পটাশপুর, 28 মার্চ : পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার চকভবানী গ্রামের খালে মিলল এক যুবকের মৃতদেহ । যদিও এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি৷ স্থানীয় বাসিন্দারা প্রথম দেহটি পড়ে থাকতে দেখেন ৷ তারপর তারা পুলিশকে খবর দেন ৷ পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায় । মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে ৷ স্থানীয়দের দাবি কোরোনাতে মৃত্যু হয়েছে যুবকেরা ৷ সুতরাং আতঙ্কিত চকভবানীর বাসিন্দারা ৷
গতকাল বিকেলে চকভবানী গ্রামের একটি খালে মিলল এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ ৷ প্রাথমিক তদন্তে জানা গেছে মৃতের বয়স সাঁইত্রিশ৷ স্থানীয় গ্রামবাসীরা খালের পাশে প্রথম দেহটিকে দেখতে পান ৷দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন ৷ পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায় । স্থানীয় বাসিন্দা রবীন্দ্র ওঝা বলেন, "এক যুবকের মৃতদেহ খালে পড়ে ছিল, কুকুর শিয়াল সব টেনে হিঁচড়ে খাচ্ছিল । দেখতে পেয়ে আমরা পুলিশকে খবর দিলাম । আমাদের সন্দহে, যে ঐ যুবকের কোরোনার জন্য কি মৃত্যু হয়েছিল না অন্য কিছু হয়েছিল? কোরোনার কারণে মৃত্যু হলে ভয়ের কারণ আছে । কারণ ওই জল এলাকার চাষবাসের কাজে লাগানও হয় । "আর এক স্থানীয় বাসিন্দা খোকন সামান্ত বলেন, "এক অজ্ঞাত যুবকের পচা দেহ দেখতে পাওয়া যায় খালে । কুকুর শিয়াল সব টেনে খুবলে খাচ্ছিল দেহটি ।"
পটাশপুর থানার OC চন্দ্রকান্ত শাসমলকে ফোন করা হলে , তিনি জানান যে ,"ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই ৷ সেখান থেকে এক যুবকের পচা দেহ উদ্ধার করি ৷ ময়নাতদন্তের জন্য আজ কাঁথি মহকুমা হাসপাতালে মৃতদেহটি পাঠানো হয়েছে । প্রাথমিক অনুমান, বেশ কয়েক দিনে আগেকার এই মৃত দেহ । তবে ময়না তদন্তের পর সব বলা যাবে । ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷"