ETV Bharat / state

সিঙ্গুর ছাড়া নন্দীগ্রামে তুফান আসত না, মনে করালেন মমতা

ভুলতে পারি সবার নাম, ভুলব নাকো নন্দীগ্রাম ৷ আজ বারবার মনে করিয়ে দিলেন নন্দীগ্রাম আন্দোলন তাঁর রাজনৈতিক জীবনের সঙ্গে কতটা গভীরভাবে জড়িয়ে ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 9, 2021, 8:00 PM IST

নন্দীগ্রাম, 9 মার্চ : মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে আজ থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন । পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এক নম্বর ব্লকের স্টেট ব্যঙ্ক সংলগ্ন মাঠে একটি কর্মিসভা করেন । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি নন্দীগ্রাম কেন বেছে নিলাম জানেন ? আমি জীবনে অনেক দিন ধরে সিঙ্গুরে আন্দোলন করেছি চাষিদের জমি নিয়ে । সিঙ্গুরে আন্দলোন যখন শুরু হয়, তারপরে নন্দীগ্রামে আন্দলোন শুরু হয় । সিঙ্গুর না হলে নন্দীগ্রামের আন্দোলনে এই তুফান সেদিন আসত না । মনে রাখবেন, সিঙ্গুর নন্দীগ্রামকে আমি যুক্ত করে দিয়েছিলাম ৷

সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন যে তাঁর বাংলার তখতে আসার সিঁড়ি আরও শক্ত করেছে তা আজ বারবার মমতার বক্তৃতা থেকে উঠে এসেছে ৷ বললেন, "ভুলতে পারি সবার নাম, ভুলব নাকো নন্দীগ্রাম ৷" আগের বার যখন নন্দীগ্রামে এসেছিলেন, তখনই জানিয়ে গিয়েছিলেন নন্দীগ্রাম থেকে তিনি ভোটে লড়বেন ৷ নেত্রী কথা রেখেছেন ৷ বিশ্বস্ত শোভনদেবের হাতে ভবানীপুরের দায়িত্ব ছেড়ে নন্দীগ্রাম থেকে ভোটে লড়ছেন ৷

নন্দীগ্রামের সঙ্গে সিঙ্গুরকে মেলালেন মমতা

আরও পড়ুন : সাধারণের অনুমতি নিয়েই মনোনয়নের পথে নন্দীগ্রামের ঘরের মেয়ে মমতা

নন্দীগ্রামে তিনি যে একটি বাড়ি এক বছরের জন্য ভাড়া নিয়েছেন সেই কথাও জানিয়ে দিলেন তিনি ৷ প্রতিশ্রুতি দিলেন, প্রতি তিন মাসে একবার করে আসবেন ৷ পরে নিজের একটি কুঁড়েঘর করে নেবেন বলেও নন্দীগ্রামের মঞ্চ থেকে বললেন তিনি ৷ এতদিন তিনি যে ভবানীপুর থেকে লড়েছেন, সেই ভবানীপুরের উন্নয়নের প্রসঙ্গ টেনে এনে আগামীদিনে নতুন কেন্দ্রকেও মডেল নন্দীগ্রাম করার প্রতিশ্রুতি দিলেন তৃণমূল সুপ্রিমো ৷ আশ্বাস দিলেন নতুন বিশ্ববিদ্যালয়েরও ৷

নন্দীগ্রাম, 9 মার্চ : মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে আজ থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন । পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এক নম্বর ব্লকের স্টেট ব্যঙ্ক সংলগ্ন মাঠে একটি কর্মিসভা করেন । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি নন্দীগ্রাম কেন বেছে নিলাম জানেন ? আমি জীবনে অনেক দিন ধরে সিঙ্গুরে আন্দোলন করেছি চাষিদের জমি নিয়ে । সিঙ্গুরে আন্দলোন যখন শুরু হয়, তারপরে নন্দীগ্রামে আন্দলোন শুরু হয় । সিঙ্গুর না হলে নন্দীগ্রামের আন্দোলনে এই তুফান সেদিন আসত না । মনে রাখবেন, সিঙ্গুর নন্দীগ্রামকে আমি যুক্ত করে দিয়েছিলাম ৷

সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন যে তাঁর বাংলার তখতে আসার সিঁড়ি আরও শক্ত করেছে তা আজ বারবার মমতার বক্তৃতা থেকে উঠে এসেছে ৷ বললেন, "ভুলতে পারি সবার নাম, ভুলব নাকো নন্দীগ্রাম ৷" আগের বার যখন নন্দীগ্রামে এসেছিলেন, তখনই জানিয়ে গিয়েছিলেন নন্দীগ্রাম থেকে তিনি ভোটে লড়বেন ৷ নেত্রী কথা রেখেছেন ৷ বিশ্বস্ত শোভনদেবের হাতে ভবানীপুরের দায়িত্ব ছেড়ে নন্দীগ্রাম থেকে ভোটে লড়ছেন ৷

নন্দীগ্রামের সঙ্গে সিঙ্গুরকে মেলালেন মমতা

আরও পড়ুন : সাধারণের অনুমতি নিয়েই মনোনয়নের পথে নন্দীগ্রামের ঘরের মেয়ে মমতা

নন্দীগ্রামে তিনি যে একটি বাড়ি এক বছরের জন্য ভাড়া নিয়েছেন সেই কথাও জানিয়ে দিলেন তিনি ৷ প্রতিশ্রুতি দিলেন, প্রতি তিন মাসে একবার করে আসবেন ৷ পরে নিজের একটি কুঁড়েঘর করে নেবেন বলেও নন্দীগ্রামের মঞ্চ থেকে বললেন তিনি ৷ এতদিন তিনি যে ভবানীপুর থেকে লড়েছেন, সেই ভবানীপুরের উন্নয়নের প্রসঙ্গ টেনে এনে আগামীদিনে নতুন কেন্দ্রকেও মডেল নন্দীগ্রাম করার প্রতিশ্রুতি দিলেন তৃণমূল সুপ্রিমো ৷ আশ্বাস দিলেন নতুন বিশ্ববিদ্যালয়েরও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.