ETV Bharat / state

Lighting at Purulia একদিনের বজ্রপাতে পুরুলিয়ায় মৃত 4 ও আহত 3, মারা গেল 19টি ছাগল

author img

By

Published : Aug 23, 2022, 10:25 PM IST

বজ্রপাতে 4 জনের মৃত্যু হল পুরুলিয়া জেলায়(Lighting at Purulia)৷ একইসঙ্গে মৃত্যু হল 19টি ছাগলের ৷

Etv Bharat
পুরুলিয়া বজ্রপাতে মৃত্যু হল 19টি ছাগলের

পুরুলিয়া, 23 অগস্ট: বজ্রপাতের জেরে পুরুলিয়ার ভিন্ন ভিন্ন থানা এলাকায় মঙ্গলবার মোট চারজনের মৃত্যু হল(4 died due to Lightning in one day)৷ আহত হয়েছেন তিনজন ৷ একইসঙ্গে বরাবাজার থানা এলাকার ফতেপুর গ্রামে 19টি ছাগলও মারা গিয়েছে বলে খবর ।

ওই গ্রামের ত্রিলোচন মাহাতো ও ফুলচাঁদ মাহাতো মাঠে ছাগল চরানোর সময় বাজ পড়ায় 19টি ছাগল মারা যায় । এর সঙ্গে ত্রিলোচন আহত হন ৷ একইসঙ্গে এই থানারই সিমুদুরি গ্রামে চাষের কাজ করার সময় বাজ পড়লে ঘটনাস্থলেই কিরণ মাহাতো(65) নামে এক মহিলা মারা যান এবং গুজর মাহাতো নামে একজন আহত হন । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁরা মাঠে ধান লাগানোর কাজ করছিলেন ৷

আরও পড়ুন : বাড়ছে বজ্রপাত, বাঁচতে হলে কী করবেন ?

অন্য দিকে কেন্দা থানার জামবাদ গ্রামে ধান লাগানোর সময় দুই মহিলা আহত হন । তাঁদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক ভারতী সহিস(45)কে মৃত বলে ঘোষণা করেন । এবং অপর একজন মহিলা তুষ্ট সহিস হাসপাতাল ভর্তি রয়েছেন ।

অষ্টমী সরেন(35) নামে মানবাজার থানা এলাকার কাপ্পাড়া গ্রামের এক মহিলা মাঠে ধান লাগানোর সময় বাজ পড়ে আহত হন ৷ তাঁকেও উদ্ধার করে বারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন । আবার বলরামপুর থানা এলাকার সাইপুড্ডিতেও বাসকী মুর্মু(60) নামে এক মহিলা মারা যান বজ্রপাতের কারণে(died by lightning)। সব মিলিয়ে একদিনে পুরুলিয়া জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন : বজ্রপাত থেকে বাঁচবেন কীভাবে ?

পুরুলিয়া, 23 অগস্ট: বজ্রপাতের জেরে পুরুলিয়ার ভিন্ন ভিন্ন থানা এলাকায় মঙ্গলবার মোট চারজনের মৃত্যু হল(4 died due to Lightning in one day)৷ আহত হয়েছেন তিনজন ৷ একইসঙ্গে বরাবাজার থানা এলাকার ফতেপুর গ্রামে 19টি ছাগলও মারা গিয়েছে বলে খবর ।

ওই গ্রামের ত্রিলোচন মাহাতো ও ফুলচাঁদ মাহাতো মাঠে ছাগল চরানোর সময় বাজ পড়ায় 19টি ছাগল মারা যায় । এর সঙ্গে ত্রিলোচন আহত হন ৷ একইসঙ্গে এই থানারই সিমুদুরি গ্রামে চাষের কাজ করার সময় বাজ পড়লে ঘটনাস্থলেই কিরণ মাহাতো(65) নামে এক মহিলা মারা যান এবং গুজর মাহাতো নামে একজন আহত হন । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁরা মাঠে ধান লাগানোর কাজ করছিলেন ৷

আরও পড়ুন : বাড়ছে বজ্রপাত, বাঁচতে হলে কী করবেন ?

অন্য দিকে কেন্দা থানার জামবাদ গ্রামে ধান লাগানোর সময় দুই মহিলা আহত হন । তাঁদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক ভারতী সহিস(45)কে মৃত বলে ঘোষণা করেন । এবং অপর একজন মহিলা তুষ্ট সহিস হাসপাতাল ভর্তি রয়েছেন ।

অষ্টমী সরেন(35) নামে মানবাজার থানা এলাকার কাপ্পাড়া গ্রামের এক মহিলা মাঠে ধান লাগানোর সময় বাজ পড়ে আহত হন ৷ তাঁকেও উদ্ধার করে বারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন । আবার বলরামপুর থানা এলাকার সাইপুড্ডিতেও বাসকী মুর্মু(60) নামে এক মহিলা মারা যান বজ্রপাতের কারণে(died by lightning)। সব মিলিয়ে একদিনে পুরুলিয়া জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে ।

আরও পড়ুন : বজ্রপাত থেকে বাঁচবেন কীভাবে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.