তমলুক, 26 ফেব্রুয়ারি : বিজেপির দেওয়াল লিখন মুছে তৃণমূলের দখল করাকে কেন্দ্র করে উত্তেজনা তমলুক শহরে। বিজেপি নেতৃত্ব নতুন করে দেওয়াল লিখন করতে গেলে তাদের উপর হামলা চালানোর চেষ্টার অভিযোগ । ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের।
বিজেপির তরফে জানানো হয়েছে, কয়েকমাস আগে থেকে এলাকার মানুষের কাছ থেকে সম্মতি নিয়ে তমলুক শহরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখনের জন্য দেওয়ালগুলিকে নিয়ে রাখে বিজেপি নেতৃত্ব। গত পরশু ও গতকাল রাতে 16 নম্বর ওয়ার্ডে সমস্ত বিজেপির লেখা দেওয়ালগুলি মুছে তৃণমূলের লিখে দেওয়া হয়। এমনই অভিযোগ বিজেপির। এমনকী, নতুন করে চুন বুলিয়ে খেলা হবে লেখা হয়। দেওয়াল মালিকদেরও ভয় দেখানো হয় বলেও অভিযোগ।
তমলুক শহর তৃণমূলের সভাপতি তথা 16 নম্বর ওয়ার্ডের নেতা চঞ্চল খাঁড়ার নেতৃত্বে এলাকার দুষ্কৃতীরা এই কাজ করে বলে অভিযোগ বিজেপির। আজ সকালে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা নতুন করে দেওয়াল লিখতে গেলে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয় এবং হামলা চালানোর চেষ্টা করে বলেও অভিযোগ তাদের।
যদিও তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর ও প্রাক্তন সহকারী সভাপতি মামুদ হোসেন বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। এটা নব্য ও আদি বিজেপির লড়াই।" যদিও এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা সুকান্ত চৌধুরি বলেন, "আমরা 2020 সাল থেকে দেওয়াল মালিকদের অনুমতি নিয়েই আমরা দেওয়ালে চুন দিই। তারপর জোর পূর্বক তৃণমূলের দুষ্কৃতীরা এসে আমাদের দেওয়াল দখল করে।"