ETV Bharat / state

দিঘায় বেড়াতে আসা মহিলাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ - ওড়িশার হোটেলে ধর্ষণ

মালদা থেকে দিঘায় বেড়াতে এসেছিলেন মহিলা। তাঁকে ওড়িশার একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল।

ছবি
ছবি
author img

By

Published : Jan 13, 2020, 10:11 PM IST

দিঘা, 13 জানুয়ারি : দিঘায় বেড়াতে এসেছিলেন মহিলা । তাঁকে চায়ের সঙ্গে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল আকাশ নামের এক যুবকের বিরুদ্ধে । ধর্ষণের পর মহিলার সঙ্গে থাকা নগদ পাঁচ হাজার টাকা ও 18 হাজার টাকার মোবাইল নিয়ে চম্পট দেয় ওই যুবক । ওড়িশার তালসারি মেরিন থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা । যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

গতকাল সকালে মালদা থেকে দিঘায় বেড়াতে এসেছিলেন মহিলা । সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ট্রেন ধরতে না পেরে স্টেশনে বসেছিলেন । সেই সময় আকাশ নামে চন্দনেশ্বরের এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয় । দু'জনের মধ্যে আলাপচারিতার পর এগোয় কথাবার্তা । তারপর স্টেশনের বাইরে একটি দোকানে গিয়ে মহিলাকে চা খাওয়ায় আকাশ । থানায় দায়ের করা অভিযোগপত্রে মহিলা জানিয়েছেন, চা খাওয়ার পরই তাঁর মাথা ঘুরতে শুরু করে । তখনই আকাশ তাঁকে টোটোতে করে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে । রাজি হয়ে যান তিনি ৷ আসে টোটো ৷ তিনি টোটোতে ওঠেন ৷ কিন্তু, সেই টোটো তাঁকে ওড়িশার একটি হোটেলে নিয়ে যায় । হোটেলে যাওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন তিনি । অভিযোগ, সেই সুযোগে তাঁকে ধর্ষণ করে আকাশ । তাঁর কাছে থাকা পাঁচ হাজার টাকা ও 18 হাজার টাকার মোবাইল নিয়ে পালিয়ে যায় ওই যুবক ।

সকালে জ্ঞান ফিরলে ওই আকাশের খোঁজ শুরু করেন মহিলা । হোটেল কর্তৃপক্ষের কাছেও খোঁজ নেন । কিন্তু আর পাওয়া যায়নি অভিযুক্তকে । ঘটনায় তালসারি মেরিন থানায় অভিযোগ দায়ের করেছেন মপিলা । মেডিকেল পরীক্ষা করানো হয় তাঁর । অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

দিঘা, 13 জানুয়ারি : দিঘায় বেড়াতে এসেছিলেন মহিলা । তাঁকে চায়ের সঙ্গে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল আকাশ নামের এক যুবকের বিরুদ্ধে । ধর্ষণের পর মহিলার সঙ্গে থাকা নগদ পাঁচ হাজার টাকা ও 18 হাজার টাকার মোবাইল নিয়ে চম্পট দেয় ওই যুবক । ওড়িশার তালসারি মেরিন থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা । যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

গতকাল সকালে মালদা থেকে দিঘায় বেড়াতে এসেছিলেন মহিলা । সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ট্রেন ধরতে না পেরে স্টেশনে বসেছিলেন । সেই সময় আকাশ নামে চন্দনেশ্বরের এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয় । দু'জনের মধ্যে আলাপচারিতার পর এগোয় কথাবার্তা । তারপর স্টেশনের বাইরে একটি দোকানে গিয়ে মহিলাকে চা খাওয়ায় আকাশ । থানায় দায়ের করা অভিযোগপত্রে মহিলা জানিয়েছেন, চা খাওয়ার পরই তাঁর মাথা ঘুরতে শুরু করে । তখনই আকাশ তাঁকে টোটোতে করে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে । রাজি হয়ে যান তিনি ৷ আসে টোটো ৷ তিনি টোটোতে ওঠেন ৷ কিন্তু, সেই টোটো তাঁকে ওড়িশার একটি হোটেলে নিয়ে যায় । হোটেলে যাওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন তিনি । অভিযোগ, সেই সুযোগে তাঁকে ধর্ষণ করে আকাশ । তাঁর কাছে থাকা পাঁচ হাজার টাকা ও 18 হাজার টাকার মোবাইল নিয়ে পালিয়ে যায় ওই যুবক ।

