মেদিনীপুর, 7 জুলাই: কোলাঘাট থানার তাপবিদ্যুৎ কেন্দ্রের চার নম্বর ছাই খাদান বন্ধ । কাজে বাধা দেওয়ার অভিযোগে কোলাঘাট থানায় বিক্ষোভ শ্রমিকদের (Worker Agitation Police Station) । মূলত গত দু'দিন আগে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আইএনটিটিইউসি পরিচালিত শ্রমিক সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয় । সেই কমিটিতে কার্যকরী সভাপতি হন টুটুল মল্লিক । আগের যে কমিটি ছিল সেই কমিটির বিরুদ্ধে শ্রমিক ও কন্ট্রাকটরদের কাছ থেকে জোর করে টাকা তোলার অভিযোগ ওঠে । আগের কমিটি পূর্ব পাঁশকুড়ার বিধায়ক বিপ্লব রায় চৌধুরী নেতৃত্বে তাঁর ঘনিষ্ঠরা চালাতো বলে অভিযোগ । তাই খাদান থেকে তোলাবাজি রুখতে এক সময় খাদানে পুলিশ মোতায়েন করতে হয় । এমনকি পুলিশের তরফে কাউকে তোলা না দেওয়ার জন্য মাইকিংও করতে হয় ।
বেশিরভাগ শ্রমিকদের আভিযোগ, বৃহস্পতিবার সকালে ছাই খাদানে কাজে যোগ দিতে গেলে তাঁদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হয় । তাই তাঁরা বাধ্য হয়ে কোলাঘাট থানায় অভিযোগ জানাতে থানার সামনে বিক্ষোভ দেখান ।
আরও পড়ুন: কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার গুদামে আগুন
অন্যদিকে আইএনটিটিইউসির কার্যকরী সভাপতি টুটুল মল্লিক বলেন, "আগের কমিটি দুর্নীতিতে ভর্তি । শ্রমিকদের ন্যায্য মজুরি তারা সরাসরি নিজেরা হাতে পাক । শ্রমিকরা কেন অফিস থেকে কম টাকা নেবে ? মাঝখান থেকে কেউ কেন শ্রমিকদের খাটনির টাকা থেকে কমিশন খাবে ?"