কাঁথি, 6 সেপ্টেম্বর: আসছে দুর্গাপুজো ৷ শুরু হবে 'পুজোর লড়াই' ৷ পাড়ায় পাড়ায় পুজো উদ্যোক্তাদের মধ্যে চলবে একে অপরকে টেক্কা দিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নেওয়ার লড়াই ৷ কিন্তু সেই লড়াই শুরুর আগে তমলুকের নিমতৌড়ির ভারত সংঘের পুজোয় শুরু হয়েছে উদ্বোধনের লড়াই ৷ মণ্ডপের ফিতে কে কাটবেন তা নিয়ে এই লড়াই এমন পর্যায়ে পৌঁছেছে যে বিষয়টি নিয়ে ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অর্থাৎ এই ভোটে যে গোষ্ঠী জিতবে, সেই গোষ্ঠীর নেতা করবেন এবারের ভারত সংঘের পুজোর উদ্বোধন (Puja opening of Tamluk Bharat Sangha) ৷
এই তিন গোষ্ঠীর নেতারাও 'হেভিওয়েট'৷ একদিকে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে তাঁর ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ৷ আবার আছেন অপর এক গোষ্ঠীর নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রও ৷ ফলে পুজো এক, ক্লাব এক, স্থান এক কিন্তু গোষ্ঠী তিন, নেতা তিন ৷ যার নিট ফল পুজোর উদ্বোধন নিয়েও এবার ভোটাভুটি ৷ মঙ্গলবার রাতেই এই ভোট হওয়ার কথা ৷ গোষ্ঠী কোন্দল মেটাতে এমন সিদ্ধান্তই নিয়েছে ভারত সংঘ ক্লাব ৷ তার পরেই জানা যাবে কোন হেভিওয়েট নেতা এই পুজোর উদ্বোধনের সুযোগ পাবেন (voting will be held to take decision on puja opening of Tamluk Bharat Sangha) ৷
আরও পড়ুন: নালিকুলের সিংহবাড়িতে পুজোর জোগাড় করেন ছেলেরা, মেয়েরা থাকেন 'ছুটিতে'
পূর্ব মেদিনীপুরের তমলুক থানার নিমতৌড়ি এলাকার ভারত সংঘের পুজো এবার 14 তম বর্ষে পড়ছে ৷ এই পুজোর সূচনার সময় এখানকার উপদেষ্টা কমিটিতে ছিলেন সিপিএম নেতা লক্ষণ শেঠ । কিন্তু 2011 সালে রাজ্যে পালাবদল পর সেই জায়গায় বসানো হয় তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে ৷ পরে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপি'তে যাওয়ার পর গত বছর এই পুজোর উদ্বোধন করেছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ (Tamluk Bharat Sangha Durga Puja) ৷
আরও পড়ুন: গণেশ নয়, কলা বৌ থাকে কার্তিকের পাশে! সিপাহি বিদ্রোহের স্মৃতি বইছে রায়গঞ্জের এই পুজো
কিন্তু এবার নিজেদের নেতাকে নিয়ে এসে এই পুজোর মণ্ডপের ফিতে কাটানোর ইচ্ছে রয়েছে এই তিন গোষ্ঠীর সদস্যদের ৷ আর তাই কোন গোষ্ঠীর ইচ্ছে পূরণ হবে, জিতবেন কে তা ঠিক করতেই এবার ভোট ভারত সংঘের পুজোয় ৷ এই প্রসঙ্গে ক্লাবের সভাপতি শত্রুঘ্ন জানা বলেন, "প্যান্ডেলের ফিতে কাটায় আজকে ভোটাভুটি রয়েছে, এই নিয়ে বেশিকিছু মন্তব্য করব না ।" মঙ্গলবার রাতেই বোঝা যাবে এবারে ভারত সংঘের পুজো মণ্ডপের ফিতে কে কাটাবেন ! সৌমেন মহাপাত্র না শুভেন্দু অধিকারী নাকি শিঁকে ছিঁড়বে দিব্যেন্দু অধিকারীর কপালে ৷