পাঁশকুড়া, 11 জুন : পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনায় আক্রান্ত হলেন আরও দু'জন ৷ একজন মুম্বই থেকে ও আর একজন দিল্লি থেকে ফিরেছেন ৷ এদিকে পাঁশকুড়ার কোরোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন ৷
যাঁরা সুস্থ হয়ে উঠেছেন তাঁদের 14 দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ । ওই পাঁচজনের মধ্যে দু'জন ভূপতিনগর থানার ও তিনজন চণ্ডীপুর থানার বাসিন্দা । সুস্থ হয়ে ওঠার পর তাঁদের সোয়াবের নমুনা আবার পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট নেগেটিভ আসার পরই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে গতকালই কোরোনায় আক্রান্ত হয়েছেন আরও দু'জন । তাঁদের মধ্যে মারিশদা থানার এক যুবক সম্প্রতি মুম্বই থেকে ফিরেছেন ৷ আর কাঁথি থানা এলাকার এক মহিলা দিল্লি থেকে ফিরেছেন । বর্তমানে তাঁরা কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।