সকালে জ্ঞান ফিরলে ওই আকাশের খোঁজ শুরু করেন মহিলা । হোটেল কর্তৃপক্ষের কাছেও খোঁজ নেন । কিন্তু আর পাওয়া যায়নি অভিযুক্তকে । ঘটনায় তালসারি মেরিন থানায় অভিযোগ দায়ের করেছেন মপিলা । মেডিকেল পরীক্ষা করানো হয় তাঁর । অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

Intro:এক পর্যটকের সঙ্গে আলাপ করে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ , অভিযোগ পর্যটকের ।

এক মহিলা পর্যটকে চা এর সাথে মাদক খাইয়ে তাকে হোটেল ঠিক করে দেওয়ার নাম করে হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক শারীরিক নির্যাতন সহ ধর্ষণ চালায় এক দুষ্কৃতী যুবক, বলে অভিযোগ পর্যটকের । ভোর রাতে মহিলা পর্যটকের নগদ 5 হাজার টাকা সহ 18 হাজার টাকার মোবাইল হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতী যুবক।
ওই মহিলা একা পর্যটন কেন্দ্র দীঘাতে ঘুরতে এসেছিলেন গতকাল ট্রেনে করে এসেছিলেন। মালদার ইংলিশ বাজারের 13 নং ওয়ার্ড থেকে , নাম মীনা সাহা। গতকাল সারাদিন দিঘা ঘুরে বেড়ানোর পর সন্ধ্যায় দীঘা রেল স্টেশনে ট্রেন ধরতে গিয়ে দেখেন ট্রেন চলে গেছে।এরপর দিঘা স্টেশনে একা বসে ছিলেন। একা বসে থাকতে দেখে আকাশ নামের একটি ছেলে এগিয়ে এসে বলে , মাসি বলে ভাব জমায়। এরপর বেশ কিছুক্ষণ কথা বলার পর মহিলাকে চা পান করান এবং ঐ যুবক একজন নিজেকে হোটেল মালিক পরিচয় দিয়ে তার হোটেলে থাকতে বলে। মহিলা রাজি হয়ে যান। এরপর পাসের রাজ্য ওড়িশার চন্দনেশ্বরে সীতা হোটেল নামে একটি হোটেলে তোলে। তার পর চা খেতে বলে , মহিলা চা পান করার পর যেন ঝিমুনি ও এসেছিল। তারপর রাত বাড়তেই ওই যুবক মহিলার মুখ বেঁধে শারীরিক অত্যাচার চালায় বলে অভিযোগ । ভোর রাতের দিকে সবকিছু হাতিয়ে চম্পট দিয়েছে ঐ যুবক।
ওড়িশার তালপাটি কোস্টাল থানায় অভিযোগ দায়ের করছে মহিলা । পুলিশ অভিযুক্ত এর খোঁজে তল্লাশি শুরু করেছে।

বাইট মীনা সাহা , ধর্ষিতা মহিলা ।Body:এক পর্যটকের সঙ্গে আলাপ করে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ , অভিযোগ পর্যটকের ।

