পুরুলিয়া, 15 অগস্ট : ডাইনি অপবাদে মাকে মারধর করল ছেলে ও বৌমা ৷ শনিবারে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার টামনা থানার চাকদা গ্রামে ৷
বছর ছাপান্ন'র ভাদু মাহাতো ৷ দুই ছেলে-বৌমাদের সংসারে থাকেন ৷ দু'বছরের নাতি বেশ কয়েকদিন ধরেই অসুস্থ থাকায় এক প্রতিবেশীর সঙ্গে বাঁকুড়া হাসপাতালে তাকে দেখতে যান ঠাকুমা ভাদু মাহাতো ৷ অভিযোগ, সেখানে গিয়ে নাতিকে আঙুর ফল খাওয়ানোর পর থেকে বাড়ি ফিরলেও সুস্থ হয়নি সে ৷ এরপর ভাদুদেবীর ছেলে ওঝার কাছে গেলে বাড়ির মাটি ও তাঁর মাকে নিয়ে আসার নিদান দেন ওঝা ৷
কিন্তু ভাদুদেবী ছেলের কথা শুনে সেখানে যেতে রাজি হননি ৷ কারণ দিন দু‘য়েক আগে ছেলে ও বৌমারা মিলে রাঁচি নিয়ে যাওয়ার নাম করে গৌরীনাথ ধাম স্টেশনে নিয়ে গিয়ে মারধর করে তাঁকে ৷ নাতিকে সুস্থ করে তোলার কথায় ভাদুদেবী উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে বলেন, ‘‘ওকে সুস্থ করতে গেলে আমাকে বাড়ি নিয়ে চল ৷ কারণ আমি একা তো আর বাঁকুড়া যায়নি, সঙ্গে তো আরেক জন ছিল ৷’’ এই বলে বাড়ি ফিরে আসেন তিনি ৷
আরও পড়ুন : Panchayat Anastha : পুরুলিয়ায় ডুড়কু পঞ্চায়েতে বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূল ও সিপিএমের
বাড়ি ফিরে থানায় লিখিত অভিযোগ জানান তিনি ৷ সেই লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে এই ঘটনার পর থেকে ভাদুদেবী এখন আর ছেলেদের সঙ্গে থাকতে চাইছেন না ৷
যদিও এখন উল্টো সুর গাইছেন তাঁর ছেলে-বৌমারা ৷ তাঁদের দাবি, ডাইনি অপবাদ নয় ৷ এটা টাকা-পয়সা নিয়ে পারিবারিক বিবাদ ৷ তবে তার জন্য মাকে মারধর করা ভুল হয়ে গিয়েছে বলে জানান ছেলেরা ৷
এ বিষয়ে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা সম্পাদক মধুসূদন মাহাতো বলেন, "নির্যাতনের ঘটনা শুনে ওখানে গিয়েছিলাম ৷ এই ধরনের ঘটনার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা দরকার ৷
পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের পুরুলিয়া জেলা সম্পাদক নয়ন মুখোপাধ্যায় বলেন , "আমরা ওই ওঝার খোঁজ করে ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব ৷"
আরও পড়ুন : purulia trinamool :কাটমানি রুখতে তৃণমূলের প্রচার, অস্বস্তিতে পুরুলিয়া জেলা নেতৃত্ব