কাঁথি, 4 এপ্রিল : গত কয়েকদিনে গ্রামের প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে হ্যান্ডবিল ৷ সেই হ্যান্ডবিলে জারি করা হয়েছে বারোটি ফতোয়া ৷ স্পষ্ট বলা হয়েছে, যদি কেউ এই ফতোয়া অমান্য করেন তাহলে তাঁকে কঠোর শাস্তি দেওয়া হবে । এই হ্যান্ডবিলকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার চকদ্বারিবেড়িয়া গ্রামে (Mahishadal Village Committee Fatwa) ।
বাড়ি বাড়ি বিলি করা হ্যান্ডবিলে ফতোয়া জারি করা হয়েছে, গ্রামে কারওর কোনও সমস্যা হলে থানায় যাওয়া চলবে না । জানাতে হবে গ্রাম কমিটিকে । বাড়িতে কোনও মাঙ্গলিক কিংবা পারলৌকিক কাজ করতে গেলে জানাতে হবে গ্রাম কমিটিকে। গ্রামের কোনও ছেলে বিয়ে করে বউ নিয়ে গ্রামে ফিরলে অথবা গ্রামের কোনও মেয়ে বাড়ি ছেড়ে চলে গেলে, গ্রাম কমিটির ধার্য করা চাঁদার নামে জরিমানা দিতে হবে ।
রীতিমতো ছাপিয়ে বিলি করা হয়েছে বাড়ি বাড়ি ফতোয়া । বাড়ির দেওয়ালে দেওয়ালে পোস্টারের মতো করে সাঁটিয়েও দেওয়া হয়েছে ৷ চকদ্বারিবেড়িয়া গ্রাম কমিটির এই একগুচ্ছ ফতোয়াকে ঘিরে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে । শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও ৷ প্রশ্ন তুলেছে গ্রামের বাসিন্দাদের একাংশ । তাঁদের বক্তব্য, গ্রাম্য কমিটির নামে দেওয়া এই ধরনের ফতোয়া আসলে তাঁদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয় । স্বাধীন ভারতে তাঁরা এভাবে কেন বসবাস করবেন তা নিয়েও তুলেছেন প্রশ্ন ৷
ফতোয়া লিফলেট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । বিজেপির অভিযোগ, গ্রাম্য কমিটির নামে তৃণমূল নেতারা এই ধরনের লিফলেট বিলি করে পঞ্চায়েত ভোটের আগে গ্রামবাসীদের ভয় দেখিয়ে বসে রাখতে চাইছে । বিরোধী পঞ্চায়েত সদস্য স্বপনকুমার দাসের অভিযোগ, তেইশের নির্বাচনের আগে হাওয়া গরম করতে চাইছে শাসকদল ৷ তারা মানুষের মনে ভয় ঢোকানোর জন্যই এই ফতোয়া জারি করেছে ৷
তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব । মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, "যারা এই কাজ করেছে জঘন্য অপরাধ করেছে । আমরা পুলিশ-প্রশাসনকে বলব বিষয়টি নিয়ে যথাযোগ্য ব্যবস্থা নিতে ৷"
আরও পড়ুন : Suvendu Adhikari : কাঁথিতে শুভেন্দুর অরাজনৈতিক সভা নিয়ে গুঞ্জন ; রাজনৈতিক স্থিরতা নেই, বলছে তৃণমূল