ETV Bharat / state

সরকারি নির্দেশের পরও মন্দারমণিতে হোটেল খোলায় অনিশ্চয়তা - Unlockdown

সরকারি নির্দেশ অনুযায়ী আগামী 8 জুন থেকে খুলে যাবে হোটেল , রেস্তরাঁ । কিন্তু , পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র মন্দারমণিতে হোটেল খোলা নিয়ে তৈরি হয়েছে জটিলতা । কারণ , গ্রামবাসীরা কোরোনা আতঙ্কে হোটেলগুলি না খোলার দাবি জানিয়েছে । অন্যদিকে , প্রশাসনের দ্বারস্থ হয়েছে হোটেল মালিক অ্যাসোসিয়েশন । তারা 8 জুন থেকে হোটেলগুলি খুলবে বলে জানিয়েছে ।

Mandarmoni
মন্দারমণি
author img

By

Published : Jun 7, 2020, 7:12 AM IST

মন্দারমণি, 7 জুন : কোরোনা ভাইরাস মোকাবিলায় লকডাউন চলছে । বলা ভালো, আনলকডাউনের প্রথম পর্ব চলছে । এই পর্বের আগে পর্যন্ত হোটেলগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার । আনলক 1.0 পর্বে সরকার আবার আগামী 8 জুন থেকে হোটেল খোলার নির্দেশ দিয়েছে । কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র মন্দারমণিতে হোটেল খুলতে তৈরি হয়েছে জটিলতা । প্রতিবন্ধকতা এড়াতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে হোটেল মালিক অ্যাসোসিয়েশন ।

এলাকাবাসীদের দাবি হোটেল খুললেই ভিন্ন জায়গার লোকের সমাগম হবে । ফলে কোরোনা সংক্রমণের সম্ভাবনা বাড়বে । তাই কোরোনা আতঙ্কে শনিবার , পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি কোস্টাল থানার দাদনপাত্রের গ্রামবাসীরা রামনগর দুই নম্বর ব্লকের BDO ও মন্দারমণি এলাকার কালিন্দী গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে । তাদের দাবি , আগামী 8 জুনের পরিবর্তে হোটেলগুলি যেন 30 জুনের পর খোলা হয় ।

এই বিষয়ে কালিন্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন দাস বলেন , "দাদনপাত্রবাড়ের প্রায় 200 জন গ্রামবাসী মিলে আমার কাছে এবং রামনগর দুই নম্বর ব্লকের BDO সাহেবের কাছে অভিযোগ করেছে । গ্রামবাসীদের অভিযোগ , আগামী 8 জুন থেকে হোটেল খোলার নির্দেশ রয়েছে । তারা চায় , 30 জুনের পর যেন হোটেলগুলি খোলা হয় । এই বিষয় নিয়ে আমরা হোটেল অ্যাসোসিয়েশন ও BDO-র সঙ্গে আলোচনা করব । তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে । "

দাদনপাত্রবাড় গ্রামের এক স্থানীয় বাসিন্দা নারায়ণ শ্যামল বলেন , "সরকারের তরফ থেকে আগামী 8 জুন থেকে হোটেলগুলি খোলার নির্দেশ এসেছে । হোটেলগুলি খোলা হলে বাইরে থেকে পর্যটকের সমাগম বাড়বে । এলাকায় ছড়াতে পারে কোরোনা ভাইরাস । তাই আমরা আতঙ্কিত হয়ে পঞ্চায়েত প্রধান ও BDO সাহেবের কাছে আর্জি জানিয়েছি । 8 জুনের পরিবর্তে 30 জুন পর্যন্ত হোটেলগুলি বন্ধ রাখা হোক । কিন্তু তাঁরা বললেন, এটা আলোচনার বিষয় । আমরা BDO সাহেব ও হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে জানাব । "

