ETV Bharat / state

পাঁশকুড়ায় কবরস্থানে উদ্ধার মহিলার অর্ধনগ্ন মৃতদেহ - Body

আজ সকালে কবরস্থান দিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা মৃতদেহটি পড়ে থাকতে দেখে । তাঁরা পুলিশকে বিষয়টি জানায় । স্থানীয় বাসিন্দাদের বক্তব্য়, এলাকায় কোনও মহিলা নিঁখোজ থাকার খবর নেই । তাছাড়া জায়গাটিও খুব নির্জন । খুব সম্ভবত, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jul 9, 2019, 8:31 PM IST

পাঁশকুড়া, 9 জুলাই : কবরস্থান থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন দগ্ধ মৃতদেহ । ঘটনাটি পাঁশকুড়ার । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় । পাশাপাশি মৃতদেহের কিছু দূর থেকে একটি কেরোসিন তেলের বোতল, এক জোড়া জুতো ও একটি দেশলাই বাক্স উদ্ধার করে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে কবরস্থান দিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা মৃতদেহটি পড়ে থাকতে দেখে । তাঁরা পুলিশকে বিষয়টি জানায় । স্থানীয় বাসিন্দাদের বক্তব্য়, "এলাকায় কোনও মহিলা নিঁখোজ থাকার খবর নেই । তাছাড়া জায়গাটিও খুব নির্জন । কবরস্থান হওয়ায় ওই এলাকা দিয়ে রাতের অন্ধকারে কোনও মানুষ যাতায়াতও করে না । সেই কারণেই স্থানীয় বাসিন্দারা মনে করেন, রাতের অন্ধকারে ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে ও প্রমাণ লোপাটের জন্য তাঁকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে ।"

স্থানীয় বাসিন্দা বিকাশ পাত্র বলেন, "কোনওভাবেই এটি আত্মহত্যার ঘটনা নয় । রাতেরবেলা এই কবরস্থানের এলাকায় ভয়ে কেউ আসে না । এখানে কোনও আলো নেই । একদম নির্জন এলাকা । রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মহিলাকে ধর্ষণ করে প্রমাণ লোপাটের জন্য আগুন দিয়ে পুড়িয়ে খুন করেছে । আমরা চাই পুলিশ তদন্ত করে অবিলম্বে দোষীদের শাস্তি দিক ।"

পুলিশ জানায়, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ।

পাঁশকুড়া, 9 জুলাই : কবরস্থান থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন দগ্ধ মৃতদেহ । ঘটনাটি পাঁশকুড়ার । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় । পাশাপাশি মৃতদেহের কিছু দূর থেকে একটি কেরোসিন তেলের বোতল, এক জোড়া জুতো ও একটি দেশলাই বাক্স উদ্ধার করে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে কবরস্থান দিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা মৃতদেহটি পড়ে থাকতে দেখে । তাঁরা পুলিশকে বিষয়টি জানায় । স্থানীয় বাসিন্দাদের বক্তব্য়, "এলাকায় কোনও মহিলা নিঁখোজ থাকার খবর নেই । তাছাড়া জায়গাটিও খুব নির্জন । কবরস্থান হওয়ায় ওই এলাকা দিয়ে রাতের অন্ধকারে কোনও মানুষ যাতায়াতও করে না । সেই কারণেই স্থানীয় বাসিন্দারা মনে করেন, রাতের অন্ধকারে ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে ও প্রমাণ লোপাটের জন্য তাঁকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে ।"

স্থানীয় বাসিন্দা বিকাশ পাত্র বলেন, "কোনওভাবেই এটি আত্মহত্যার ঘটনা নয় । রাতেরবেলা এই কবরস্থানের এলাকায় ভয়ে কেউ আসে না । এখানে কোনও আলো নেই । একদম নির্জন এলাকা । রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মহিলাকে ধর্ষণ করে প্রমাণ লোপাটের জন্য আগুন দিয়ে পুড়িয়ে খুন করেছে । আমরা চাই পুলিশ তদন্ত করে অবিলম্বে দোষীদের শাস্তি দিক ।"

পুলিশ জানায়, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ।

Kolkata, Jul 09 (ANI): Former cricketer Yuvraj Singh on Tuesday said that India, despite all odds against it in the 2007 T20 World Cup, was 'destined' to win the tournament. The former cricketer, who announced his retirement last month amid the ongoing ODI World Cup, admitted that the 'men in blue' had never expected to win the first edition of cricket's shortest format since all the experienced players were given rest following hectic international tours, and new captain MS Dhoni was helming the side. The 2007 T20 World Cup saw India as an underdog but the 'men in blue' famously lifted the maiden T20 World Cup trophy in South Africa. The tournament also saw Singh's famous six sixes against England's Stuart Broad.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.