পুরুলিয়া, 2 জুন: মহারাষ্ট্র ফেরত দুই পরিযায়ী শ্রমিকের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস l দুজনেই পুরুলিয়া 1 নম্বর ব্লকের বাসিন্দা l আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে l এই নিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 10 l
জানা গিয়েছে, 18ই মে মহারাষ্ট্র থেকে ফিরেছিলেন ওই দুই পরিযায়ী শ্রমিক l এরপর হোম কোয়ারানটিনেই ছিলেন তাঁরা l তবে, কোরোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর হাসপাতালে ভরতি করা হয় l আক্রান্ত দুই ব্যক্তির সংস্পর্শে আসা সকলকে চিহ্নিত করে পর্যবেক্ষণে রাখা হয়েছেl
উল্লেখ্য, 26 মে রঘুনাথপুর ও বলরামপুর এলাকার দুই ব্যক্তি কোরোনা আক্রান্ত হন l 30 শে মে পুরুলিয়া 2 নম্বর ব্লকের ছড়ারা-দুমদুমি, ঘোঙ্গঘা, গোলামারা গ্রাম পঞ্চায়েতের 6 জন পরিযায়ী শ্রমিকের দেহে কোরোনা সংক্রমণের হদিস মিলেছিল l বর্তমানে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন l