ETV Bharat / state

দেওয়াল লিখন স্পষ্ট, তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে : রাজীব - বিধানসভা নির্বাচন 2021

এগরার সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি , রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রার্থী অরূপ দাস সহ বিজেপির একাংশের নেতা । বিজেপির নির্বাচনী প্রচারের এই সভা জনগণের বিচারে কার্যত সুপার ফ্লপ বলাই যায় । যদিও সভায় লোক না হওয়ার জন্য বিজেপি নেতৃত্বরা, তৃণমূলকেই দায়ী করে ।

রাজীব
রাজীব
author img

By

Published : Mar 15, 2021, 10:58 PM IST

এগরা, 15 মার্চ : দেওয়াল লিখন স্পষ্ট, 2021-এ তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে । পূর্ব মেদিনীপুরের এগরায় সভা করতে এসে এমনই মন্তব্য করলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

সোমবার এগরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ দাসের সমর্থনে এগরা হাই স্কুল মাঠে বিজেপির নির্বাচনী সভা হয় । সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি , রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রার্থী অরূপ দাস সহ বিজেপির একাংশের নেতা । বিজেপির নির্বাচনী প্রচারের এই সভা জনগণের বিচারে কার্যত সুপার ফ্লপ বলাই যায় । যদিও সভায় লোক না হওয়ার জন্য বিজেপি নেতৃত্বরা, তৃণমূলকেই দায়ী করে । সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "লোক দেখিয়ে যদি ভোট হতো, তাহলে তৃণমূল কংগ্রেস অনেক আগেই নির্বাচনে জিততে পারত । " তৃণমূলের বিরুদ্ধে ধমকে চমকে এবং সন্ত্রাস তৈরি করে ভোট দেওয়ার কথা বলেন তিনি । তিনি বলেন, " রাজনীতি তো খেলার ময়দান নয় । খেলা হবে তার মানেটা কি?" জনসমর্থন না থাকায়, ভয় দেখিয়ে ধমকে চমকে মানুষের ভোট অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলেন একসময়ের তৃণমূলের নেতা ।

বিজেপির নির্বাচনী প্রচারে রাজীব বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : প্রার্থী দিতে তৃণমূলের বিতাড়িতরা ভরসা বিজেপির, কটাক্ষ অভিষেকের

প্রাক্তন বনমন্ত্রী শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাঁরা বিজেপির জনসভায় যাতে লোক আসতে না পারে তাই তৃণমূল তাদের গাড়ি আটকে দিচ্ছে । তিনি আরও বলেন, শাসক দল এখনও দেওয়াল লিখন পড়তে পারেনি । দেওয়াল লিখন স্পষ্ট, 2021 তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার বিষয়ে রাজীব, তাঁর প্রাক্তন নেত্রীর দ্রুত সেরে ওঠার বিষয় বলেন । কিন্তু এই ঘটনায় চক্রান্ত খুঁজছেন যারা, তাদের বিরুদ্ধে সরব হন ।

এগরা, 15 মার্চ : দেওয়াল লিখন স্পষ্ট, 2021-এ তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে । পূর্ব মেদিনীপুরের এগরায় সভা করতে এসে এমনই মন্তব্য করলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

সোমবার এগরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ দাসের সমর্থনে এগরা হাই স্কুল মাঠে বিজেপির নির্বাচনী সভা হয় । সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি , রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রার্থী অরূপ দাস সহ বিজেপির একাংশের নেতা । বিজেপির নির্বাচনী প্রচারের এই সভা জনগণের বিচারে কার্যত সুপার ফ্লপ বলাই যায় । যদিও সভায় লোক না হওয়ার জন্য বিজেপি নেতৃত্বরা, তৃণমূলকেই দায়ী করে । সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "লোক দেখিয়ে যদি ভোট হতো, তাহলে তৃণমূল কংগ্রেস অনেক আগেই নির্বাচনে জিততে পারত । " তৃণমূলের বিরুদ্ধে ধমকে চমকে এবং সন্ত্রাস তৈরি করে ভোট দেওয়ার কথা বলেন তিনি । তিনি বলেন, " রাজনীতি তো খেলার ময়দান নয় । খেলা হবে তার মানেটা কি?" জনসমর্থন না থাকায়, ভয় দেখিয়ে ধমকে চমকে মানুষের ভোট অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলেন একসময়ের তৃণমূলের নেতা ।

বিজেপির নির্বাচনী প্রচারে রাজীব বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : প্রার্থী দিতে তৃণমূলের বিতাড়িতরা ভরসা বিজেপির, কটাক্ষ অভিষেকের

প্রাক্তন বনমন্ত্রী শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাঁরা বিজেপির জনসভায় যাতে লোক আসতে না পারে তাই তৃণমূল তাদের গাড়ি আটকে দিচ্ছে । তিনি আরও বলেন, শাসক দল এখনও দেওয়াল লিখন পড়তে পারেনি । দেওয়াল লিখন স্পষ্ট, 2021 তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার বিষয়ে রাজীব, তাঁর প্রাক্তন নেত্রীর দ্রুত সেরে ওঠার বিষয় বলেন । কিন্তু এই ঘটনায় চক্রান্ত খুঁজছেন যারা, তাদের বিরুদ্ধে সরব হন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.