ETV Bharat / state

টানা বৃষ্টির জেরে জলমগ্ন কাঁথি মহকুমা হাসপাতাল চত্বর - জলমগ্ন কাঁথি মহকুমা হাসপাতাল চত্বর

কাল রাত থেকেই বৃষ্টি চলছে । ফলে মহকুমা হাসপাতাল যাওয়ার রাস্তা দারুয়া কপালকুণ্ডলার কাছে কোথাও কোমর সমান আবার কোথাও হাঁটু সমান জল । এর জেরে অটো , টোটো , রিকশা , সাইকেল, মোটরসাইকেল , গাড়ির চাকা জলে ডুবে যাচ্ছে । শুধু মহকুমা হাসপাতাল রোড নয় , মহকুমা হাসপাতাল থেকে দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের ভবানী মোড় পর্যন্ত পূর্ত দপ্তরের রাস্তা খানাখন্দ পূর্ণ হয়ে জলাশয়ের রূপ নিয়েছে । এর ফলে সবথেকে বেশি সমস্যায় পড়ছে রোগীরা ।

Kanthi hospital road
জলমগ্ন কাঁথি মহকুমা হাসপাতাল চত্বর
author img

By

Published : Oct 3, 2020, 2:57 PM IST

কাঁথি , 3 অক্টোবর : টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল কাঁথি মহকুমা হাসপাতাল চত্বর । গতকাল রাত থেকে টানা বৃষ্টির জেরে হাসপাতাল যাওয়ার রাস্তা জলমগ্ন । ফলে সাধারণ মানুষ, পড়ুয়া, রোগী দুর্ভোগের শিকার হচ্ছে ।

কাল রাত থেকেই বৃষ্টি চলছে । ফলে মহকুমা হাসপাতাল যাওয়ার রাস্তা দারুয়া কপালকুণ্ডলার কাছে কোথাও কোমর সমান আবার কোথাও হাঁটু সমান জল । এর জেরে অটো , টোটো , রিকশা , সাইকেল, মোটরসাইকেল , গাড়ির চাকা জলে ডুবে যাচ্ছে । শুধু মহকুমা হাসপাতাল রোড নয় , মহকুমা হাসপাতাল থেকে দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের ভবানী মোড় পর্যন্ত পূর্ত দপ্তরের রাস্তা খানাখন্দ পূর্ণ হয়ে জলাশয়ের রূপ নিয়েছে । এর ফলে সবথেকে বেশি সমস্যায় পড়ছে রোগীরা ।

টানা বৃষ্টির জেরে জলমগ্ন কাঁথি মহকুমা হাসপাতাল চত্বর , সমস্যায় পড়েছে রোগীরা

স্থানীয় এক বাসিন্দা শেখ আসলাম বলেন, "গতকাল রাত থেকে টানা বৃষ্টির জেরে আমাদের ঘরবাড়ি, রাস্তাঘাট ডুবে গেছে । এমনকী , বাড়ির ভেতরে জল ঢুকতে শুরু করেছে ।" এই বিষয়ে CPI(M) নেতা মামুদ হোসেন বলেন , " গতকাল রাত থেকে টানা বৃষ্টির জেরে মহকুমা হাসপাতাল চত্বর সহ হাসপাতাল যাওয়ার রাস্তা জলমগ্ন । আমি রাজ্যের মুখ্যসচিব ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের কাছে ই-মেইল মারফত অভিযোগ করেছি । তাঁদের জানিয়েছি , অনেক দূরদূরান্ত থেকে মানুষ রোগী নিয়ে আসেন । জলনিকাশি ব্যবস্থা ঠিক না হওয়ার কারণে সাধারন মানুষকে বিপদের সম্মুখীন হতে হচ্ছে । "

এলাকার বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য বলেন, "বৃষ্টি হচ্ছে, এলাকার পৌরসভাও কাজ করছে । " আর তাঁর দীর্ঘদিন এলাকায় না আসার ব্যাপারে এলাকাবাসীদের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, " আমি এই লকডাউনের জন্য যেতে পারিনি । কিন্তু সবসময় এলাকার খবর রাখি ।"

কাঁথি , 3 অক্টোবর : টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল কাঁথি মহকুমা হাসপাতাল চত্বর । গতকাল রাত থেকে টানা বৃষ্টির জেরে হাসপাতাল যাওয়ার রাস্তা জলমগ্ন । ফলে সাধারণ মানুষ, পড়ুয়া, রোগী দুর্ভোগের শিকার হচ্ছে ।

কাল রাত থেকেই বৃষ্টি চলছে । ফলে মহকুমা হাসপাতাল যাওয়ার রাস্তা দারুয়া কপালকুণ্ডলার কাছে কোথাও কোমর সমান আবার কোথাও হাঁটু সমান জল । এর জেরে অটো , টোটো , রিকশা , সাইকেল, মোটরসাইকেল , গাড়ির চাকা জলে ডুবে যাচ্ছে । শুধু মহকুমা হাসপাতাল রোড নয় , মহকুমা হাসপাতাল থেকে দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের ভবানী মোড় পর্যন্ত পূর্ত দপ্তরের রাস্তা খানাখন্দ পূর্ণ হয়ে জলাশয়ের রূপ নিয়েছে । এর ফলে সবথেকে বেশি সমস্যায় পড়ছে রোগীরা ।

টানা বৃষ্টির জেরে জলমগ্ন কাঁথি মহকুমা হাসপাতাল চত্বর , সমস্যায় পড়েছে রোগীরা

স্থানীয় এক বাসিন্দা শেখ আসলাম বলেন, "গতকাল রাত থেকে টানা বৃষ্টির জেরে আমাদের ঘরবাড়ি, রাস্তাঘাট ডুবে গেছে । এমনকী , বাড়ির ভেতরে জল ঢুকতে শুরু করেছে ।" এই বিষয়ে CPI(M) নেতা মামুদ হোসেন বলেন , " গতকাল রাত থেকে টানা বৃষ্টির জেরে মহকুমা হাসপাতাল চত্বর সহ হাসপাতাল যাওয়ার রাস্তা জলমগ্ন । আমি রাজ্যের মুখ্যসচিব ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের কাছে ই-মেইল মারফত অভিযোগ করেছি । তাঁদের জানিয়েছি , অনেক দূরদূরান্ত থেকে মানুষ রোগী নিয়ে আসেন । জলনিকাশি ব্যবস্থা ঠিক না হওয়ার কারণে সাধারন মানুষকে বিপদের সম্মুখীন হতে হচ্ছে । "

এলাকার বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য বলেন, "বৃষ্টি হচ্ছে, এলাকার পৌরসভাও কাজ করছে । " আর তাঁর দীর্ঘদিন এলাকায় না আসার ব্যাপারে এলাকাবাসীদের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, " আমি এই লকডাউনের জন্য যেতে পারিনি । কিন্তু সবসময় এলাকার খবর রাখি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.