এক মহিলা পর্যটকে চা এর সাথে মাদক খাইয়ে তাকে হোটেল ঠিক করে দেওয়ার নাম করে হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক শারীরিক নির্যাতন সহ ধর্ষণ চালায় এক দুষ্কৃতী যুবক, বলে অভিযোগ পর্যটকের । ভোর রাতে মহিলা পর্যটকের নগদ 5 হাজার টাকা সহ 18 হাজার টাকার মোবাইল হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতী যুবক।
ওই মহিলা একা পর্যটন কেন্দ্র দীঘাতে ঘুরতে এসেছিলেন গতকাল ট্রেনে করে এসেছিলেন। মালদার ইংলিশ বাজারের 13 নং ওয়ার্ড থেকে , নাম মীনা সাহা। গতকাল সারাদিন দিঘা ঘুরে বেড়ানোর পর সন্ধ্যায় দীঘা রেল স্টেশনে ট্রেন ধরতে গিয়ে দেখেন ট্রেন চলে গেছে।এরপর দিঘা স্টেশনে একা বসে ছিলেন। একা বসে থাকতে দেখে আকাশ নামের একটি ছেলে এগিয়ে এসে বলে , মাসি বলে ভাব জমায়। এরপর বেশ কিছুক্ষণ কথা বলার পর মহিলাকে চা পান করান এবং ঐ যুবক একজন নিজেকে হোটেল মালিক পরিচয় দিয়ে তার হোটেলে থাকতে বলে। মহিলা রাজি হয়ে যান। এরপর পাসের রাজ্য ওড়িশার চন্দনেশ্বরে সীতা হোটেল নামে একটি হোটেলে তোলে। তার পর চা খেতে বলে , মহিলা চা পান করার পর যেন ঝিমুনি ও এসেছিল। তারপর রাত বাড়তেই ওই যুবক মহিলার মুখ বেঁধে শারীরিক অত্যাচার চালায় বলে অভিযোগ । ভোর রাতের দিকে সবকিছু হাতিয়ে চম্পট দিয়েছে ঐ যুবক।
ওড়িশার তালপাটি কোস্টাল থানায় অভিযোগ দায়ের করছে মহিলা । পুলিশ অভিযুক্ত এর খোঁজে তল্লাশি শুরু করেছে।

বাইট মীনা সাহা , ধর্ষিতা মহিলা ।Conclusion:এক পর্যটকের সঙ্গে আলাপ করে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ , অভিযোগ পর্যটকের ।

এক মহিলা পর্যটকে চা এর সাথে মাদক খাইয়ে তাকে হোটেল ঠিক করে দেওয়ার নাম করে হোটেলে নিয়ে গিয়ে জোরপূর্বক শারীরিক নির্যাতন সহ ধর্ষণ চালায় এক দুষ্কৃতী যুবক, বলে অভিযোগ পর্যটকের । ভোর রাতে মহিলা পর্যটকের নগদ 5 হাজার টাকা সহ 18 হাজার টাকার মোবাইল হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতী যুবক।
ওই মহিলা একা পর্যটন কেন্দ্র দীঘাতে ঘুরতে এসেছিলেন গতকাল ট্রেনে করে এসেছিলেন। মালদার ইংলিশ বাজারের 13 নং ওয়ার্ড থেকে , নাম মীনা সাহা। গতকাল সারাদিন দিঘা ঘুরে বেড়ানোর পর সন্ধ্যায় দীঘা রেল স্টেশনে ট্রেন ধরতে গিয়ে দেখেন ট্রেন চলে গেছে।এরপর দিঘা স্টেশনে একা বসে ছিলেন। একা বসে থাকতে দেখে আকাশ নামের একটি ছেলে এগিয়ে এসে বলে , মাসি বলে ভাব জমায়। এরপর বেশ কিছুক্ষণ কথা বলার পর মহিলাকে চা পান করান এবং ঐ যুবক একজন নিজেকে হোটেল মালিক পরিচয় দিয়ে তার হোটেলে থাকতে বলে। মহিলা রাজি হয়ে যান। এরপর পাসের রাজ্য ওড়িশার চন্দনেশ্বরে সীতা হোটেল নামে একটি হোটেলে তোলে। তার পর চা খেতে বলে , মহিলা চা পান করার পর যেন ঝিমুনি ও এসেছিল। তারপর রাত বাড়তেই ওই যুবক মহিলার মুখ বেঁধে শারীরিক অত্যাচার চালায় বলে অভিযোগ । ভোর রাতের দিকে সবকিছু হাতিয়ে চম্পট দিয়েছে ঐ যুবক।
ওড়িশার তালপাটি কোস্টাল থানায় অভিযোগ দায়ের করছে মহিলা । পুলিশ অভিযুক্ত এর খোঁজে তল্লাশি শুরু করেছে।

বাইট মীনা সাহা , ধর্ষিতা মহিলা ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.