্তরে ওই শিক্ষক জানান, প্রচণ্ড অসুবিধা হয় ৷ এই হলটির একটিই গেট তাই এটি বন্ধ করা যায় না ৷ আর এখানে স্থানীয়রা অহরহ যাতায়াত করেন ৷ যার ফলে পাঠদানে খুব অসুবিধা হয় । কিন্তু বিদ্যালয় পরিদর্শককে মৌখিকভাবে সমস্যার কথা জানিয়েও কোনও সমাধান হয়নি ।"

মিড-ডে মিল বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন রাঁধুনি ৷ তারপর পড়ুয়ারা সেটি নিয়ে বাড়ি চলে যায় । এইভাবেও যে স্কুল চলতে পারে সেটি স্বচক্ষে না দেখলে বিশ্বাস হবে না । ছাত্র শিক্ষক অনুপাতের সব হিসেব গোলমাল হয়ে যাবে এখানে এলে । এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ঝালদা 3 নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সিদ্ধার্থ মাহাতো বলেন, "বিদ্যালয়টি প্রথম থেকেই ওইভাবে চলছে নিজস্ব ভবন না থাকার জন্য ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু তাতেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি ।"

আরও পড়ুন : বিদ্যালয় ভাঙা, তাই হরি মন্দিরে চলছে স্কুল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.