হলদিয়া, 2 মে : শুরুর দিকে নন্দীগ্রামে পিছিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । মাঝে ব্যবধান কমাতে শুরু করলেও, ফের ব্যবধান বাড়িয়ে নেন শুভেন্দু । পরে 13 রাউন্ডের গণনা শেষে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু শেষের দিকে আবারও পিছিয়ে যান । 16 রাউন্ডের গণনা শেষে 6 ভোটে পিছিয়ে পড়েন তৃণমূল সুপ্রিমো ।
নন্দীগ্রামে 17 রাউন্ড গণনা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে ৷ প্রথমে পোস্টাল ব্যালট গোনা হয় ৷ তার পর শুরু হয় ইভিএম ৷ প্রাথমিক ভাবে পিছিয়ে ছিলেন । তারপর শেষবেলায় এগিয়ে গিয়েও আবার পিছিয়ে পড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
যদিও তৃণমূলের তরফে আগে থেকেই বলা হচ্ছিল, খেলার এখন অনেক বাকি ৷
অন্যদিকে, শুভেন্দু শিবিরের দাবি, খেলা শেষ হয়ে গিয়েছে তৃণমূলের ৷ আর কোনও ভাবেই তিনি জিততে পারবেন না ৷