ETV Bharat / state

Jagdeep Dhankhar in Haldia :হলদিয়ায় এসে সিন্ডিকেটরাজ নিয়ে তোপ রাজ্যপালের - রাজ্যপাল জগদীপ ধনকড়

শিল্পনগরী হলদিয়ায় স্ত্রীকে নিয়ে এলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এখানে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ রাজ্যে সিন্ডিকেট ও মাফিয়ারাজ চলছে বলে অভিযোগ করেন রাজ্যপাল (Jagdeep Dhankhar in Haldia) ৷

Haldia Syama Prasad Mookerjee Port
হলদিয়ায় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট
author img

By

Published : May 5, 2022, 12:12 PM IST

হলদিয়া, 5 মে : আগামী মাসে পূর্ব মেদিনীপুরে আসার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । তার আগে বুধবার সড়কপথে সস্ত্রীক জেলার শিল্পনগরী হলদিয়ায় এলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এখানে সিন্ডিকেটরাজ নিয়ে তোপ দাগলেন তিনি (WB Governor Jagdeep Dhankhar visits Haldia Purba Medinipur) ।

রাজ্যপাল বলেন, "হাইকোর্ট সিন্ডিকেট এবং মাফিয়ারাজ নিয়ে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে । রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এই বিষয় নিয়ে । তবে সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছে । রাজ্যে সিন্ডিকেট এবং মাফিয়ারাজ চলছে ।"

মঙ্গলবার রাতে টুইট করে হলদিয়া সফরের কথা জানিয়েছিলেন রাজ্যপাল । গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ হলদিয়া বন্দরের অতিথি নিবাসে এসে উপস্থিত হন রাজ্যপাল ও তাঁর স্ত্রী । সেখানে সিআইএসএফ-এর পক্ষ থেকে রাজ্যপালকে 'গার্ড অব অনার' দেওয়া হয় । প্রায় এক ঘণ্টা কাটানোর পর হলদিয়া বন্দর পরিদর্শনে যান তিনি । জলযানে বেশ কিছুটা এলাকা পরিদর্শন করেন জগদীপ ধনকড় ।

হলদিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল জগদীপ ধনকড়

আরও পড়ুন : Dhankhar praises Mamata at BGBS 2022: বাণিজ্য সম্মেলনে ধনকড়ের মুখে মোদি উবাচ, দরাজ প্রশংসা মমতার

এরপর ফের অতিথি নিবাসে ফিরে শিল্পকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি । পরে আইওসির নতুন প্লান্ট পরিদর্শন এবং চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমের নতুন প্রকল্পের সূচনা করেন তিনি । ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "চরম বর্বরতা, হিংসার সাক্ষী গোটা রাজ্য, যা আগে দেখা যায়নি । হিংসার চরম নিদর্শন শুধু মানবাধিকারকেই ক্ষুণ্ণ করেনি, ডাকাতি, খুন, ধর্ষণ, রাহাজানির ঘটনাও ঘটেছে । কিন্তু গণমাধ্যম চুপ করে থাকল ।"

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম বলে উল্লেখ করেন ধনকড় ৷ কিন্তু ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে মিডিয়ার তীব্র সমালোচনাও করেন তিনি ৷ মিডিয়ার লোকজন এতটাই পঙ্গু, তারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, বর্বরতা ঘটনা, গণতন্ত্রের খুন হওয়া দেখেও কাজে তার কোনও প্রতিফলন ঘটাল না । তিনি বলেন, "আমি প্রত্যেকের কাছে আবেদন করছি, বিশ্বে পরিবর্তন হচ্ছে । ভারতেও হচ্ছে । ভারত এগোচ্ছে ও বিশ্বের দরবারে নিজের জায়গা করে নিচ্ছে । সবদিকে ভারত বাণিজ্যে প্রসার ঘটাচ্ছে ।"

হলদিয়া, 5 মে : আগামী মাসে পূর্ব মেদিনীপুরে আসার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । তার আগে বুধবার সড়কপথে সস্ত্রীক জেলার শিল্পনগরী হলদিয়ায় এলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এখানে সিন্ডিকেটরাজ নিয়ে তোপ দাগলেন তিনি (WB Governor Jagdeep Dhankhar visits Haldia Purba Medinipur) ।

রাজ্যপাল বলেন, "হাইকোর্ট সিন্ডিকেট এবং মাফিয়ারাজ নিয়ে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে । রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এই বিষয় নিয়ে । তবে সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছে । রাজ্যে সিন্ডিকেট এবং মাফিয়ারাজ চলছে ।"

মঙ্গলবার রাতে টুইট করে হলদিয়া সফরের কথা জানিয়েছিলেন রাজ্যপাল । গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ হলদিয়া বন্দরের অতিথি নিবাসে এসে উপস্থিত হন রাজ্যপাল ও তাঁর স্ত্রী । সেখানে সিআইএসএফ-এর পক্ষ থেকে রাজ্যপালকে 'গার্ড অব অনার' দেওয়া হয় । প্রায় এক ঘণ্টা কাটানোর পর হলদিয়া বন্দর পরিদর্শনে যান তিনি । জলযানে বেশ কিছুটা এলাকা পরিদর্শন করেন জগদীপ ধনকড় ।

হলদিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল জগদীপ ধনকড়

আরও পড়ুন : Dhankhar praises Mamata at BGBS 2022: বাণিজ্য সম্মেলনে ধনকড়ের মুখে মোদি উবাচ, দরাজ প্রশংসা মমতার

এরপর ফের অতিথি নিবাসে ফিরে শিল্পকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি । পরে আইওসির নতুন প্লান্ট পরিদর্শন এবং চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমের নতুন প্রকল্পের সূচনা করেন তিনি । ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "চরম বর্বরতা, হিংসার সাক্ষী গোটা রাজ্য, যা আগে দেখা যায়নি । হিংসার চরম নিদর্শন শুধু মানবাধিকারকেই ক্ষুণ্ণ করেনি, ডাকাতি, খুন, ধর্ষণ, রাহাজানির ঘটনাও ঘটেছে । কিন্তু গণমাধ্যম চুপ করে থাকল ।"

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম বলে উল্লেখ করেন ধনকড় ৷ কিন্তু ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে মিডিয়ার তীব্র সমালোচনাও করেন তিনি ৷ মিডিয়ার লোকজন এতটাই পঙ্গু, তারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, বর্বরতা ঘটনা, গণতন্ত্রের খুন হওয়া দেখেও কাজে তার কোনও প্রতিফলন ঘটাল না । তিনি বলেন, "আমি প্রত্যেকের কাছে আবেদন করছি, বিশ্বে পরিবর্তন হচ্ছে । ভারতেও হচ্ছে । ভারত এগোচ্ছে ও বিশ্বের দরবারে নিজের জায়গা করে নিচ্ছে । সবদিকে ভারত বাণিজ্যে প্রসার ঘটাচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.