ETV Bharat / state

দিঘা যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু যুবকের

আজ সকালে বারুইপুর থেকে দুটি মোটরবাইক করে চারজন দিঘা বেড়াতে আসছিলেন । দিঘা-নন্দকুমার ১১৬ B জাতীয় সড়কে মারিশদার বেতালিয়ার কাছে একটি মারুতি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় একটি বাইকের । দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে ।

image
ছবি
author img

By

Published : Dec 13, 2019, 11:11 AM IST

কাঁথি, 13 ডিসেম্বর : বারুইপুর থেকে দুটি মোটরবাইক করে দিঘা যাচ্ছিলেন চার পর্যটক । দিঘা-নন্দকুমার ১১৬ B জাতীয় সড়কে উলটো দিক থেকে আসা একটি মারুতির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের । আর এক বাইক আরোহী বর্তমানে কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন । তবে এখনও মৃতের নাম ও পরিচয় জানা যায়নি ।

আজ সকালে বারুইপুর থেকে দুটি মোটরবাইক করে চারজন দিঘা বেড়াতে আসছিল । দিঘা-নন্দকুমার ১১৬ B জাতীয় সড়কে মারিশদার বেতালিয়ার কাছে একটি মারুতি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় প্রথম বাইকের। ছিটকে যায় মোটরবাইকটি । তড়িঘড়ি দু'জনকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা । হাসপাতালে পৌঁছাতেই চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে । আর এক বাইক আরোহী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন । মারুতির সামনের দিকের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভিতরে থাকা যাত্রীদের তেমনভাবে চোট লাগেনি ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান মারিশদা থানার OC অমিত দেব। তিনি জানিয়েছেন, যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ।

কাঁথি, 13 ডিসেম্বর : বারুইপুর থেকে দুটি মোটরবাইক করে দিঘা যাচ্ছিলেন চার পর্যটক । দিঘা-নন্দকুমার ১১৬ B জাতীয় সড়কে উলটো দিক থেকে আসা একটি মারুতির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের । আর এক বাইক আরোহী বর্তমানে কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন । তবে এখনও মৃতের নাম ও পরিচয় জানা যায়নি ।

আজ সকালে বারুইপুর থেকে দুটি মোটরবাইক করে চারজন দিঘা বেড়াতে আসছিল । দিঘা-নন্দকুমার ১১৬ B জাতীয় সড়কে মারিশদার বেতালিয়ার কাছে একটি মারুতি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় প্রথম বাইকের। ছিটকে যায় মোটরবাইকটি । তড়িঘড়ি দু'জনকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা । হাসপাতালে পৌঁছাতেই চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে । আর এক বাইক আরোহী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন । মারুতির সামনের দিকের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভিতরে থাকা যাত্রীদের তেমনভাবে চোট লাগেনি ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান মারিশদা থানার OC অমিত দেব। তিনি জানিয়েছেন, যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ।

Intro:বেড়াতে আসার পথে দুর্ঘটনায় আহত এক মৃত এক ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক মারিশদা থানার বেতালিয়ার কাছে একটি মারুতি গাড়ির সঙ্গে মোটরবাইক আরোহীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে যায় মোটরবাইক আরহি । আহত দুই জনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার একজনকে মৃত বলে ঘোষণা করেন । অপর এক জন গুরুতর আহত রয়েছে । মারিশদা থানার ওসি অমিত দেব বলেন ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায আহতদের হাসপাতালে পাঠাই । তার পর জানজোট রাস্তা মুক্ত করি । অনান্য সঙ্গী দের কাছ থেকে জানা যায় তাঁরা বারুইপুর থেকে দুটি মোটরবাইক করে একদল পর্যটক দীঘা আসছিল, দীঘা থেকে আরেক পর্যটকের গাড়ি 116বি জাতীয় সড়ক ধরে নন্দকুমারের দিকে যাচ্ছিল । সম্ভবত ঘন কুয়াশার জন্য এই দুর্ঘটনা ঘটেছে । পুলিশ মোটরবাইক ও মারুতিকে থানায় নিয়ে আসে ।Body:বেড়াতে আসার পথে দুর্ঘটনায় আহত এক মৃত এক ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক মারিশদা থানার বেতালিয়ার কাছে একটি মারুতি গাড়ির সঙ্গে মোটরবাইক আরোহীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে যায় মোটরবাইক আরহি । আহত দুই জনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার একজনকে মৃত বলে ঘোষণা করেন । অপর এক জন গুরুতর আহত রয়েছে । মারিশদা থানার ওসি অমিত দেব বলেন ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায আহতদের হাসপাতালে পাঠাই । তার পর জানজোট রাস্তা মুক্ত করি । অনান্য সঙ্গী দের কাছ থেকে জানা যায় তাঁরা বারুইপুর থেকে দুটি মোটরবাইক করে একদল পর্যটক দীঘা আসছিল, দীঘা থেকে আরেক পর্যটকের গাড়ি 116বি জাতীয় সড়ক ধরে নন্দকুমারের দিকে যাচ্ছিল । সম্ভবত ঘন কুয়াশার জন্য এই দুর্ঘটনা ঘটেছে । পুলিশ মোটরবাইক ও মারুতিকে থানায় নিয়ে আসে ।Conclusion:বেড়াতে আসার পথে দুর্ঘটনায় আহত এক মৃত এক ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক মারিশদা থানার বেতালিয়ার কাছে একটি মারুতি গাড়ির সঙ্গে মোটরবাইক আরোহীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে যায় মোটরবাইক আরহি । আহত দুই জনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার একজনকে মৃত বলে ঘোষণা করেন । অপর এক জন গুরুতর আহত রয়েছে । মারিশদা থানার ওসি অমিত দেব বলেন ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায আহতদের হাসপাতালে পাঠাই । তার পর জানজোট রাস্তা মুক্ত করি । অনান্য সঙ্গী দের কাছ থেকে জানা যায় তাঁরা বারুইপুর থেকে দুটি মোটরবাইক করে একদল পর্যটক দীঘা আসছিল, দীঘা থেকে আরেক পর্যটকের গাড়ি 116বি জাতীয় সড়ক ধরে নন্দকুমারের দিকে যাচ্ছিল । সম্ভবত ঘন কুয়াশার জন্য এই দুর্ঘটনা ঘটেছে । পুলিশ মোটরবাইক ও মারুতিকে থানায় নিয়ে আসে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.