ETV Bharat / state

রাস্তার কাজ বন্ধের প্রতিবাদে শ্লীলতাহানির অভিযোগ, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে প্রচার - Cutmoney

রাস্তার কাজ বন্ধের প্রতিবাদ করায় শ্লীলতাহানির অভিযোগ ৷ প্রতিবাদে পঞ্চায়েত সদস্য অঞ্জনা মিশ্র ত্রিপাঠীর বিরুদ্ধে মাইকে প্রচার শুরু করল গ্রামবাসীরা ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 13, 2019, 3:30 PM IST

কাঁথি, 13 অগাস্ট : গ্রামে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন পঞ্চায়েত সদস্য । এমন কী বন্ধ করার কারণ জানতে চাইলে গ্রামবাসীদের বিরুদ্ধে ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগ তোলেন তিনি । ঘটনায় প্রতিবাদে ওই পঞ্চায়েত সদস্য অঞ্জনা মিশ্র ত্রিপাঠীর বিরুদ্ধে মাইকে প্রচার শুরু করল গ্রামবাসীরা । তাদের অভিযোগ, অনেকের কাছ থেকে 20000 টাকা করে মোট সতেরো লাখ টাকা কাটমানি নিয়েছে এই পঞ্চায়েত সদস্য ।

"MGN"ও " EGS" প্রকল্পের নামে কাঁথির 2 নম্বর ব্লকের বামুনিয়া ও চালতি অঞ্চলে মাঝে ঢালাই রাস্তা বানানোর জন্য এলাকার অনেকের কাছ থেকে টাকা তোলে পূর্ব ঝাওয়ার গ্রামের এই পঞ্চায়েত সদস্য । অভিযোগ, পেশায় ঠিকাদার দেবাশিস দাসের থেকে রাস্তা তৈরি করে দেওয়ার নাম করে প্রথমে 70 হাজার টাকা কাটমানি চাওয়া হয় । দেবাশিসবাবু 40 হাজার টাকা দিলেও বাকি 30 হাজার দিতে পারেননি । সেকারণেই না কি কাজ শুরু হলেও হঠাৎই মাঝে রাস্তার কাজ বন্ধ করে দেয় অঞ্জনা । গ্রামবাসীরা জুনপুট কোস্টাল থানায় ডেপুটেশন জমা দিলে তাদের বিরুদ্ধে উলটে অঞ্জনা শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ তোলে । তারপরই গ্রামবাসীরা অভিযোগ তুলে নেওয়ার জন্য ও তার পদত্যাগের দাবিতে মাইক নিয়ে প্রচার করতে শুরু করে ।

অপরদিকে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে অঞ্জনা মিশ্র ত্রিপাঠী । জানান, রাস্তার কাজ নিয়ম মেনে হচ্ছিল না তাই তিনি বাধা দিয়েছেন । আর যতজন তার প্রতিবাদ করছে সবাই তার বিরোধী । এর মধ্যে অনেকে আবার বহিরাগত । এই বিরোধীরা তার প্রতি ষড়যন্ত্র করে তাকে মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে বলে পালটা অভিযোগ তোলে অঞ্জনা ।

কাঁথি দু'নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানা জানান, গ্রামবাসীদের অভিযোগটি তিনি খতিয়ে দেখবেন । পাশাপাশি যদি বিষয়টি সত্যি হয় তাহলে এই পঞ্চায়েত সদস্য কেন এরকম করেছেন তার জন্য দলীয় পর্যায়ে একটা আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি । তবে, পক্ষান্তরে তিনি কিছুটা হলেও স্বীকার করছেন যে গ্রামবাসীদের অভিযোগ ঠিক ।

কাঁথি, 13 অগাস্ট : গ্রামে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন পঞ্চায়েত সদস্য । এমন কী বন্ধ করার কারণ জানতে চাইলে গ্রামবাসীদের বিরুদ্ধে ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগ তোলেন তিনি । ঘটনায় প্রতিবাদে ওই পঞ্চায়েত সদস্য অঞ্জনা মিশ্র ত্রিপাঠীর বিরুদ্ধে মাইকে প্রচার শুরু করল গ্রামবাসীরা । তাদের অভিযোগ, অনেকের কাছ থেকে 20000 টাকা করে মোট সতেরো লাখ টাকা কাটমানি নিয়েছে এই পঞ্চায়েত সদস্য ।

"MGN"ও " EGS" প্রকল্পের নামে কাঁথির 2 নম্বর ব্লকের বামুনিয়া ও চালতি অঞ্চলে মাঝে ঢালাই রাস্তা বানানোর জন্য এলাকার অনেকের কাছ থেকে টাকা তোলে পূর্ব ঝাওয়ার গ্রামের এই পঞ্চায়েত সদস্য । অভিযোগ, পেশায় ঠিকাদার দেবাশিস দাসের থেকে রাস্তা তৈরি করে দেওয়ার নাম করে প্রথমে 70 হাজার টাকা কাটমানি চাওয়া হয় । দেবাশিসবাবু 40 হাজার টাকা দিলেও বাকি 30 হাজার দিতে পারেননি । সেকারণেই না কি কাজ শুরু হলেও হঠাৎই মাঝে রাস্তার কাজ বন্ধ করে দেয় অঞ্জনা । গ্রামবাসীরা জুনপুট কোস্টাল থানায় ডেপুটেশন জমা দিলে তাদের বিরুদ্ধে উলটে অঞ্জনা শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ তোলে । তারপরই গ্রামবাসীরা অভিযোগ তুলে নেওয়ার জন্য ও তার পদত্যাগের দাবিতে মাইক নিয়ে প্রচার করতে শুরু করে ।

