হলদিয়া, 6 এপ্রিল : অবশেষে কোরোনা-আতঙ্ক কাটিয়ে বন্দরের কাজে যোগ দিলেন কর্মীরা ৷ পুরো বন্দর চত্বর স্যানিটাইজ় করে আজ দুপুরে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন জেলাশাসক ৷ বৈঠকে কর্মীদের প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক ৷ সেখানে দীর্ঘ আলোচনার পর কর্মীরা কাজে যোগ দিতে রাজি হন ৷ ফের শুরু হয় বন্দরে পণ্য ওঠানামার কাজ ৷
দিল্লির নিজ়ামউদ্দিন থেকে ফিরে এসে বন্দরের কাজে যোগ দিয়েছিলেন এক ইঞ্জিনিয়র ৷ তিনি কোরোনা আক্রান্ত হতে পারেন এই আতঙ্কে কাজ বন্ধ করে বন্দর ছেড়ে চলে যান কর্মীরা ৷ বন্দরে এসে পৌঁছানো জাহাজের মাল লোডিং-আনলোডিং বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়তে হয় বন্দর কর্তৃপক্ষকে ৷ কর্মীদের আতঙ্ক কাটাতে গত দু'দিন ধরে স্যানিটাইজ় করা হয় বন্দর চত্বর ৷ আজ দুপুরে কাজ চালু করার জন্য ত্রিপাক্ষিক বৈঠকও হয় বন্দরে ৷ আলোচনা শেষে কর্মীদের বোঝানো হয়, স্যানিটাইজ়ের পর বন্দর এখন নিরাপদ ৷ তারপরই কাজে যোগ দেন কর্মীরা ৷
এবিষয়ে হলদিয়া বন্দরের জেনেরাল ম্যানেজার (ট্র্যাফিক) অভয় মহাপাত্র বলেন, "বন্দর চত্বর স্যানিটাইজ়ের পর প্রশাসনিক বৈঠক শেষে কর্মীদের মধ্যে আতঙ্ক অনেকটাই কেটেছে ৷ আজ থেকেই তাঁরা কাজে যোগ দিয়েছেন ৷ আগামীকাল থেকে বন্দরে পুরোদমে কাজ শুরু হবে ৷ কর্মীদের নিরাপত্তার দিকে কোনও খামতি রাখা হবে না বন্দরের তরফে ৷"