ETV Bharat / state

Purulia Road Accident : বাস-বাইকের মুখোমুখি সংঘর্ষ, পুরুলিয়ায় মৃত 2 - পুরুলিয়া রাঁচি সড়কে দুর্ঘটনা

পুরুলিয়া-রাঁচি সড়কের উপর পথ দুর্ঘটনা ৷ বাসের সঙ্গে বাইক আরোহীর ধাক্কা ৷ মৃত্যু 2 বাইক আরোহীর ৷ নিহতদের দু’জনেরই বয়স 25-30 বছরের মধ্যে (Road Accident)৷

Road Accident
জামাইষষ্ঠীতে পথ দুর্ঘটনায় মৃত 2
author img

By

Published : Jun 5, 2022, 8:01 PM IST

পুরুলিয়া, 5 জুন : বাসের ধাক্কায় মৃত্য়ু দুই বাইক আরোহীর ৷ রবিবার পুরুলিয়া স্থানীয় চাকড়া গ্রামের ঘটনা ৷ মৃত করিম আনসারী (25), কার্তিক সাও (30) উভয়েই হুলকা গ্রামের বাসিন্দা ৷ জানা গিয়েছে , এদিন দুপুরে একটি বাইকে চেপে হুলকা গ্রাম থেকে পুরুলিয়া-রাঁচি সড়কের উপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিল দুই যুবক। ঠিক সেই সময় পুরুলিয়া মফস্বল থানার অর্ন্তগত চাকড়া গ্রামের কাছে উল্টোদিক থেকে আসা একটি বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনায় গুরুতর জখম হন ওই দুই যুবক।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ স্থানীয় বাসিন্দাদের পুলিশ সহায়তায় গুরুতর জখম অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা করিম আনসারীকে মৃত বলে ঘোষণা করেন ৷ পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কার্তিক সাওয়ের। জামাইষষ্ঠীর দিনেই পথ দুর্ঘটনার খবর নিহতদের গ্রামে পৌঁছতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া ৷

আজ সকালেই পূর্ব মেদিনীপুরের হলদিয়া-মেচেদা 41 নম্বর জাতীয় সড়কের কাছে ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহী এক দম্পতির ৷

আরও পড়ুন : Accident at Jamai Sasthi : জামাইষষ্ঠীতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল দম্পতির !

পুরুলিয়া, 5 জুন : বাসের ধাক্কায় মৃত্য়ু দুই বাইক আরোহীর ৷ রবিবার পুরুলিয়া স্থানীয় চাকড়া গ্রামের ঘটনা ৷ মৃত করিম আনসারী (25), কার্তিক সাও (30) উভয়েই হুলকা গ্রামের বাসিন্দা ৷ জানা গিয়েছে , এদিন দুপুরে একটি বাইকে চেপে হুলকা গ্রাম থেকে পুরুলিয়া-রাঁচি সড়কের উপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিল দুই যুবক। ঠিক সেই সময় পুরুলিয়া মফস্বল থানার অর্ন্তগত চাকড়া গ্রামের কাছে উল্টোদিক থেকে আসা একটি বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনায় গুরুতর জখম হন ওই দুই যুবক।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ স্থানীয় বাসিন্দাদের পুলিশ সহায়তায় গুরুতর জখম অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা করিম আনসারীকে মৃত বলে ঘোষণা করেন ৷ পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কার্তিক সাওয়ের। জামাইষষ্ঠীর দিনেই পথ দুর্ঘটনার খবর নিহতদের গ্রামে পৌঁছতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া ৷

আজ সকালেই পূর্ব মেদিনীপুরের হলদিয়া-মেচেদা 41 নম্বর জাতীয় সড়কের কাছে ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহী এক দম্পতির ৷

আরও পড়ুন : Accident at Jamai Sasthi : জামাইষষ্ঠীতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল দম্পতির !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.