ETV Bharat / state

বহিরাগত মমতাকে নন্দীগ্রামে ভোট না দেওয়ার আবেদন শুভেন্দুর - 1 এপ্রিল সব হিসাব-নিকাস হবে

নন্দীগ্রাম সভায় যখন তিনি বক্তব্য রাখছিলেন তখনও পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়নি । তবে শুভেন্দুর 1 এপ্রিলের বার্তা অনেকটাই স্পষ্ট করে দিয়েছিল নন্দীগ্রাম থেকে তিনিই প্রার্থী হতে চলেছেন ।

1 এপ্রিল সব হিসাব হবে, নন্দীগ্রাম থেকে বার্তা শুভেন্দুর
1 এপ্রিল সব হিসাব হবে, নন্দীগ্রাম থেকে বার্তা শুভেন্দুর
author img

By

Published : Mar 6, 2021, 9:44 PM IST

Updated : Mar 7, 2021, 10:41 AM IST

নন্দীগ্রাম, 6 মার্চ : 1 এপ্রিল সব হিসাব-নিকাশ হবে ৷ আজ নন্দীগ্রামে বিজেপির সভায় এসে এমনই বললেন শুভেন্দু অধিকারী ৷ এবারে নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রামে মমতার বিপরীতে বিজেপির তুরুপের তাস এবার তিনি ৷


আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের রেয়াপাড়া শিব মন্দির ময়দানে বিজেপির একটি সভা ছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী ৷ এইদিন রেয়াপাড়া শিব মন্দির বাসট্যান্ড থেকে খোদামবাড়ি ভীমবাজার হয়ে শিব মন্দির ময়দান পর্যন্ত পায়ে হেঁটে পথসভা করেন তিনি ৷ তারপর সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "আমি যদি নিজের বুথে হেরে যেতাম, তাহলে এখানে বক্তব্য রাখতে পারতাম কি ? নিজের বুথেই ফুটা পার্টি । দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করেছিলেন মনে আছে তো ? উনি উলুবেড়িয়ায় স্কুলের সরস্বতী পুজো বন্ধ করেছিলেন মনে আছে তো ? তাহলে সব হিসাব লিখে রাখবেন । পয়লা এপ্রিল সব হিসাব-নিকাশ হবে । আর আনন্দের কথা নন্দনায়ক বাড়ে আমি ভোটার হয়েছি । আপনাদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে আমি ভোট দেব । আর উনি এখানে আসার আগে তিনজনের নিরাপত্তার ব্যবস্থার করেছেন । নয়জন করে পুলিশ । ন'জন করে পুলিশে এই তিনজন সুরক্ষিত থাকে, তাহলে নন্দীগ্রাম সুরক্ষিত থাকবে । এইটা যার ধারণা তাঁকে ভোট দেবেন কি না ভেবে দেখতে হবে ।"

নন্দীগ্রামে "বহিরাগত" মমতা, ভোট না দেওয়ার আবেদন শুভেন্দুর

অমিত শাহ, নরেন্দ্র মোদিদের বহিরাগত বলে বারবার আক্রমণ করে তৃণমূল । এবার তার পালটা জবাব দিতে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বললেন শুভেন্দু । তিনি বলেন, "বহিরাগত লোককে ভোট দেবেন না ।"

আরও পড়ুন, নন্দীগ্রামে শুভেন্দুই জিতবে, বললেন শিশির

তবে নন্দীগ্রাম সভায় যখন তিনি বক্তব্য রাখছিলেন তখনও পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়নি । এদিকে, গতকাল তৃণমূল নেত্রী জানিয়ে দিয়েছিলেন নন্দীগ্রাম থেকে তিনিই প্রার্থী হচ্ছেন । তাঁর বিপরীতে যে শুভেন্দুই প্রার্থী হচ্ছেন এই বিষয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল । আর প্রার্থী তালিকা ঘোষণার আগে শুভেন্দুর 1 এপ্রিলের বার্তা অনেকটাই স্পষ্ট করে দিয়েছিল নন্দীগ্রাম থেকে তিনিই প্রার্থী হতে চলেছেন । এরপর আজ বিজেপির দুই দফায় 57টি আসনে প্রার্থী তালিকা ঘোষণার স্পষ্ট হয়ে যায় এবার নন্দীগ্রামে খেলা হবে মমতা বনাম শুভেন্দু ।