মন্দারমণি হোটেল অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবদুলাল দাস মহাপাত্র বলেন, "দাদনপাত্র বাড়ের কয়েকজন গ্রামবাসীরা আতঙ্ক ছড়াচ্ছেন । গতকাল এলাকার পঞ্চায়েত সদস্যার স্বামীর কছে গিয়ে ভুল ধারণা কাটালাম । রামনগর দুই নম্বর ব্লকের BDO , মন্দারমণি কোস্টাল থানার OC, কালিন্দী গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে আবেদন করে এসেছি । প্রশাসনিক নির্দেশ মেনে আমরা আগামী 8 তারিখ থেকে হোটেলগুলি খুলব । যথারীতি স্যানিটাইজ়ারের ব্যবস্থা রাখা হয়েছে । "

মন্দারমণি, 7 জুন : কোরোনা ভাইরাস মোকাবিলায় লকডাউন চলছে । বলা ভালো, আনলকডাউনের প্রথম পর্ব চলছে । এই পর্বের আগে পর্যন্ত হোটেলগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার । আনলক 1.0 পর্বে সরকার আবার আগামী 8 জুন থেকে হোটেল খোলার নির্দেশ দিয়েছে । কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র মন্দারমণিতে হোটেল খুলতে তৈরি হয়েছে জটিলতা । প্রতিবন্ধকতা এড়াতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে হোটেল মালিক অ্যাসোসিয়েশন ।

এলাকাবাসীদের দাবি হোটেল খুললেই ভিন্ন জায়গার লোকের সমাগম হবে । ফলে কোরোনা সংক্রমণের সম্ভাবনা বাড়বে । তাই কোরোনা আতঙ্কে শনিবার , পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি কোস্টাল থানার দাদনপাত্রের গ্রামবাসীরা রামনগর দুই নম্বর ব্লকের BDO ও মন্দারমণি এলাকার কালিন্দী গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে । তাদের দাবি , আগামী 8 জুনের পরিবর্তে হোটেলগুলি যেন 30 জুনের পর খোলা হয় ।

এই বিষয়ে কালিন্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন দাস বলেন , "দাদনপাত্রবাড়ের প্রায় 200 জন গ্রামবাসী মিলে আমার কাছে এবং রামনগর দুই নম্বর ব্লকের BDO সাহেবের কাছে অভিযোগ করেছে । গ্রামবাসীদের অভিযোগ , আগামী 8 জুন থেকে হোটেল খোলার নির্দেশ রয়েছে । তারা চায় , 30 জুনের পর যেন হোটেলগুলি খোলা হয় । এই বিষয় নিয়ে আমরা হোটেল অ্যাসোসিয়েশন ও BDO-র সঙ্গে আলোচনা করব । তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে । "

দাদনপাত্রবাড় গ্রামের এক স্থানীয় বাসিন্দা নারায়ণ শ্যামল বলেন , "সরকারের তরফ থেকে আগামী 8 জুন থেকে হোটেলগুলি খোলার নির্দেশ এসেছে । হোটেলগুলি খোলা হলে বাইরে থেকে পর্যটকের সমাগম বাড়বে । এলাকায় ছড়াতে পারে কোরোনা ভাইরাস । তাই আমরা আতঙ্কিত হয়ে পঞ্চায়েত প্রধান ও BDO সাহেবের কাছে আর্জি জানিয়েছি । 8 জুনের পরিবর্তে 30 জুন পর্যন্ত হোটেলগুলি বন্ধ রাখা হোক । কিন্তু তাঁরা বললেন, এটা আলোচনার বিষয় । আমরা BDO সাহেব ও হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে জানাব । "

মন্দারমণি হোটেল অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবদুলাল দাস মহাপাত্র বলেন, "দাদনপাত্র বাড়ের কয়েকজন গ্রামবাসীরা আতঙ্ক ছড়াচ্ছেন । গতকাল এলাকার পঞ্চায়েত সদস্যার স্বামীর কছে গিয়ে ভুল ধারণা কাটালাম । রামনগর দুই নম্বর ব্লকের BDO , মন্দারমণি কোস্টাল থানার OC, কালিন্দী গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে আবেদন করে এসেছি । প্রশাসনিক নির্দেশ মেনে আমরা আগামী 8 তারিখ থেকে হোটেলগুলি খুলব । যথারীতি স্যানিটাইজ়ারের ব্যবস্থা রাখা হয়েছে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.