ETV Bharat / state

টানা বৃষ্টিতে খেজুরিতে দেয়াল চাপা পড়ে মৃত বৃদ্ধ দম্পতি, জখম ছেলে - পূর্ব মেদিনীপুর

টানা বৃষ্টিতে কাঁচা বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির ৷ জখম তাঁদের বছর তেত্রিশের ছেলেও ৷ তাঁকে ভর্তি করা হয়েছে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে খেজুরির রামচক গ্রামে ৷

টানা বৃষ্টিতে খেজুরিতে দেয়াল চাপা পড়ে মৃত দুই
টানা বৃষ্টিতে খেজুরিতে দেয়াল চাপা পড়ে মৃত দুই
author img

By

Published : Jun 19, 2021, 9:29 PM IST

খেজুরি, 19 জুন : টানা বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির ৷ জখম হয়েছেন তাঁদের এক ছেলেও ৷ তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে ৷ পুলিশ মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার রামচক গ্রামে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে রামচক গ্রামের বাসিন্দা পঞ্চানন মণ্ডলের মাটির বাড়ির দেওয়াল দুর্বল হয়ে যায় ৷ তার ফলেই গতকাল রাতে কাঁচা বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ ভিতরে ছিলেন পঞ্চানন মণ্ডল (75), তাঁর স্ত্রী লালীবালা মণ্ডল (65) এবং তাঁদের ছেলে কুশ মণ্ডল (33) ৷ গভীর রাতেই দেওয়াল ভেঙে পড়ার আওয়াজে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায় ৷ তাঁরা তড়িঘড়ি উদ্ধারের কাজে হাত লাগান ৷ পঞ্চানন মণ্ডল এবং তাঁর স্ত্রী লালীবালা মণ্ডল দেওয়াল চাপা পড়ে মারা যান । তাঁদের ছেলে কুশ জখম হয়েছেন ৷ তাঁকে উদ্ধার করে কামারদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন গ্রামবাসী ৷ আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন ৷

টানা বৃষ্টিতে খেজুরিতে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বৃদ্ধ দম্পতির ৷

পুলিশ খবর পাওয়ার পর মৃতদেহ উদ্ধার করেছে ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : NRS Hospital : এনআরএস থেকে ট্রলিতে বৃষ্টিতে ভিজে ডেন্টাল হাসপাতাল গেলেন রোগী

খেজুরি, 19 জুন : টানা বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির ৷ জখম হয়েছেন তাঁদের এক ছেলেও ৷ তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে ৷ পুলিশ মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার রামচক গ্রামে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে রামচক গ্রামের বাসিন্দা পঞ্চানন মণ্ডলের মাটির বাড়ির দেওয়াল দুর্বল হয়ে যায় ৷ তার ফলেই গতকাল রাতে কাঁচা বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ ভিতরে ছিলেন পঞ্চানন মণ্ডল (75), তাঁর স্ত্রী লালীবালা মণ্ডল (65) এবং তাঁদের ছেলে কুশ মণ্ডল (33) ৷ গভীর রাতেই দেওয়াল ভেঙে পড়ার আওয়াজে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায় ৷ তাঁরা তড়িঘড়ি উদ্ধারের কাজে হাত লাগান ৷ পঞ্চানন মণ্ডল এবং তাঁর স্ত্রী লালীবালা মণ্ডল দেওয়াল চাপা পড়ে মারা যান । তাঁদের ছেলে কুশ জখম হয়েছেন ৷ তাঁকে উদ্ধার করে কামারদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন গ্রামবাসী ৷ আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন ৷

টানা বৃষ্টিতে খেজুরিতে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বৃদ্ধ দম্পতির ৷

পুলিশ খবর পাওয়ার পর মৃতদেহ উদ্ধার করেছে ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : NRS Hospital : এনআরএস থেকে ট্রলিতে বৃষ্টিতে ভিজে ডেন্টাল হাসপাতাল গেলেন রোগী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.