নন্দীগ্রাম, 6 মার্চ : 1 এপ্রিল সব হিসাব-নিকাশ হবে ৷ আজ নন্দীগ্রামে বিজেপির সভায় এসে এমনই বললেন শুভেন্দু অধিকারী ৷ এবারে নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রামে মমতার বিপরীতে বিজেপির তুরুপের তাস এবার তিনি ৷


আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের রেয়াপাড়া শিব মন্দির ময়দানে বিজেপির একটি সভা ছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী ৷ এইদিন রেয়াপাড়া শিব মন্দির বাসট্যান্ড থেকে খোদামবাড়ি ভীমবাজার হয়ে শিব মন্দির ময়দান পর্যন্ত পায়ে হেঁটে পথসভা করেন তিনি ৷ তারপর সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, "আমি যদি নিজের বুথে হেরে যেতাম, তাহলে এখানে বক্তব্য রাখতে পারতাম কি ? নিজের বুথেই ফুটা পার্টি । দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করেছিলেন মনে আছে তো ? উনি উলুবেড়িয়ায় স্কুলের সরস্বতী পুজো বন্ধ করেছিলেন মনে আছে তো ? তাহলে সব হিসাব লিখে রাখবেন । পয়লা এপ্রিল সব হিসাব-নিকাশ হবে । আর আনন্দের কথা নন্দনায়ক বাড়ে আমি ভোটার হয়েছি । আপনাদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে আমি ভোট দেব । আর উনি এখানে আসার আগে তিনজনের নিরাপত্তার ব্যবস্থার করেছেন । নয়জন করে পুলিশ । ন'জন করে পুলিশে এই তিনজন সুরক্ষিত থাকে, তাহলে নন্দীগ্রাম সুরক্ষিত থাকবে । এইটা যার ধারণা তাঁকে ভোট দেবেন কি না ভেবে দেখতে হবে ।"

নন্দীগ্রামে "বহিরাগত" মমতা, ভোট না দেওয়ার আবেদন শুভেন্দুর

অমিত শাহ, নরেন্দ্র মোদিদের বহিরাগত বলে বারবার আক্রমণ করে তৃণমূল । এবার তার পালটা জবাব দিতে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বললেন শুভেন্দু । তিনি বলেন, "বহিরাগত লোককে ভোট দেবেন না ।"

আরও পড়ুন, নন্দীগ্রামে শুভেন্দুই জিতবে, বললেন শিশির

তবে নন্দীগ্রাম সভায় যখন তিনি বক্তব্য রাখছিলেন তখনও পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়নি । এদিকে, গতকাল তৃণমূল নেত্রী জানিয়ে দিয়েছিলেন নন্দীগ্রাম থেকে তিনিই প্রার্থী হচ্ছেন । তাঁর বিপরীতে যে শুভেন্দুই প্রার্থী হচ্ছেন এই বিষয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল । আর প্রার্থী তালিকা ঘোষণার আগে শুভেন্দুর 1 এপ্রিলের বার্তা অনেকটাই স্পষ্ট করে দিয়েছিল নন্দীগ্রাম থেকে তিনিই প্রার্থী হতে চলেছেন । এরপর আজ বিজেপির দুই দফায় 57টি আসনে প্রার্থী তালিকা ঘোষণার স্পষ্ট হয়ে যায় এবার নন্দীগ্রামে খেলা হবে মমতা বনাম শুভেন্দু ।

Last Updated : Mar 7, 2021, 10:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.