খেজুরি, 28 জুন : বিপ্লব অধিকারী (নাম পরিবর্তিত) ৷ পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা এলাকায় বাড়ি ৷ দু'টো বিয়ে ৷ তবে, তিনি নিজে থাকেন প্রথমপক্ষের স্ত্রী ও ছেলে বিভাস অধিকারী (নাম পরিবর্তিত)-র সঙ্গে ৷ এদিকে আলাদাই থাকতেন তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী ও ছেলে বিকাশ অধিকারী (নাম পরিবর্তিত) ৷ তাই তাঁদের থাকার জন্য একটি জায়গা দেন বিপ্লববাবু ৷ আর তাতেই শুরু বিপত্তি ৷
বিকাশ ওই জমিতে বাড়ি তৈরি করতে গেলে বিভাস তাতে বাধা দেয় ৷ বুধবার প্রতিবেশী কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের উপর চড়াও হয় বিভাস ৷ সৎ মা'কে প্রকাশ্যে নগ্ন করে মারধর করে ৷ সেই ঘটনার ভিডিয়ো করেন প্রতিবেশী এক ব্যক্তি । বিভাস তার সৎ মাকে জীবন্ত পুড়িয়ে মারারও চেষ্টা করে বলে অভিযোগ ৷ খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা বিপ্লববাবুর দ্বিতীয়পক্ষের স্ত্রী ও ছেলে বিকাশকে উদ্ধার করে ৷ বুধবারই খেজুরি থানায় গিয়ে অভিযোগ জানান তাঁরা ৷ কিন্তু, তারপরই ফের ভয় দেখাতে শুরু করে বিভাস ৷ বৃহস্পতিবার গভীর রাতে তার নজর এড়িয়ে তমলুকে যান বিকাশ ও তাঁর মা ৷ সেখানে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান তাঁরা ৷
বিপ্লববাবুর দ্বিতীয়পক্ষের স্ত্রী বলেন, "আমি আমার স্বামীর দেওয়া জায়গার উপর বাড়ি তৈরি করছিলাম ৷ আমাকে বাড়ি তৈরি করতে দেবে না বলে বিভাস আমার গায়ে আগুন লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করে ৷" স্থানীয় বাসিন্দা সুফল জানা বলেন, "মা, ছেলের চিৎকার পেয়ে আমরা ঘটনাস্থানে যাই ৷ গিয়ে তাদের উদ্ধার করি ৷ বড় ছেলে বিভাস-সহ কয়েকজন মিলে তাদের মারধর করছিল ৷"
খেজুরি থানার OC সত্যজিৎ চাণক্য বলেন, "চলতি মাসের 24 তারিখ প্রাণে মেরে ফেলার ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷" তবে, বিভাসের কাছে এই বিষয়ে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