ETV Bharat / state

পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত 1, আহত 4 - পুরুলিয়ায় পথ দুর্ঘটনা

পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় (Purulia Accident) মৃত্যু হল একজনের ৷ আহত হয়েছেন আরও 4 জন ৷ একটি পিকআপ ভ্যান বাইকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে ৷

1-died-and-5-injured-in-purulia-road-accident
পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত 1, আহত 5
author img

By

Published : Jul 4, 2021, 8:37 PM IST

পুরুলিয়া, 4 জুলাই : পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর । গুরুতর আহত হয়েছেন বাইকে থাকা এক শিশু-সহ 4 জন । মর্মান্তিক পথ দুর্ঘটনাটি (Purulia Accident) ঘটেছে পুরুলিয়া-বরাবাজার রাজ্য সড়কের সতসায়েরডি এলাকায় । মৃতের নাম অর্জুন গড়াই (46) । বাড়ি বরাবাজার থানার বেলাবাঁধ গ্রামে । আহতরা পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ।

কেন্দা থানার কইরা গ্রাম থেকে স্ত্রী, পুত্র ও ভাইঝিকে নিয়ে বাইকে করে বেলাবাঁধ গ্রামে ফিরছিলেন অর্জুন গড়াই । সতসায়েরডি এলাকায় পৌঁছতেই উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ‍্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকে ধাক্কা মারে ৷ বাইকটি নিয়ন্ত্রণ হারালে তাঁদের ধাক্কা মারে অপর একটি বাইক ৷

1-died-and-5-injured-in-purulia-road-accident
পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত 1, আহত 5

আরও পড়ুন: সেঞ্চুরি ছুঁইছুঁই জ্বালানির দাম, তৃণমূল-বিজেপির কাদা ছোড়াছুড়ি

এই ঘটনায় গুরুতর জখম হন এক শিশু-সহ 5 জন । তাঁদের পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে অর্জুন গড়াইকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । আহত হয়েছেন সরস্বতী গড়াই, সুনিতা গড়াই, সত‍্যজিৎ গড়াই ও অপর বাইকের চালক সহদেব প্রামাণিক । ঘাতক পিকআপ ভ্যানের চালক পলাতক । ঘাতক গাড়িটিকে আটক করেছে বরাবাজার থানার পুলিশ ।

পুরুলিয়া, 4 জুলাই : পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর । গুরুতর আহত হয়েছেন বাইকে থাকা এক শিশু-সহ 4 জন । মর্মান্তিক পথ দুর্ঘটনাটি (Purulia Accident) ঘটেছে পুরুলিয়া-বরাবাজার রাজ্য সড়কের সতসায়েরডি এলাকায় । মৃতের নাম অর্জুন গড়াই (46) । বাড়ি বরাবাজার থানার বেলাবাঁধ গ্রামে । আহতরা পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ।

কেন্দা থানার কইরা গ্রাম থেকে স্ত্রী, পুত্র ও ভাইঝিকে নিয়ে বাইকে করে বেলাবাঁধ গ্রামে ফিরছিলেন অর্জুন গড়াই । সতসায়েরডি এলাকায় পৌঁছতেই উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ‍্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকে ধাক্কা মারে ৷ বাইকটি নিয়ন্ত্রণ হারালে তাঁদের ধাক্কা মারে অপর একটি বাইক ৷

1-died-and-5-injured-in-purulia-road-accident
পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত 1, আহত 5

আরও পড়ুন: সেঞ্চুরি ছুঁইছুঁই জ্বালানির দাম, তৃণমূল-বিজেপির কাদা ছোড়াছুড়ি

এই ঘটনায় গুরুতর জখম হন এক শিশু-সহ 5 জন । তাঁদের পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে অর্জুন গড়াইকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । আহত হয়েছেন সরস্বতী গড়াই, সুনিতা গড়াই, সত‍্যজিৎ গড়াই ও অপর বাইকের চালক সহদেব প্রামাণিক । ঘাতক পিকআপ ভ্যানের চালক পলাতক । ঘাতক গাড়িটিকে আটক করেছে বরাবাজার থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.