ETV Bharat / state

Suvendu Adhikari: বাইকে, গাড়িতে শুভেন্দুর কনভয় অনুসরণ ! কাঁথিতে আটক 2 যুবক - কাঁথির খবর

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় অনুসরণ করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে ৷ সিআরপিএফ-এর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক (Two Men Detained) করেছে কাঁথি থানার (Contai Police Station) পুলিশ ৷

Two Men Detained in Contai Police Station for allegedly monitoring Suvendu Adhikari convoy
Suvendu Adhikari: বাইকে, গাড়িতে শুভেন্দুর কনভয় অনুসরণ ! কাঁথিতে আটক 2 যুবক
author img

By

Published : Nov 11, 2022, 3:38 PM IST

কাঁথি, 11 নভেম্বর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় অনুসরণ করার অভিযোগে দুই যুবককে আটক (Two Men Detained) করা হল ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবককে অধিকারীদের বাসভবন শান্তিকুঞ্জের সামনে থেকে পাকড়াও করা হয় ৷

কাঁথির থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে শুভেন্দুর কনভয় যখন তাঁর বাড়ির দিকে যাচ্ছিল, সেই সময়েই একটি চারচাকা গাড়ি এবং একটি মোটরবাইকে দুই যুবক বিধায়কের গাড়ি অনুসরণ করতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে ৷ এমনকী, শেষ পর্যন্ত তাঁরা অধিকারীদের বাসভবন পর্যন্ত পৌঁছে যান ! তখনই শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানরা ওই দু'জনকে ঘিরে ধরেন ৷ কেন তাঁরা শুভেন্দুর কনভয় অনুসরণ করছেন, তা জানতে চাওয়া হয় ৷ প্রশ্নের সন্তোষজনক উত্তর না মেলায় অভিযুক্ত দু'জনকেই কাঁথি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ পুলিশ দুই যুবককে আটক করে ৷ তবে, ওই দু'জনের নাম বা পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি ৷ কেন তাঁরা কাঁথিতে এসেছিলেন, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে ৷

আরও পড়ুন: শহিদ দিবস পালনের আগে গঙ্গাজলে শহিদ বেদী পরিষ্কার করলেন শুভেন্দু

এদিকে, এই ঘটনার পরই গাড়িতে থাকা যুবক অসুস্থ হয়ে পড়েন ৷ ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করে পুলিশ ৷ সূত্রের দাবি, আটক হওয়ার পর থেকে পুলিশের কোনও প্রশ্নেরই উত্তর দেননি তিনি ৷ অন্যদিকে, মোটরবাইকে থাকা যুবককে কাঁথি থানায় রাখা হয়েছে ৷ তাঁর সঙ্গে কথা বলছে পুলিশ ৷

কাঁথি থানার (Contai Police Station) এক আধিকারিক জানিয়েছেন, ওই দুই যুবক কেন এলাকায় ঢুকেছিলেন, সেটা এখনও স্পষ্ট নয় ৷ তবে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে এই বিষয়ে তথ্য মিলবে বলেই আশা করছে পুলিশ ৷ কাঁথি থানার পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ ওই দুই যুবকের কোনও অসৎ উদ্দেশ্য ছিল, নাকি পুরো ঘটনাটিই নেহাত কাকতালীয়, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

কাঁথি, 11 নভেম্বর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় অনুসরণ করার অভিযোগে দুই যুবককে আটক (Two Men Detained) করা হল ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবককে অধিকারীদের বাসভবন শান্তিকুঞ্জের সামনে থেকে পাকড়াও করা হয় ৷

কাঁথির থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে শুভেন্দুর কনভয় যখন তাঁর বাড়ির দিকে যাচ্ছিল, সেই সময়েই একটি চারচাকা গাড়ি এবং একটি মোটরবাইকে দুই যুবক বিধায়কের গাড়ি অনুসরণ করতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে ৷ এমনকী, শেষ পর্যন্ত তাঁরা অধিকারীদের বাসভবন পর্যন্ত পৌঁছে যান ! তখনই শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানরা ওই দু'জনকে ঘিরে ধরেন ৷ কেন তাঁরা শুভেন্দুর কনভয় অনুসরণ করছেন, তা জানতে চাওয়া হয় ৷ প্রশ্নের সন্তোষজনক উত্তর না মেলায় অভিযুক্ত দু'জনকেই কাঁথি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ পুলিশ দুই যুবককে আটক করে ৷ তবে, ওই দু'জনের নাম বা পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি ৷ কেন তাঁরা কাঁথিতে এসেছিলেন, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে ৷

আরও পড়ুন: শহিদ দিবস পালনের আগে গঙ্গাজলে শহিদ বেদী পরিষ্কার করলেন শুভেন্দু

এদিকে, এই ঘটনার পরই গাড়িতে থাকা যুবক অসুস্থ হয়ে পড়েন ৷ ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করে পুলিশ ৷ সূত্রের দাবি, আটক হওয়ার পর থেকে পুলিশের কোনও প্রশ্নেরই উত্তর দেননি তিনি ৷ অন্যদিকে, মোটরবাইকে থাকা যুবককে কাঁথি থানায় রাখা হয়েছে ৷ তাঁর সঙ্গে কথা বলছে পুলিশ ৷

কাঁথি থানার (Contai Police Station) এক আধিকারিক জানিয়েছেন, ওই দুই যুবক কেন এলাকায় ঢুকেছিলেন, সেটা এখনও স্পষ্ট নয় ৷ তবে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে এই বিষয়ে তথ্য মিলবে বলেই আশা করছে পুলিশ ৷ কাঁথি থানার পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ ওই দুই যুবকের কোনও অসৎ উদ্দেশ্য ছিল, নাকি পুরো ঘটনাটিই নেহাত কাকতালীয়, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.