অপরদিকে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে অঞ্জনা মিশ্র ত্রিপাঠী । জানান, রাস্তার কাজ নিয়ম মেনে হচ্ছিল না তাই তিনি বাধা দিয়েছেন । আর যতজন তার প্রতিবাদ করছে সবাই তার বিরোধী । এর মধ্যে অনেকে আবার বহিরাগত । এই বিরোধীরা তার প্রতি ষড়যন্ত্র করে তাকে মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে বলে পালটা অভিযোগ তোলে অঞ্জনা ।

কাঁথি দু'নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানা জানান, গ্রামবাসীদের অভিযোগটি তিনি খতিয়ে দেখবেন । পাশাপাশি যদি বিষয়টি সত্যি হয় তাহলে এই পঞ্চায়েত সদস্য কেন এরকম করেছেন তার জন্য দলীয় পর্যায়ে একটা আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি । তবে, পক্ষান্তরে তিনি কিছুটা হলেও স্বীকার করছেন যে গ্রামবাসীদের অভিযোগ ঠিক ।

Intro:গ্রাম জুড়ে চলছে মাইকিং পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে , থমকে এখন উন্নয়ন ।



গ্রাম জুড়ে চলছে মাইকিং, বিষয় কাট মানি নেওয়ায় অভিযুক্ত স্থানীয় পঞ্চায়েত সদস্যা। এমনই অভিযোগে সরগরম হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ২ ব্লকের বামুনিয়া অঞ্চল ।
অভিযোগ বামুনিয়া ও চালতী অঞ্চলের মাঝখান দিয়ে যাতায়াতের ঝাওয়া রাস্তা ঢালাই এর জন্য "এম জি এন আর ই জি এস" এর প্রকল্পের মাধ্যমে ১৭ লক্ষ ২০০০০ টাকা বরাদ্দ করা হয় । এই রাস্তার কাজ শুরু হওয়ার বেশ কিছুদিনের পরেই আচমকাই বাধে বিপত্তি হয়ে দাঁড়িয়েছে অঞ্জনা দেবী । গত ৪ তারিখে এলাকার পঞ্চায়েত সদস্যা অঞ্জনা মিশ্র ত্রিপাঠী ঘটনাস্থলে যান তার সঙ্গী সাথীদের নিয়ে ঢালাই এর কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ ।
Body:

অভিযোগ ঠিকাদার দেবাশীষ দাস কে পূর্ব ঝওয়া গ্রামের পঞ্চায়েত সদস্যা এই ঢালাই এর কাজের জন্য সত্তোর ( ৭০) হাজার টাকা কাটমানি চান বলে অভিযোগ । ঠিকাদার(৪০০০০) চল্লিশ হাজার টাকা দিলেও বাকি (৩০০০০ )ত্রিশ হাজার দিতে না পারার জন্যই তিনি বন্ধ করে দেন এই ঢালাইয়ের কাজ ।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গ্রামে । এর পরেই ওই পঞ্চায়েত সদস্যা অঞ্জনা মিশ্র ত্রিপাঠী স্থানীয় জুনপুট কোস্টাল থানায় ঠিকাদাৱ সহ একাধিক গ্রামবাসীর নামে শ্রীলতাহানি ,ছিনতাই এৱ অভিযোগ দায়ের করেন।
এর পরেই আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ । গ্রামবাসীরা সম্মিলিত ভাবে ডেপুটেশন দেন জুনপুট কোস্টাল থানায় । তারপরেই শুরু হয় গ্রামে মাইকিং । আয়োজন করা হয় প্রতিবাদ সভার । গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই অভিযোগ প্রত্যাহার করতে হবে । আর ঠিকাদারের 40 হাজার টাকা ফেরত দিতে হবে আর পঞ্চায়েত সদস্যার পদ থেকে পদত্যাগ করতে হবে ।Conclusion:

অপরদিকে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পঞ্চায়েত সদস্যা অঞ্জনা দেবী বলেন রাস্তার কাজ নিয়ম মেনে হচ্ছিল না তাই তিনি বাধা দিয়েছেন । আর যতজন তার প্রতিবাদ করছেন সবাই তার বিরোধী, তার মধ্যে অনেকেই রয়েছেন বহিরাগত । এবং এই বিরোধীরা তার প্রতি ষড়যন্ত্র করে তাকে মারধর করেন এবং শ্লীলতাহানিৱ চেষ্টা করেন বলে অভিযোগ অঞ্জনা দেবীর । এই মর্মে তিনি জুনপুট কোষ্টাল থানায় অভিযোগ জানিয়েছেন । কাঁথি দুই ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও তথা ব্লক নেতৃত্ব তরুণ জানা গ্রামবাসীদের এমন অভিযোগকে মান্যতা দিয়ে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিচ্ছেন । পাশাপাশি এই পঞ্চায়েত সদস্যা কেন এরকম করেছেন তার জন্য দলীয় পর্যায়ে একটা আলোচনার কথা বলছেন। পঞ্চায়েত সদস্যার কথামত তিনি গ্রামবাসী ছাড়া অন্য কোন দলের লোকজন মাইকিং করছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন । পক্ষান্তরে তিনি স্বীকার করছেন যে গ্রামবাসীদের অভিযোগ ঠিক।
অভিযোগ আর পাল্টা অভিযোগ সব মিলিয়ে এখন উত্তেজনা পরিস্থিতির মাঝেই বন্ধ উন্নয়ন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.