পটাশপুর, 4 জুন : পারিবারিক অশান্তির কারণে কুড়ুল দিয়ে স্ত্রীকে খুন । পরে আত্মঘাতী যুবক । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের এগরার পটাশপুর ব্লকের । মৃতের নাম করুণা বেরা (২৪) ও অনুপ বেরা (৩০) । দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।
প্রতিবেশীরা জানিয়েছে, প্রায় প্রতিদিনই ঝামেলা হত করুণা ও অনুপের । গতকাল বিকেল নাগাদ অশান্তি চরমে পৌঁছায় । সেই সময়ই করুণাকে পিছন থেকে কুড়ুল দিয়ে মাথায় আঘাত করে অনুপ । মাটিতে লুটিয়ে পড়ে করুণা । এরপরই বিকেলে অনুপ চিৎকার করতে করতে স্থানীয় পঞ্চায়েত সদস্যার বাড়িতে যান নিজের দুই পুত্র সন্তানকে নিয়ে । সেখানেই তার দুই সন্তানকে রেখে জানিয়ে আসে পুলিশে খবর দিতে কারণ সে নিজের স্ত্রী'কে খুন করে ফেলেছে । এরপরে ওই পঞ্চায়েত সদস্যা দম্পতির সাড়ে চার বছর ও তিন বছরের দুই সন্তানকে কাছে রেখে ফোন করেন পটাশপুর থানায় । অনুপ পালিয়ে যেতে পারে এমন আশঙ্কা করেই গোটা বাড়ি ঘিরে ফেলে স্থানীয় বাসিন্দারা । কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থানে পৌঁছে দেখে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে করুণার দেহ । হদিস নেই অনুপের । বাড়িতেই তল্লাশি চালান তাঁরা । পরে বাড়ির চিলেকোঠায় থেকে অনুপের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।
পটাশপুর থানার OC চন্দ্রকান্ত শাসমল বলেন, "পঞ্চায়েত সদস্যার তরফে খবর পেয়ে আমরা দ্রুত দেহ উদ্ধারে ঘটনাস্থানে যাই । প্রথমে কোনওভাবেই অনুপকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । পরে ছাদের চিলেকোঠায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় । দাম্পত্য কলহের কারণে এই খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"