ETV Bharat / state

রঞ্জিত হত্যায় চাঞ্চল্যকর তথ্য, প্রেমিকার নগ্ন ছবি ফেসবুকে পোস্টের জেরেই খুন ! - BHUPATINAGAR MURDER

ভূপতিনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে এল। রঞ্জিত মণ্ডল হত্যার প্রকৃত কারণ জানতে পারল পুলিশ। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকার নগ্ন ছবি পোস্ট করেছিল রঞ্জিত!

author img

By

Published : Mar 3, 2019, 1:31 AM IST

কাঁথি, ৩ মার্চ : ভূপতিনগরের খানজাতপুরের ঘটনায় পুলিশের হাতে এল চাঞ্চল্যকর তথ্য। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকার নগ্ন ছবি ফেসবুকে পোস্ট করে দিয়েছিল রঞ্জিত মণ্ডল। আর সেই কারণেই বিয়ের প্রস্তাব দিয়ে তাকে ডেকে এনেছিল ওই যুবতি। প্রথমে রঞ্জিতকে গলা টিপে খুন করা হয়। পরে প্রমাণ লোপাটের জন্য কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল তাকে। এই খুনে ওই যুবতি,তার বাবা,মা ও ভাই যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ। ৫ দিনের পুলিশ হেপাজত শেষে গতকাল ফের কাঁথি আদালতে তোলা হয়েছিল তাদের। ১৪ দিন জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

২৩ ফেব্রুয়ারি ভোররাতে খানজাতপুরে উদ্ধার হয়েছিল রঞ্জিতের পোড়া মৃতদেহ। ঘটনার পর খুনের অভিযোগ দায়ের করেছিলেন রঞ্জিতের বাবা শক্তিপদ মণ্ডল। আটক করে টানা ৪৮ ঘণ্টা জেরা শেষে ২৫ ফেব্রুয়ারি রঞ্জিতের দুই বন্ধু,প্রেমিকা সহ ছ'জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওইদিন বন্ধু সমীর সিং ও অসিত দাসকে জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। বাকি চারজনকে ৫ দিনের জন্য পুলিশ হেপাজতে পাঠিয়েছিল আদালত। এখনও পর্যন্ত এই ঘটনায় ধৃত দুই বন্ধুর কোনও যোগ পায়নি পুলিশ।

undefined

দক্ষিণ বায়েন্দার বাসিন্দা রঞ্জিত ১৩ বছর ধরে বাড়ির ২০০ মিটার দূরে খানজাতপুরে মামারবাড়িতে বসবাস করছিল। বছর পাঁচেক আগে মামারবাড়ির গ্রামের এক যুবতির প্রেমে পড়ে। দিল্লিতে সোনার কারিগরের কাজ করত। রোজগারের টাকা সবই তুলে দিত প্রেমিকার হাতে। ছিল মেলামেশাও। কিন্তু মাসচারেক আগে ত্রিকোণ প্রেমে জটিলতা তৈরি হয় দু'জনের মধ্যে। কলেজছাত্রী ওই যুবতি অন্য একজনের প্রেমে পড়েছিল। তারপরও প্রেম টিকিয়ে রাখার অনেক চেষ্টাই করে রঞ্জিত। কিন্তু, ওই যুবতির কাছে আর গুরুত্ব পাচ্ছিল না। তাই প্রতারণার বদলা প্রতিহিংসায় মেটাতে চেয়েছিল।

কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) রাজনারায়ণ মুখার্জি বলেন, "ফেসবুকে প্রেমিকার অশ্লীল ছবি ছড়িয়েই খুন হয়েছে যুবক। যে কারণে এই খুন বলে স্বীকার করে নিয়েছে ধৃতরা।"

কাঁথি, ৩ মার্চ : ভূপতিনগরের খানজাতপুরের ঘটনায় পুলিশের হাতে এল চাঞ্চল্যকর তথ্য। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকার নগ্ন ছবি ফেসবুকে পোস্ট করে দিয়েছিল রঞ্জিত মণ্ডল। আর সেই কারণেই বিয়ের প্রস্তাব দিয়ে তাকে ডেকে এনেছিল ওই যুবতি। প্রথমে রঞ্জিতকে গলা টিপে খুন করা হয়। পরে প্রমাণ লোপাটের জন্য কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল তাকে। এই খুনে ওই যুবতি,তার বাবা,মা ও ভাই যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ। ৫ দিনের পুলিশ হেপাজত শেষে গতকাল ফের কাঁথি আদালতে তোলা হয়েছিল তাদের। ১৪ দিন জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

