ETV Bharat / state

একশো দিনের কাজের টাকা আত্মসাতে অভিযুক্ত তৃণমূল, পটাশপুরে বিক্ষোভ - পটাশপুরে বিক্ষোভ গ্রামবাসীদের

অনেকদিন আগেই একশো দিনের কাজে পুকুর খননের কথা ছিল । কিন্তু তা না করেই কাজ সম্পূর্ণ হয়ে গেছে বলে মাস্টার রোলে সই করিয়ে নেওয়ার অভিযোগ । পটাশপুরে বিক্ষোভ ।

Villagers protest for corruption
পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের
author img

By

Published : Mar 2, 2020, 8:28 PM IST

পটাশপুর , 2 মার্চ : একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখালেন পটাশপুর থানার দাইনদা এলাকার বাসিন্দারা । অনেকদিন আগেই একশো দিনের কাজে পুকুর খননের কথা ছিল । কিন্তু তা না করেই কাজ সম্পূর্ণ হয়ে গেছে বলে মাস্টার রোলে সই করিয়ে নেওয়ার অভিযোগ তুললেন তাঁরা ।

হরনারায়ণ দাস নামে গ্রামের এক বাসিন্দা বলেন, পুকুর খননের কাজ অনেকদিন আগেই শুরু হওয়ার কথা ছিল । কিন্তু তা হয়নি । তারপরও কীভাবে কাজ সম্পূর্ণ হওয়ার মাস্টাররোল তৈরি করে তাতে স্বাক্ষর হয়েছে, সেটাই বোঝা যাচ্ছে না । তৃণমূল পরিচালিত পঞ্চায়েতই এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ । আর আজ সকাল থেকে এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে যায় পটাশপুর থানার পুলিশ । তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় । প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ উঠে যায় ।

BJP-র কাঁথি জেলা সাংগঠনিক সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "পটাশপুরে পঞ্চায়েতেরএকশো দিনের কাজের টাকা তৃণমূলের হার্মাদ নেতারা আত্মসাৎ করেছে । আমরা বলতে চাই , এ শুধুমাত্র পটাশপুরের নয়, পশ্চিমবঙ্গে সমস্ত পঞ্চায়েত দুর্নীতির আঁতুড়ঘর । কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির টাকা আত্মসাৎ করেছে তৃণমূল এবং ভাগ-বাঁটোয়ারা করছে ছোটো নেতা থেকে একেবারে ওপর পর্যন্ত । "

পটাশপুর , 2 মার্চ : একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখালেন পটাশপুর থানার দাইনদা এলাকার বাসিন্দারা । অনেকদিন আগেই একশো দিনের কাজে পুকুর খননের কথা ছিল । কিন্তু তা না করেই কাজ সম্পূর্ণ হয়ে গেছে বলে মাস্টার রোলে সই করিয়ে নেওয়ার অভিযোগ তুললেন তাঁরা ।

হরনারায়ণ দাস নামে গ্রামের এক বাসিন্দা বলেন, পুকুর খননের কাজ অনেকদিন আগেই শুরু হওয়ার কথা ছিল । কিন্তু তা হয়নি । তারপরও কীভাবে কাজ সম্পূর্ণ হওয়ার মাস্টাররোল তৈরি করে তাতে স্বাক্ষর হয়েছে, সেটাই বোঝা যাচ্ছে না । তৃণমূল পরিচালিত পঞ্চায়েতই এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ । আর আজ সকাল থেকে এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে যায় পটাশপুর থানার পুলিশ । তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় । প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ উঠে যায় ।

BJP-র কাঁথি জেলা সাংগঠনিক সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "পটাশপুরে পঞ্চায়েতেরএকশো দিনের কাজের টাকা তৃণমূলের হার্মাদ নেতারা আত্মসাৎ করেছে । আমরা বলতে চাই , এ শুধুমাত্র পটাশপুরের নয়, পশ্চিমবঙ্গে সমস্ত পঞ্চায়েত দুর্নীতির আঁতুড়ঘর । কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির টাকা আত্মসাৎ করেছে তৃণমূল এবং ভাগ-বাঁটোয়ারা করছে ছোটো নেতা থেকে একেবারে ওপর পর্যন্ত । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.