ETV Bharat / state

আমফানে ক্ষতিপূরণের টাকা না পেয়ে রাজ্য সড়ক অবরোধ

author img

By

Published : Jun 23, 2020, 7:49 AM IST

অনেকেই পায়নি আমফানে ক্ষতিপূরণের টাকা । আর সেই কারণেই রাজ্য সড়কের উপর গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখাল তারা । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের চাউলখোলা মন্দারমণি রাজ্য সড়কের তলাপিয়া গ্রামের ।

ছবি
ছবি

মন্দারমণি, 23 জুন : আমফানে ক্ষতিপূরণের টাকা না পেয়ে রাস্তার উপর গুঁড়ি ফলে পথ অবরোধ স্থানীয়দের । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের চাউলখোলা মন্দারমণি রাজ্য সড়কের তলাপিয়া গ্রামের । সেখানকার বাসিন্দারা গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখায় ।

আমফানের জেরে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের একাধিক অঞ্চল । অভিযোগ, সরকারি তরফে ক্ষতিগ্রস্তদের সাহায্যের কথা বলা হলেও, এখনও ক্ষতিপূরণ পায়নি অনেকেই । যার জেরে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে । গতকাল সেই রকমই ছবি ফুটে উঠল তলাপিয়া গ্রামে । কয়েকশো স্থানীয় বাসিন্দা চাউলখোলা মন্দারমণি রাজ্য সড়কের উপর কাঠের গুঁড়ি ফেলে কয়েক ঘণ্টা ধরে পথ অবরোধ করে । যার জেরে যানজট সৃষ্টি হয় । পথ অবরোধের খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থানে আসে । পুলিশ এলে তাদেরও ঘিরে ধরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে । কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে । পুলিশি নিয়ন্ত্রণে যানজট মুক্ত হয় ।


এক গ্রামবাসী অসিত মাইতি বলেন, “ আমফান ঘূর্ণিঝড়ে আমাদের বহু ক্ষয়ক্ষতি হয়েছে । সরকারি সাহায্য এখনও পর্যন্ত কিছু কিছু পাওয়া গেলেও, বেশি জায়গার ক্ষেত্রেই পাওয়া যায়নি । গ্রামবাসীরা সব জায়গায় আবেদন করলেও কোনও সুরাহা না হওয়ায় আমরা বাধ্য হয়ে পথ অবরোধ করেছি ।" যদিও এই সব অভিযোগ অস্বীকার করে কালিন্দী গ্রামপঞ্চায়েতের প্রধান স্বপন দাস বলেন , “ আমফানে সরকার যে সাহায্য পাঠিয়েছে তা আমরা যাঁরা বেশি ক্ষতিগ্রস্ত কেবল তাঁদের দিয়েছি । কিন্তু ক্ষতির পরিমাণ এত বেশি হওয়ায় , সবাইকে দেওয়া এখনও সম্ভব হয়নি । সরকার যদি আবার পাঠায় , তাহলে সবাই সাহায্য পাবে ।"

মন্দারমণি, 23 জুন : আমফানে ক্ষতিপূরণের টাকা না পেয়ে রাস্তার উপর গুঁড়ি ফলে পথ অবরোধ স্থানীয়দের । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের চাউলখোলা মন্দারমণি রাজ্য সড়কের তলাপিয়া গ্রামের । সেখানকার বাসিন্দারা গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখায় ।

আমফানের জেরে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের একাধিক অঞ্চল । অভিযোগ, সরকারি তরফে ক্ষতিগ্রস্তদের সাহায্যের কথা বলা হলেও, এখনও ক্ষতিপূরণ পায়নি অনেকেই । যার জেরে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে । গতকাল সেই রকমই ছবি ফুটে উঠল তলাপিয়া গ্রামে । কয়েকশো স্থানীয় বাসিন্দা চাউলখোলা মন্দারমণি রাজ্য সড়কের উপর কাঠের গুঁড়ি ফেলে কয়েক ঘণ্টা ধরে পথ অবরোধ করে । যার জেরে যানজট সৃষ্টি হয় । পথ অবরোধের খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থানে আসে । পুলিশ এলে তাদেরও ঘিরে ধরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে । কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে । পুলিশি নিয়ন্ত্রণে যানজট মুক্ত হয় ।


এক গ্রামবাসী অসিত মাইতি বলেন, “ আমফান ঘূর্ণিঝড়ে আমাদের বহু ক্ষয়ক্ষতি হয়েছে । সরকারি সাহায্য এখনও পর্যন্ত কিছু কিছু পাওয়া গেলেও, বেশি জায়গার ক্ষেত্রেই পাওয়া যায়নি । গ্রামবাসীরা সব জায়গায় আবেদন করলেও কোনও সুরাহা না হওয়ায় আমরা বাধ্য হয়ে পথ অবরোধ করেছি ।" যদিও এই সব অভিযোগ অস্বীকার করে কালিন্দী গ্রামপঞ্চায়েতের প্রধান স্বপন দাস বলেন , “ আমফানে সরকার যে সাহায্য পাঠিয়েছে তা আমরা যাঁরা বেশি ক্ষতিগ্রস্ত কেবল তাঁদের দিয়েছি । কিন্তু ক্ষতির পরিমাণ এত বেশি হওয়ায় , সবাইকে দেওয়া এখনও সম্ভব হয়নি । সরকার যদি আবার পাঠায় , তাহলে সবাই সাহায্য পাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.