ETV Bharat / state

জারি সতর্কতা , সকাল থেকে ঝিরঝির বৃষ্টি দিঘায় - Digha news

নিম্নচাপের জেরে দিঘায় আকাশ মেঘলা । জারি হয়েছে সতর্কতা । বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে ।

digha
digha
author img

By

Published : Oct 22, 2020, 4:51 PM IST

দিঘা, 22 অক্টোবর : পুজোর শুরুতেই দিঘায় জারি সতর্কতা । সকাল থেকে মেঘলা আকাশ । চলছে ঝিরঝির বৃষ্টি । গত রাত থেকে মাইকে প্রচার করে সতর্কতা জারি করেছে প্রশাসন ।

দিঘা সহ সমুদ্র উপকূল এলাকায় 22 ও 23 অক্টোবর গভীর নিম্নচাপের কারণে ভারি বৃষ্টি হতে পারে । উত্তাল হতে পারে সমুদ্র । তাই সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধ করা হয়েছে । যেসব ট্রলার মৎস্য শিকারের জন্য গভীর সমুদ্র চলে গিয়েছে, তাদের নিরাপদস্থানে ফিরে আসতে বলা হয়েছে ।

Digha
মাইকে চলছে সতর্কতা প্রচার

পুজোর মরশুমে দিঘায় অনেক পর্যটক বেড়াতে এসেছেন । তাঁদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে । সমুদ্র সৈকতে নিরাপত্তার জন্য অতিরিক্ত সিভিক ভলান্টিয়ার ও পুলিশ মোতায়েন করা হয়েছে ।

কী পরিস্থিতি দিঘায় ?

দিঘা ফিশারমেন অ্যান্ড ফিস ট্রেড্রাস অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, "দিঘা পেটুয়া ঘাট মিলে প্রায় 1500 ট্রলার আছে । প্রায় সবকটি ফিরে এসেছে । বাকি যে ট্রলারগুলি থেকে গেছে তারা আজ জোয়ারে চলে আসবে ।

দিঘা, 22 অক্টোবর : পুজোর শুরুতেই দিঘায় জারি সতর্কতা । সকাল থেকে মেঘলা আকাশ । চলছে ঝিরঝির বৃষ্টি । গত রাত থেকে মাইকে প্রচার করে সতর্কতা জারি করেছে প্রশাসন ।

দিঘা সহ সমুদ্র উপকূল এলাকায় 22 ও 23 অক্টোবর গভীর নিম্নচাপের কারণে ভারি বৃষ্টি হতে পারে । উত্তাল হতে পারে সমুদ্র । তাই সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধ করা হয়েছে । যেসব ট্রলার মৎস্য শিকারের জন্য গভীর সমুদ্র চলে গিয়েছে, তাদের নিরাপদস্থানে ফিরে আসতে বলা হয়েছে ।

Digha
মাইকে চলছে সতর্কতা প্রচার

পুজোর মরশুমে দিঘায় অনেক পর্যটক বেড়াতে এসেছেন । তাঁদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে । সমুদ্র সৈকতে নিরাপত্তার জন্য অতিরিক্ত সিভিক ভলান্টিয়ার ও পুলিশ মোতায়েন করা হয়েছে ।

কী পরিস্থিতি দিঘায় ?

দিঘা ফিশারমেন অ্যান্ড ফিস ট্রেড্রাস অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, "দিঘা পেটুয়া ঘাট মিলে প্রায় 1500 ট্রলার আছে । প্রায় সবকটি ফিরে এসেছে । বাকি যে ট্রলারগুলি থেকে গেছে তারা আজ জোয়ারে চলে আসবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.