২৩ ফেব্রুয়ারি ভোররাতে খানজাতপুরে উদ্ধার হয়েছিল রঞ্জিতের পোড়া মৃতদেহ। ঘটনার পর খুনের অভিযোগ দায়ের করেছিলেন রঞ্জিতের বাবা শক্তিপদ মণ্ডল। আটক করে টানা ৪৮ ঘণ্টা জেরা শেষে ২৫ ফেব্রুয়ারি রঞ্জিতের দুই বন্ধু,প্রেমিকা সহ ছ'জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওইদিন বন্ধু সমীর সিং ও অসিত দাসকে জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। বাকি চারজনকে ৫ দিনের জন্য পুলিশ হেপাজতে পাঠিয়েছিল আদালত। এখনও পর্যন্ত এই ঘটনায় ধৃত দুই বন্ধুর কোনও যোগ পায়নি পুলিশ।

undefined

দক্ষিণ বায়েন্দার বাসিন্দা রঞ্জিত ১৩ বছর ধরে বাড়ির ২০০ মিটার দূরে খানজাতপুরে মামারবাড়িতে বসবাস করছিল। বছর পাঁচেক আগে মামারবাড়ির গ্রামের এক যুবতির প্রেমে পড়ে। দিল্লিতে সোনার কারিগরের কাজ করত। রোজগারের টাকা সবই তুলে দিত প্রেমিকার হাতে। ছিল মেলামেশাও। কিন্তু মাসচারেক আগে ত্রিকোণ প্রেমে জটিলতা তৈরি হয় দু'জনের মধ্যে। কলেজছাত্রী ওই যুবতি অন্য একজনের প্রেমে পড়েছিল। তারপরও প্রেম টিকিয়ে রাখার অনেক চেষ্টাই করে রঞ্জিত। কিন্তু, ওই যুবতির কাছে আর গুরুত্ব পাচ্ছিল না। তাই প্রতারণার বদলা প্রতিহিংসায় মেটাতে চেয়েছিল।

কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) রাজনারায়ণ মুখার্জি বলেন, "ফেসবুকে প্রেমিকার অশ্লীল ছবি ছড়িয়েই খুন হয়েছে যুবক। যে কারণে এই খুন বলে স্বীকার করে নিয়েছে ধৃতরা।"

RESTRICTIONS: No access Italy. SNTV clients only. Use on broadcast channels only, no social, no internet. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Castel Volturno (Naples), Italy – 2nd March 2019
1. 00:00 SOUNDBITE: (Italian) Carlo Ancelotti, Napoli head coach:
(On playing against Juventus)
"We will play in what is perhaps the most important match of the Serie A season, we play against the best team. But we have the will and the ambition to play at our best to try to win, to prove that we can be competitive also against a very, very strong team."
2. 00:28 SOUNDBITE: (Italian) Carlo Ancelotti, Napoli head coach:
(On losing 3-1 against Juventus in the first round)
"The match in the first round was the start of a new approach, of a new style (by Napoli), and I think this change consolidated, the team is in excellent condition, both physically and mentally. I think there can't be a better occasion that facing Juventus right now."
3. 00:59 SOUNDBITE: (Italian) Carlo Ancelotti, Napoli head coach:
(On Cristiano Ronaldo, and on playing against Salzburg in the Europa League last of 16 round next week)
"I'm always happy to meet Ronaldo, then of course the fact that he will play is one more problem for us. We know how dangerous he is, but I prefer to face Juventus at their best, it's further motivation for us. My choices are only based on tomorrow's match, we will have time to think about Salzburg.''
4. 01:31 SOUNDBITE: (Italian) Carlo Ancelotti, Napoli head coach:
(On whether he is considering to finish his career at Napoli)
"Closing my career here is something that I can consider. It is a long-term plan for me (Reporter joking: 'So we will have to deal with you for a long time?') That's what I mean. I feel good with this club, and I think the club is happy with me, so when you are on the same page you can definitely continue, and there is no reason to set an end for it."
SOURCE: Sky Sport 24
DURATION: 02:08
STORYLINE:
Napoli head coach Carlo Ancelotti said on Saturday that hosting Juventus on Sunday will probably be Napoli's "most important match" of this season's Serie A.
While Juventus' 13-point lead over Napoli seemingly makes their match less interesting, second-placed Napoli still want show that they can compete with the seven-time defending champion.
Napoli were defeated by Juventus 3-1 in Turin in this season's first round.
Next Thursday Napoli will host Salzburg in the first leg of the UEFA Europa League last of 16 round.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.