হলদিয়া, 5 ডিসেম্বর : পাখির চোখ একুশের বিধানসভা নির্বাচন । ইতিমধ্যে বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে তৃণমূল ও বিজেপি ভোট যুদ্ধে নেমেছে । উভয় পক্ষ একের পর এক কর্মসূচি করে চলেছে । কয়েকদিন আগে শিল্পশহর হলদিয়াতে তৃণমূল কংগ্রেসের তরফে সভা করেছেন সুজিত বসু ও রাজীব বন্দ্যোপাধ্যায় । এবার সেকানে 'গৃহ সম্পর্ক' অভিযান করলেন কেন্দ্রীয় জাহাজ ও বন্দর রাষ্ট্রমন্ত্রী মনসুখ লক্ষ্মণভাই মণ্ডভিয়া ।
আজ সকালে সড়কপথে কোলাঘাটে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী । সেখানে একটি বেসরকারি অতিথিশালায় বেশ কিছুক্ষণ কাটিয়ে দুপুর সাড়ে 12টা নাগাদ পৌঁছে যান হলদিয়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে । সেখানে বৈষ্ণবচক, ধান্যঘাটা, তেঁতুলবেড়িয়া ও দেভোগ এলাকার কিছু বাড়িতে গিয়ে 'গৃহ সম্পর্ক অভিযান'এ অংশগ্রহণ করেন । অভিযান শেষে দলীয় কর্মী পূর্ণিমা জানার বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী ও দলীয় কর্মীরা মধ্যাহ্নভোজ সারেন । স্যালাড, ভাত, রুটি, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, তরকারি, চাটনি ও পাঁপড় ভাজা দিয়ে মধ্যহ্নভোজ সারেন । ভোজ শেষে কর্মী সম্মেলনে যোগ দেন মনসুখ লক্ষ্মণ ভাই মণ্ডভিয়া ।
আরও পড়ুন : দরজায় সাংসদ-বিধায়ক, উত্তর 24 পরগনায় শুরু প্রধানমন্ত্রীর গৃহ সম্পর্ক অভিযান
কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জানান, "সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলা ও একসঙ্গে খাওয়ার সুযোগ হয়েছে । তাতে বাংলার মানুষের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, সাধারণ মানুষ মোদিজিকে বিশ্বাস ও শ্রদ্ধা করেন । তাঁর তৈরি প্রকল্পগুলিকে সম্মান জানান । বাংলার মানুষ ও বাংলার কৃষক সকলেই সামনের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আশ্বাস দিয়েছেন ।"