নন্দীগ্রাম, 12 মার্চ : আর কিছুক্ষণের মধ্যে হলদিয়ায় মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী ৷ তার আগে মঞ্জুশ্রী মোড়ে একটি সভায় তৃণমূলকে ফের একাধিক ইশুতে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ বলেন, এই সরকার দশ বছরে বাংলাকে দেউলিয়া করে দিয়েছে ৷ তাই পরিবর্তন আনতে হবে ৷ বিজেপিকে ভোট দিলে আসল পরিবর্তন আসবে ৷
এর আগেও একাধিকবার তৃণমূল কংগ্রেসকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী ৷ এদিনও তাঁর গলায় একই সুর শোনা গেল ৷ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কারণ হিসাবে জানিয়ে দিলেন, তৃণমূলে কারও কথা বলার জায়গা নেই ৷ স্বাধীন মত দেওয়ার অধিকার নেই ৷
কেন্দ্রের একাধিক প্রকল্পের কথা এদিন তুলে ধরলেন শুভেন্দু ৷ আর প্রতিটি প্রকল্প থেকে রাজ্যবাসীকে কীভাবে বঞ্চিত হতে হয়েছে সেই বিষয়টি ফের তুলে ধরেন তিনি ৷ তৃণমূলকে আক্রমণ করে বলেন, পশ্চিমবঙ্গে প্রধান সমস্যা হল অর্থনীতির সমস্যা ৷ দশ বছরে আরও ঋণ নিয়ে বাংলাকে দেউলিয়া করে দিয়েছে ৷ বেকার তৈরি হয়েছে ৷ বেকারত্ব থেকে মুক্তি দিতে সরকার পরিবর্তন করতে হবে ৷ "
তিনি জানিয়ে দেন, ডাবল ইঞ্জিন সরকার এলে রাজ্যে উন্নয়ন হবে ৷ প্রধানমন্ত্রী কিষান যোজনা চালু হবে ৷ আমরা আসল পরিবর্তন করি ৷
আরও পড়ুন, মমতার উপর হামলার অভিযোগ, সিবিআই তদন্তের দাবিতে মামলা কলকাতা হাইকোর্টে
পাশাপাশি, মনোনয়ন জমা দেওয়ার আগে জনতার আশীর্বাদ চেয়ে নিয়েছেন তিনি ৷ বলেন, জনতার আর্শীবাদ চাই ৷ আমার পুরো বিশ্বাস এবার বিজেপিকেই ভোট দেবে জনতা ৷ বাংলায় আসল পরিবর্তন আনার জন্য জনতা এবার বিজেপিকেই আনবে ৷ প্রতিযোগিতার কোনও ব্যাপার নেই ৷ বিজেপি 2019-র লোকসভায় 18 টি আসন জিতেছিল ৷ আর এইবার আরও বড় মার্জিনে জিতে একটি মজবুত সরকার গঠন করবে বিজেপি ৷ "