ETV Bharat / state

তাজপুর সমুদ্র বন্দর তৈরি নিয়ে দড়ি টানাটানি বিজেপি-তৃণমূলের

ভোটের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে তাজপুর গভীর সমুদ্র বন্দর নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মান্ডব্য পূর্ব মেদিনীপুরে গিয়ে বললেন, রাজ্য সরকার চাইলেই ওই বন্দর গড়ে দেবে কেন্দ্র।

we will build tajpur sea port, says Union Minister of State for Ports and Shipping Mansukh Mandaviya
তাজপুর সমুদ্র বন্দর তৈরি নিয়ে দড়ি টানাটানি বিজেপি-তৃণমূলের
author img

By

Published : Feb 28, 2021, 12:50 PM IST

তাজপুর, 28 ফেব্রুয়ারি : তাজপুর গভীর সমুদ্র বন্দর রাজ্য সরকার চাইলে আমরা বানিয়ে দেব । পূর্ব মেদিনীপুরে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মান্ডব্য ।

পূর্ব মেদিনীপুর গুরুত্বপূর্ণ এই জেলায় ভোটের ফসল নিজেদের ঘরে তোলার লক্ষ্য নিয়েই এ বার কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি শুরু হল । কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মান্ডব্য 210 বিধানসভার নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের অন্তর্গত গোকুলনগর স্কুল মাঠে বিজেপির মহিলা মোর্চার মাতৃ শক্তি সম্মেলনের সমাপ্তিতে উপস্থিত ছিলেন । এরপর কাঁথির জনমঙ্গল সভাকক্ষে এক কর্মিসভায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে, বাংলায় পরিবর্তন আসন্ন । গত তিনদিন ধরে আমি পশ্চিম বাংলায় আমাদের কর্মীদের উৎসাহিত করার জন্য আছি, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করছি। বাড়ি বাড়ি যাওয়া, চায়ে পে চর্চা-সহ প্রচুর মানুষের সঙ্গে আলাপচারিতা হল । যা বুঝতে পারলাম, বাংলার মানুষ রাজনৈতিক পরিবর্তন চাইছে । বাংলার কৃষকরা নিজেদের হক পাওনা চাইছে । কৃষক সম্মান পাচ্ছে না এবং বাংলায় এতদিন কিষান নিধি প্রকল্প শুরু করা হয়নি কেন তা জানতে চাইছেন এখানকার কৃষকরা । আয়ুষ্মান ভারত প্রকল্প কেন শুরু হয়নি তা নিয়ে দুঃখ প্রকাশ করছেন বাংলার মানুষ ।''

আরও পড়ুন: তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণে রাজ্যকে সাহায্যে প্রস্তুত কেন্দ্র

তাজপুর গভীর সমুদ্র বন্দর নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ''রাজ্য সরকার চাইলে আমরা তা বানিয়ে দেব। গত 10 বছরে তাঁরা তৈরি করেননি কেন ?'' যদিও এ বিষয়ে তৃণমূলের জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, ''আসলে ওঁরা সঠিক তথ্য জানেন না । রাজ্য সরকার যে সকল উন্নয়নের কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় উন্নয়ন হয়েছে। আর তিনি জানেন না কেন্দ্র সরকার তাজপুর বন্দরের জন্য 50% টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল । কিন্তু কেন্দ্র সরকার দেইনি বলেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, পুরো টাকাটা রাজ্য সরকারই দিয়ে বন্দর তৈরি করবে । বন্দরের কাজও শুরু হয়েছে ।''

তাজপুর, 28 ফেব্রুয়ারি : তাজপুর গভীর সমুদ্র বন্দর রাজ্য সরকার চাইলে আমরা বানিয়ে দেব । পূর্ব মেদিনীপুরে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মান্ডব্য ।

পূর্ব মেদিনীপুর গুরুত্বপূর্ণ এই জেলায় ভোটের ফসল নিজেদের ঘরে তোলার লক্ষ্য নিয়েই এ বার কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি শুরু হল । কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মান্ডব্য 210 বিধানসভার নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের অন্তর্গত গোকুলনগর স্কুল মাঠে বিজেপির মহিলা মোর্চার মাতৃ শক্তি সম্মেলনের সমাপ্তিতে উপস্থিত ছিলেন । এরপর কাঁথির জনমঙ্গল সভাকক্ষে এক কর্মিসভায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে, বাংলায় পরিবর্তন আসন্ন । গত তিনদিন ধরে আমি পশ্চিম বাংলায় আমাদের কর্মীদের উৎসাহিত করার জন্য আছি, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করছি। বাড়ি বাড়ি যাওয়া, চায়ে পে চর্চা-সহ প্রচুর মানুষের সঙ্গে আলাপচারিতা হল । যা বুঝতে পারলাম, বাংলার মানুষ রাজনৈতিক পরিবর্তন চাইছে । বাংলার কৃষকরা নিজেদের হক পাওনা চাইছে । কৃষক সম্মান পাচ্ছে না এবং বাংলায় এতদিন কিষান নিধি প্রকল্প শুরু করা হয়নি কেন তা জানতে চাইছেন এখানকার কৃষকরা । আয়ুষ্মান ভারত প্রকল্প কেন শুরু হয়নি তা নিয়ে দুঃখ প্রকাশ করছেন বাংলার মানুষ ।''

আরও পড়ুন: তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণে রাজ্যকে সাহায্যে প্রস্তুত কেন্দ্র

তাজপুর গভীর সমুদ্র বন্দর নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ''রাজ্য সরকার চাইলে আমরা তা বানিয়ে দেব। গত 10 বছরে তাঁরা তৈরি করেননি কেন ?'' যদিও এ বিষয়ে তৃণমূলের জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, ''আসলে ওঁরা সঠিক তথ্য জানেন না । রাজ্য সরকার যে সকল উন্নয়নের কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় উন্নয়ন হয়েছে। আর তিনি জানেন না কেন্দ্র সরকার তাজপুর বন্দরের জন্য 50% টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল । কিন্তু কেন্দ্র সরকার দেইনি বলেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, পুরো টাকাটা রাজ্য সরকারই দিয়ে বন্দর তৈরি করবে । বন্দরের কাজও শুরু হয়েছে ।''

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.