কাঁথি, 12 জুলাই: শ্লীলতাহানিতে অভিযুক্ত তৃণমূলের কাউন্সিলর ৷ তাঁকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে কাঁথির রাজপথে নামলেন মহিলারা । পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মঙ্গলবার কাঁথি পৌরসভার 4 নম্বর ওয়ার্ড়ের তৃণমূলের কাউন্সিলর আলেম আলি খাঁনের গ্রেফতারের দাবিতে পথে নামলেন নির্যাতিতা মহিলা-সহ এলাকার বাসিন্দারা ।
এদিন কাঁথি আউটডোর মোড় থেকে মিছিল করে কাঁথি থানার সামনে জমায়েত করেন নির্যাতিতা মহিলা-সহ শতাধিক মহিলারা । এরপর কাঁথি পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলেম আলি খাঁনের গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । থানায় চার সদস্যের মহিলা প্রতিনিধি দল ডেপুটেশন দেন ।
জানা গিয়েছে, গত 29 জুন কাঁথি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের জয়ী নির্দল কাউন্সিলর সুময় দাস বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পৌরপ্রধান সুবল মান্নার কাছে হাজির হন । সেখানে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী তরুণ কুমার বেরা-সহ অনুগামীরা । সেখানেই প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর দু'জনেই একে অপরের বিরুদ্ধে থানায় মারধরের অভিযোগ দায়ের করেন । কাউন্সিলরের উপর হামলার প্রতিবাদে কাঁথির পৌরপ্রধানের কাছে ডেপুটেশন দিতে আসেন মহিলারা । অভিযোগ না নিয়ে ওই মহিলাদের ফিরিয়ে দেওয়া হয় ৷
ওই নির্যাতিতা মহিলা তথা পৌরকর্মী বলেন, " সুবিচার চেয়ে কাঁথি মহিলা থানার ওসির কাছে ডেপুটেশন দিলাম । ওসি আমাদের দাবি মেনে ডেপুটেশন গ্রহণ করেছেন । আগামিদিনে অভিযুক্তদের উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতিও দেন ।"
আরও পড়ুন: পুলিশ পরিচয়ে মালদা মেডিক্যালে মহিলার শ্লীলতাহানি ! আটক এক