খেজুরি, 18 মার্চ : পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভা নির্বাচনী কেন্দ্রে হিমাংশু দাসের সমর্থনে সূর্যকান্ত মিশ্র ও আব্বাস সিদ্দকীর সভা করল । খেজুরির পূর্বচড়া এলাকায়য় ওই সভা হয় । সেখানে সাংবাদিক সম্মেলন করলেন ।
তিনি সেখানে একই সুরে তৃণমূল ও বিজেপির৷ তাঁর দাবি, প্রকাশ্যে তৃণমূল ও বিজেপি লড়াই করলেও ভিতরে ভিতরে তাদের মধ্যে সন্ধি হয়ে আছে৷ বর্ষীয়ান এই সিপিএম নেতার কথায়, তৃণমূল ও বিজেপির একটাই পরিবার, সঙ্ঘ পরিবার৷
আরও পড়ুন : স্বাস্থ্যসাথী ইন্টারন্যাশনাল ঢপ, ইমামভাতা বিভাজনের রাজনীতি ; বললেন অসাম্প্রদায়িক আব্বাস
একই সঙ্গে তিনি সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের 10 বছরের সরকারেরও৷ 10 বছর রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনও কাজ করেনি বলে তিনি অভিযোগ করেন৷